বিলম্বিত হচ্ছে অপারেশন,জিবিতে চরম অব্যবস্থা বিপাকে রোগী, ঘুমে সরকার!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান সরকারী রেফারেল হাসপাতাল জিবির চরম অব্যবস্থায় রোগীর অপারেশন দীর্ঘ বিলম্বিত হওয়ায় রোগীরা রোগ যন্ত্রণা নিয়ে চরম দুর্ভোগ ও বিপাকে পড়েছেন। জিবি রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল হলেও রোগীর চিকিৎসা পরিষেবা চালু রাখার বিষয়ে হাসপাতাল অথরিটি, হাসপাতাল কর্তৃপক্ষ,স্বাস্থ্য দপ্তর কারোর কোনোও উদ্যোগ ও তৎপরতা নেই। রাজ্য সরকার চিকিৎসা পরিষেবার উন্নয়নে যত্নবান ও আন্তরিক বলে ঢাকঢোল পিটিয়ে প্রচার করলেও হাসপাতালের বাস্তব ব্যবস্থাপনার সঙ্গে সরকারী প্রচারের ব্যাপক ফারাক রয়েছে বলে রোগী ও রোগীর আত্মীয় পরিজনের অভিযোগ। সংবাদ মাধ্যমে এইসব খবর প্রকাশিত হলেও রাজ্য সরকারের তরফে বা স্বাস্থ্য দপ্তর ও হাসপাতালের তরফে সঠিক তদন্ত বা খোঁজখবর নিয়ে রোগীর সুচিকিৎসা পরিষেবার স্বার্থে হাসপাতালের চরম অব্যবস্থার ও বেহাল দশার দ্রুত অবসান ঘটানোর দিকে কারোর লক্ষ্য ও তৎপরতা নেই।তার বদলে সংবাদ প্রকাশিত হলে তড়িঘড়ি করে যতদ্রুত সম্ভব সংবাদের প্রতিবাদ ও স্পষ্টীকরণ দেওয়ায় এখন স্বাস্থ্য দপ্তর ও হাসপাতাল অথরিটির প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে বলেও রোগী ও রোগীর আত্মীয় পরিজনের অভিযোগ। অথচ জিবির মতো রাজ্যের প্রধান সরকারী রেফারেল হাসপাতালে চব্বিশ ঘন্টা রোগীরা সুচিকিৎসা পাচ্ছেন কিনা বা সুব্যবস্থা চালু আছে কিনা সেইদিকে নজর দেওয়া ও প্রতিনিয়ত খোঁজখবর নেওয়ার বাস্তব কোনও সদিচ্ছা হাসপাতাল অথরিটি ও স্বাস্থ্য দপ্তরের আছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ রোগী ও রোগীর আত্মীয় পরিজনেরা। তা না হলে রোগ যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন অস্থি রোগ, ইএনটি রোগ, শল্য রোগের রোগীরা কেন অপারেশন করানোর আগে ইকো কার্ডিওগ্রাফি পরীক্ষা করাতে গিয়ে অন্তত এক মাস অপেক্ষামাণ তালিকায় রোগ যন্ত্রণা নিয়ে হাসপাতালের শয্যায় থেকে কাতরাতে হচ্ছে। অস্থি, শল্য, ইএনটির চিকিৎসকরা অপারেশন করানোর আগে রোগীকে কতগুলি পরীক্ষা করানোর জন্য হাসপাতালে প্রেসক্রিপশনে লিখে দেন। রোগীর হার্টের অবস্থা দেখার জন্য ইকো কার্ডিওগ্রাফি করানোর জন্যও লিখে দিচ্ছেন। কিন্তু বিস্ময় ও পরিতাপের ব্যাপার হলো রোগীকে ইকো কার্ডিওগ্রাফি পরীক্ষা করানোর জন্য ইকো তথা রেডিওলজি বিভাগ থেকে অন্তত এক মাস অপেক্ষা করার জন্য বলে দিচ্ছে। মুখে নয়, ইকো বিভাগ থেকে রোগীকে ও রোগীর আত্মীয়কে লিখিতভাবেই জানিয়ে দেওয়া হচ্ছে এক মাসের আগে ইকো কার্ডিওগ্রাফি করানো যাবে না। রোগী যে সব ওয়ার্ডে ভর্তি আছেন সেই সব ওয়ার্ডকেও তাই জানিয়ে দিচ্ছে। ইকো কার্ডিওগ্রাফি করানোর রিপোর্ট না দেখে অ্যানেসথেসিস্ট বা রোগীকে অজ্ঞান করার ডাক্তার রোগীকে অপারেশন করানোর জন্য সবুজ সংকেত তথা অনুমতি দিচ্ছেন না। আর সেই কারণে হাড় ভাঙা রোগীই হোক বা নাক-কান-গলার রোগীই হোক বা শল্য তথা সার্জারির রোগীই হোক বা অন্য রোগ যন্ত্রণায় রোগীই হোক হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন সব রোগীই অপারেশন করাতে রোগ যন্ত্রণা নিয়ে খুব কষ্টে হাসপাতালের শয্যায় শুয়ে থেকে কাতরাচ্ছেন। যা খুব অমানবিক ঘটনা। হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকদের বক্তব্য হল শুধু ইকো কার্ডিওগ্রাফি করাতে গিয়ে অন্তত এক মাস সময় লেগে যাওয়ায় বিলম্বে অপারেশন করানোর তাতে রোগীর সঠিক চিকিৎসা পরিষেবা প্রচণ্ডভাবে ব্যাহত ও বিঘ্নিত হচ্ছে। সেই কারণে রোগীরা অবর্ণনীয় দুঃখ-কষ্টে ও যন্ত্রণায় আছেন। কেন অপারেশন করানোর জন্য হাসপাতালের তালিকাভুক্ত রোগীদের হার্ট পরীক্ষায় ইকো কার্ডিওগ্রাফি করাতে অন্তত এক মাস অপেক্ষমাণ তালিকায় থাকতে হচ্ছে সেই বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের চিকিৎসকদের বক্তব্য হল ইকো কার্ডিওগ্রাফি বিভাগ থেকে ইকো করাতে এই দীর্ঘ বিলম্বিত তারিখ দেওয়া হচ্ছে। তাই দীর্ঘ বিলম্বে রোগীর অপারেশন করাতে হচ্ছে বলেও হাসপাতালের অব্যবস্থায় ক্ষুব্ধ রোগী ও রোগীর আত্মীয় পরিজনেরও একই অভিযোগ। শুধু হাসপাতালে ভর্তি আছেন এমন রোগীদের অপারেশনের ক্ষেত্রে ইকো করাতে গিয়ে অন্তত এক মাস অপেক্ষা করতে হচ্ছে তাই নয়, বহিঃবিভাগের চিকিৎসক দেখিয়ে যে সব রোগীর রুটিন অপারেশন করানোর প্রয়োজন এই ক্ষেত্রেও ইকো পরীক্ষা করাতে গিয়ে দুমাস, আড়াই মাস লেগে
যায় বলেও অভিয়োগ।তাতেও রোগীরা সঠিক সময়ে অপারেশন না করাতে পেরে রোগ যন্ত্রণা নিয়ে অবর্ণনীয় সমস্যায় পড়েছেন।
এদিকে অস্থি রোগের অপারেশন করাতে গিয়ে অপারেশন থিয়েটারে কদিন পর পর সি আর্ম মেশিন বিকল হয়ে যাওয়ারও প্রচণ্ড বিপত্তি দেখা দিয়েছে। অস্থি বিভাগের দুটি অপারেশন থিয়েটার রয়েছে। এখন তার মধ্যে একটি অপারেশন থিয়েটার সি আর্ম মেশিন বিকল হয়ে পড়ে রয়েছে। অস্থি রোগীর শরীরে অপারেশনের স্থানে রড ও কৃত্রিম যন্ত্রাংশ সেট করার জন্য সি আর্ম এই গুরুত্বপূর্ণ মেশিন খুব জরুরি। গত এক সপ্তাহ ধরে একটি অপারেশন থিয়েটারে সি আর্ম মেশিন বিকল হয়ে রয়েছে। তাতে অপর একটি অপারেশন থিয়েটারে সি আর্ম মেশিন চালু থাকায় রোগীর চাপ পড়ছে সেই অপারেশন থিয়েটারে। চিকিৎসকদের বক্তব্য একটি অপারেশন থিয়েটারে এক দিনে এতো বেশি সংখ্যক রোগীর অপারেশন করা সম্ভব নয়। তাতে সি আর্ম মেশিন বিকল থাকায় অস্থি রোগীর অপারেশনের কাজেও ব্যাহত ও বিলম্বিত হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বহু রোগী অপারেশনের অপেক্ষায় হাসপাতালের শয্যায় কাতরাচ্ছেন।
প্রসঙ্গত, একটানা তিন মাস একটি অপারেশন থিয়েটারে সি আর্ম মেশিন বিকল হয়ে থাকার পর সম্প্রতি সি আর্ম মেশিন আবার অচল হয়ে পড়ায় অপারেশনে এই বিপত্তি দেখা দিয়েছে। অথচ রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে এই ধরনের চরম অব্যবস্থা কায়েম হয়ে থাকলেও এদিকে দেখার কেউ নেই।

