বিলোনিয়ায় আগুন, পরিস্থিতি থমথমে!!
দৈনিক সংবাদ অনলাইন।। রাজ্যের চার বিধানসভার উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে বিভিন্ন জায়গায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। বিলোনিয়া মহাকুমা সদরে রবিবার বিকেলে দুর্বৃত্তরা বিলোনিয়া কংগ্রেস ভবন এবং ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির বিলোনিয়া মহাকুমা অফিস ঘরে আগুন লাগিয়ে দেয়। নিগৃহীত হয় কংগ্রেস ভবন প্রাঙ্গনেই বিলোনিয়া ব্লক কংগ্রেস সভাপতি তমাল ধর। শহরের সাতমুড়া এলাকায় একটি স্কুটিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়।
সব মিলিয়ে রবিবার বিলোনিয়া শহর এলাকার পরিস্থিতি থমথমে হয়ে উঠেছে।
বিলোনিয়া থানার একেবারেই কাছে বিলোনিয়া কংগ্রেস ভবন।
এদিন বিকেলে বেশকিছু দুর্বৃত্ত কংগ্রেস ভবনের হানা দিয়ে অফিসের ভিতরে থাকা চেয়ার-টেবিল একসাথে এনে আগুন লাগিয়ে দেয়। দলের ফ্ল্যাগ ফেস্টুন সহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর ব্লক কংগ্রেস সভাপতি তমাল ধরকেও প্রচন্ডভাবে মারধর করা হয়।
তমাল ধরের অভিযোগ, বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা এ হামলা চালায়। তাকে কিল-ঘুসি সহ ইট দিয়ে মাথায় প্রচন্ড আঘাত করে। কেন কংগ্রেস করছে? আর যেন কংগ্রেস না করে এই বলে হুমকি দেয়া হয়। কাছেই বিলোনিয়া থানা। পুলিশের সহযোগিতা চাওয়া হয়। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার পর পুলিশ ঘটনাস্হলে পৌঁছায়। অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা এসে আগুন আয়ত্তে আনে।
গুরুতর আহত তমাল ধরকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হয়। চারটি সেলাই লাগে মাথায়।
এদিকে, বিলোনিয়া শহরে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির অফিস গৃহে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। রবিবার বন্ধ অফিসের তালা ভেঙ্গে ঘরে ঢুকে চেয়ার টেবিল আলমারি ইত্যাদিতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে অগ্নি নির্বাপক কর্মীরা নিয়ে ছুটে আসে। আগুন আয়ত্তে আনে।
ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির বিলোনিয়া বিভাগীয় সম্পাদক বিপ্লব ভূঁইয়া ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অগ্নিকাণ্ডের ঘটনার সাথে বিজেপি দুর্বৃত্তরা জড়িত বলে অভিযোগ আনেন। সব মিলিয়ে উপনির্বাচনোত্তর পরিস্থিতি বিলোনিয়া থমথমে হয়ে উঠেছে।
এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে বিলোনিয়া আরক্ষা প্রশাসন সতর্ক হয়ে বিভিন্ন জায়গায় পুলিশি টহল অব্যাহত রেখেছে। পরিস্থিতির উপর সতর্ক নজর রাখা হচ্ছে বলে আরক্ষা দপ্তরের পদস্থ অফিসার জানিয়েছেন।