এবার কলকাতার ধাঁচে লন্ডন ও দেখবে দুর্গা বিসর্জনের কার্নিভাল । দশভূজাকে নিয়ে টেমসের বুকে ঘুরবে সুসজ্জিত বোট। ওয়াটুরলু ব্রিজ, লন্ডন ব্রিজ থেকে তা দেখবেন হাজার হাজার মানুষ। বিসর্জন বললেও আদতে অবশ্য বিসর্জন নয়। কারণ বিলেতে পুজোর উদ্যোক্তারা ফি বছর প্রতিমা ভাসিয়ে দেওয়ার বিলাসিতা দেখান না। তা রেখে দেন পরের বছর পুজোর জন্য।
তাই প্রতীকী বিসর্জন হবে। নয় নয়, করে প্রায় শ’খানেক পুজো হয় লন্ডনের বিভিন্ন জায়গায় । প্রচুর প্রবাসী বাঙালি। বলা চলে ‘মিনি কলকাতা’। যেখানে সকলে দুর্গাপুজোর সময় উৎসবে মেতে ওঠেন। কলকাতার রেড রোডে ৮ অক্টোবর কার্নিভাল হওয়ার কথা। আর লন্ডনেও ওই একই দিনে।
এবারই প্রথম বছর হেরিটেজ বেঙ্গল গ্লোবালের তরফে আয়োজন করা হচ্ছে এই কার্নিভালের। নাম দেওয়া হয়েছে ‘দুর্গা প্যারেড অন টেমস’। উদ্যোক্তারা জানাচ্ছেন,
লন্ডন এবং কলকাতার মধ্যে যোগাযোগ আরও নিবিড় করতেই এবছর থেকে তাদের এই প্রচেষ্টা। ইউনেস্কো কলকাতার দুর্গাপুজোকে যে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে, তাই লন্ডনের মানুষের মধ্যে আরও ছড়িয়ে দেওয়ার মাধ্যম হবে এই কার্নিভালের।
মোট তিনটি বোট ভাড়া করা হয়েছে। তাতে থাকবে চার-পাঁচটি লন্ডনের প্রতিমা। ছৌ-য়ের মুখোশ থেকে প্রতিমার হাতের চাঁদমালা, পুজোর নানা উপকরণ, দিয়ে সাজবে বোটগুলো। সেই বোট ঘুরবে টেমস নদীতে। বেলা ১২টা নাগাদ তা শুরু হওয়ার কথা। টেমসের পাশের বিভিন্ন জায়গা থেকে দাঁড়িয়ে পর্যটকরা দেখতে পাবেন এই কার্নিভাল ।
আপাতত ঠিক হয়েছে, ওয়েস্টমিনস্টার ব্রিজের কাছ থেকে সুসজ্জিত বোটগুলো ছাড়বে। তারপর ওয়াটুরলু ব্রিজ, লন্ডন ব্রিজের তলা দিয়ে গিয়ে টাওয়ার ব্রিজের তলা দিয়ে কিছুটা গিয়ে আবার ফিরবে। যতটা সম্ভব পর্যটনস্থলগুলো কভার করা হবে। এই ‘দুর্গা প্যারেড অন টেমস’ কার্নিভালে ক্যামডেনের পুজো, বার্মিংহামের পুজো থাকছে। আরও কিছু পুজোর সঙ্গে কথা বলা চলছে বলে জানান উদ্যোক্তারা। তাদের কথায়, প্রথমবছর এই কার্নিভাল হচ্ছে। তাই একটু ছোট করেই হচ্ছে। সামনের বছর আরও বড় হবে।
গ্লোবালের হেরিটেজ বেঙ্গল ডিরেক্টর অনির্বান কুমার মুখোপাধ্যায় বলছেন, ‘রেড রোডের কার্নিভালের দিন ম্যাচ করে এখানেও একটা ছোট কার্নিভাল করার প্রচেষ্টা নেওয়া হয়েছে। কলকাতার দুর্গাপুজোকে গ্লোবালি তুলে ধরার চেষ্টা চলছে। আমি ফরেন ট্যুরিস্টদের কাছেও পৌঁছোতে চাইছি এই পুজোর মাধ্যমে। টেমসে এমনভাবে সুসজ্জিত বোটগুলো প্রতিমা নিয়ে ঘুরবে, যাতে বিভিন্ন জায়গা থেকে মানুষ তা দেখতে পান।’
অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…