Dainik Digital

Recent Posts

জম্মু-কাশ্মীরে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা!!

অনলাইন প্রতিনিধি :-জম্মু ও কাশ্মীরে সেনা নার্সিং কলেজের ওয়েবসাইট হ্যাক করল পাকিস্তানের হ্যাকাররা। ‘টিম ইনসেন…

3 hours ago

উত্তরবঙ্গে সেনা-বায়ুসেনাকে প্রস্তুত থাকার নির্দেশ দিল স্বরাষ্ট্রমন্ত্রক!!

অনলাইন প্রতিনিধি :-উত্তরবঙ্গে ভারতীয় সেনা এবং বায়ুসেনায় হাই অ্যালার্ট জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও প্রতিরক্ষা…

5 hours ago

কাশ্মীর পৌছালেন সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী!!

অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ জঙ্গি হামলার পর নিরাপত্তা পরিস্থিতি এবং সন্ত্রাসবিরোধী অভিযানে গতি আনতে শুক্রবার শ্রীনগরে…

8 hours ago

পহেলগাঁওয়ে হামলার পিছনে ব্লু প্রিন্ট হাফিজ সইদের!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে যে জঙ্গি হানা হয় তাতে স্পষ্ট যোগসাজশ পাকিস্তানের। পাক মদতেই…

9 hours ago

রাজ্য থেকেও পাকিস্তানিদের উৎখাতের নির্দেশ অমিত শাহের!!

অনলাইন প্রতিনিধি :-আরও এক ধাপ কঠোর সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রকের। রাজ্য থেকে সমস্ত পাকিস্তানিদের উৎখাতের নির্দেশ…

9 hours ago

কুইন আনারসকে বিশ্ববাজারমুখী করতে,কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে ১৩২ কোটির প্রকল্প গৃহীত!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরার রাজ্যফল হিসেবে ঘোষিত কুইন ভ্যারাইটি আনারস আন্তর্জাতিক বাজারে বিপুল সম্ভাবনা তৈরি করেছে।…

10 hours ago