বিলুপ্ত করা হলো ইজরায়েলের সংসদ

 বিলুপ্ত করা হলো ইজরায়েলের সংসদ
এই খবর শেয়ার করুন (Share this news)

ইজরায়েলের সংসদ বিলুপ্ত করা হয়েছে । সে দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি বছরের নভেম্বর মাসে । চার বছরের মধ্যে সে দেশে অনুষ্ঠিত হতে যাওয়া পঞ্চম নির্বাচন এটি । বৃহস্পতিবারে সংসদ বিলুপ্ত করার জন্য ভোট হয়েছে । সেই ভোটে আইন প্রণেতারা সংসদ বিলুপ্ত করার পক্ষে রায় দেন । এরপর সে দেশে ১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেওয়া হয় । ইজরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হয়েছেন । ইজরায়েলের সবচেয়ে কম সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নাফতালি বেনেটের স্থলাভিষিক্ত হয়েছেন ইয়াইর লিপিদ

সে দেশে চতুর্থ নির্বাচনের পর আট দল মিলে যে জোট সরকার গঠিত হয়েছিল এর মাধ্যমে তার বিলুপ্তি ঘটল । এর আগে গত বুধবার বেনেট জানিয়েছিলেন আগামী নির্বাচনে তিনি অংশ নেবেন না । তবে বেঞ্জামিন নেতানইয়াহু ফের ক্ষমতা দখলের চেষ্টা চালিয়ে যেতে পারেন । ইজরায়েলি সংবাদমাধ্যমের সমীক্ষায় দেখা যাচ্ছে নেতানিয়াহু ও তার মিত্ররা ভালো আসন লাভ করতে পারে । তবে এটি পরিষ্কার নয় যে , তারা সরকার গঠনে ১২০ আসনের মধ্যে প্রয়োজনীয় ৬১ টি আসন নিশ্চিত করতে পারবেন কিনা । যদি কেউ সংখ্যাগরিষ্ঠতা না পায় তবে আবারও সেদেশে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে ।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.