বিলাসের চাকরি ছেড়ে দেশের টানে আইপিএস

এই খবর শেয়ার করুন (Share this news)

কৃষক পরিবারের কন্যা । শৈশব কেটেছিল সংগ্রামে । শুধুমাত্র মেধার জোরে সেই পরিবার থেকে অক্সফোর্ডের রাস্তা ধরলেন। বিদেশে চাকরি ছেড়ে আইপিএস অফিসার হলেন ইলমা আফরোজ । ইলমা আফরোজ উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা । ইলমার বয়স যখন মাত্র ১৪ বছর , তখন তার বাবা মারা যান । বাবার মৃত্যুর পর বাড়ির পুরো দায়িত্ব পড়ে ইলমার মায়ের ওপর । মেয়েকে মানুষ করতে অনেক কষ্টও করেছেন তিনি । সংসারের খরচ চালাতে ক্ষেতে কাজ করতেন । এই দুঃসময়ে মাকে ভরণ – পোষণ দিতে ইলমাও মাঠে কাজ করতেন ।

লোকে তার মাকে উপদেশ দিত পড়াশোনার পিছনে টাকা নষ্ট না করে ইলমাকে বিয়ে দিয়ে দেওয়াই শ্রেয় । কিন্তু তার মা ছিলেন নাছোড়বান্দা । মেয়ের লেখাপড়ায় মন দেখে যেন অন্তর থেকে শপথ নিয়ে ফেলেছিলেন , সংসারের জোয়াল টানতে যত পরিশ্রম করতে হয় করবেন , কিন্তু মেয়ের লেখাপড়ায় খামতি রাখবেন না । ইলমাও ছোটবেলা থেকেই খুব দ্রুত পড়তে পারতেন । তিনি মোরাদাবাদের স্কুল থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন । এর পর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন কলেজ থেকে দর্শনে স্নাতক হন । কঠোর পরিশ্রমের জোরে ইলমা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ পান এবং সেখান থেকে স্নাতকোত্তরও করেন ।

তবে বাকি খরচ মেটাতে ইলমাকে কখনও কখনও বাচ্চাদের টিউশনি পড়াতে হতো , আবার কখনও তাদের দেখাশোনাও করতে হতো । স্নাতকোত্তর শেষ করে মার্কিন মুলুকের নিউইয়র্ক শহরে ভাল চাকরির ডাক পান ইলমা । তিনি চাইলে ওই চাকরিতে যোগ দিয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারতেন । কিন্তু সেই চাকরির আগে তিনি তার পরিবার ও দেশকে প্রাধান্য দিতে চেয়েছিলেন । ইলমা তার বিদেশি চাকরি ছেড়ে ভারতে ফিরে আসেন । এখানে আসার পর তিনি সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন । ইলমার এই সিদ্ধান্তে তার ভাইও অনেক সহযোগিতা করেছেন ।

সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিতে ইলমা পুরোপুরি নিয়োজিত ছিলেন । তার কঠোর পরিশ্রম এবং সংকল্পের ফল ছিল যে ২০১৭ সালে তিনি ২১৭ তম র‍্যাঙ্ক নিয়ে ইউপিএসসি পরীক্ষায় পাস করেন । সুযোগ পেলেই বেছে নেন আইপিএস । এর পরে তিনি হিমাচল প্রদেশ ক্যাডারে আইপিএস নিযুক্ত হন । ভাবলে সত্যিই অবাক হতে হয় ! ছোট্ট বেলায় পরিবারের বাকি সদস্যদের সঙ্গে ক্ষেতমজুরের কাজ করতেন এই মেয়ে । বড় হয়ে আজ তিনি আইপিএস অফিসার । সদ্য দায়িত্ব পেয়েছেন শিমলার স্টেট ` ডিজাস্টার রেসপন্স ফোর্স ( এসডিআরএফ ) -এ ইলমা এসপি হিসাবে নিযুক্ত হয়েছেন । সম্প্রতি একটি টুইট করেছেন তিনি ।

আবেগ – ভরা টুইট । সেখানে দেখা যাচ্ছে , পুলিস সুপারের দায়িত্ব পাওয়ার পরে মেয়ের উর্দি গুছিয়ে দিচ্ছেন তার মা । টুইটের সঙ্গে ইলমা লিখেছেন , ‘ আম্মি ইউনিফর্ম গুছিয়ে দিচ্ছেন । শিমলার এসপি , এসডিআরএফ হিসেবে নতুন দায়িত্ব নিতে চলেছি । ‘ অজস্র মানুষ লাইক , রিটুইট করেছেন ইলমার পোস্ট । কেউ লিখেছেন , ভীষণ সুন্দর ! কেউ তার মাকে প্রণাম জানিয়েছেন । কেউ আবার ইলমা আফরোজের জন্য ঈশ্বরের কাছে তার শক্তির প্রার্থনা করেছেন। ইলমার জীবন সংগ্রামের কাহিনি জানার পর নেটিজেনরা তার লড়াই , সততা ও আত্মবিশ্বাসকে কুর্নিশ জানিয়েছেন ।

বিশেষ পড়াশোনা করে নিউ ইয়র্কে বড় চাকরি পেয়েও বিলাসবহুল আর আরামদায়ক জীবনকে হেলায় অবহেলা করে যেভাবে ‘ দেশ কি মিট্টি’র টানে তিনি দেশে ফিরে ইউপিএসসি পরীক্ষায় কৃতকার্য হয়েছেন — বহু মানুষ মন্তব্য করেছেন নিজের প্রতি ইলমার এই আত্মবিশ্বাসের কোনও প্রশংসাই যথেষ্ট নয় । সমাজের প্রান্তিক স্তর থেকে চাকরি নিয়ে নিউ ইয়র্ক পৌঁছনোর পরে সেখানেই থামতে পারতেন তিনি । সুখী দায়িত্ব নিতে পারতেন নিজের পরিবারেরও কিন্তু ইলমা থামেননি । ২৩ বছর বয়সে দেশে ফিরে আসেন।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক।বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন তুঙ্গে।ট্রাম্পের এই…

6 hours ago

ধন্যবাদার্হ।।

কোন ও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক কে তৈরি করে, তাকে পরিত্যাগ করাই…

6 hours ago

সুপার সিক্সে ৮ উইকেটের বড় জয় পেলো তরুণ সংঘ।।

অনলাইন প্রতিনিধি :-আট উইকেটের বড়সড় জয় দিয়েই সিনিয়র মহিলাদের একদিবসীয় আমন্ত্রণমূলক ক্রিকেটের সুপার সিক্সে নিজেদের…

9 hours ago

ত্রিপুরার সাহিত্য চর্চায় নয়া ইতিহাস রচনা করেছে উড়ান: জয় গোস্বামী।।

অনলাইন প্রতিনিধি :- উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের তৃতীয় দিনেও রাজ্যের সাহিত্যপ্রেমী মানুষের উপচে পড়া…

9 hours ago

ট্রাম্প বোমায় ব্যাকফুটে বন্ধু!

মার্কিন অনুদান নিয়ে ট্রাম্পের একের পর এক। মাঘি বিস্ফোরক মন্তব্য ঘিরে ভারতীয় রাজনীতিতে চাপানউতোর এখন…

9 hours ago

জিবিতে হচ্ছে না স্থান সংকুলান দফারফা রোগীর, ব্যাহত চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-জেলা,মহকুমা ও প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির দৈন্যদশায় রাজ্যের প্রধান সরকারী হাসপাতাল জিবিতে রোগীর অস্বাভাবিক চাপ…

9 hours ago