বিলোনিয়ায় আগুন, পরিস্থিতি থমথমে!!

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন।। রাজ্যের চার বিধানসভার উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে বিভিন্ন জায়গায় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। বিলোনিয়া মহাকুমা সদরে রবিবার বিকেলে দুর্বৃত্তরা বিলোনিয়া কংগ্রেস ভবন এবং ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির বিলোনিয়া মহাকুমা অফিস ঘরে আগুন লাগিয়ে দেয়। নিগৃহীত হয় কংগ্রেস ভবন প্রাঙ্গনেই বিলোনিয়া ব্লক কংগ্রেস সভাপতি তমাল ধর। শহরের সাতমুড়া এলাকায় একটি স্কুটিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়।

সব মিলিয়ে রবিবার বিলোনিয়া শহর এলাকার পরিস্থিতি থমথমে হয়ে উঠেছে।
বিলোনিয়া থানার একেবারেই কাছে বিলোনিয়া কংগ্রেস ভবন।
এদিন বিকেলে বেশকিছু দুর্বৃত্ত কংগ্রেস ভবনের হানা দিয়ে অফিসের ভিতরে থাকা চেয়ার-টেবিল একসাথে এনে আগুন লাগিয়ে দেয়। দলের ফ্ল্যাগ ফেস্টুন সহ বিভিন্ন সামগ্রী ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর ব্লক কংগ্রেস সভাপতি তমাল ধরকেও প্রচন্ডভাবে মারধর করা হয়।

তমাল ধরের অভিযোগ, বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা এ হামলা চালায়। তাকে কিল-ঘুসি সহ ইট দিয়ে মাথায় প্রচন্ড আঘাত করে। কেন কংগ্রেস করছে? আর যেন কংগ্রেস না করে এই বলে হুমকি দেয়া হয়। কাছেই বিলোনিয়া থানা। পুলিশের সহযোগিতা চাওয়া হয়। দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার পর পুলিশ ঘটনাস্হলে পৌঁছায়। অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা এসে আগুন আয়ত্তে আনে।

গুরুতর আহত তমাল ধরকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হয়। চারটি সেলাই লাগে মাথায়।
এদিকে, বিলোনিয়া শহরে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির অফিস গৃহে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। রবিবার বন্ধ অফিসের তালা ভেঙ্গে ঘরে ঢুকে চেয়ার টেবিল আলমারি ইত্যাদিতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে অগ্নি নির্বাপক কর্মীরা নিয়ে ছুটে আসে। আগুন আয়ত্তে আনে।
ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির বিলোনিয়া বিভাগীয় সম্পাদক বিপ্লব ভূঁইয়া ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অগ্নিকাণ্ডের ঘটনার সাথে বিজেপি দুর্বৃত্তরা জড়িত বলে অভিযোগ আনেন। সব মিলিয়ে উপনির্বাচনোত্তর পরিস্থিতি বিলোনিয়া থমথমে হয়ে উঠেছে।
এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে বিলোনিয়া আরক্ষা প্রশাসন সতর্ক হয়ে বিভিন্ন জায়গায় পুলিশি টহল অব্যাহত রেখেছে। পরিস্থিতির উপর সতর্ক নজর রাখা হচ্ছে বলে আরক্ষা দপ্তরের পদস্থ অফিসার জানিয়েছেন।

Dainik Digital

Recent Posts

১০০ ও ২০০ টাকার নোট নিয়ে নয়া নির্দেশ রিজার্ভ ব্যাঙ্কের!!

অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…

11 hours ago

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে আগুন!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…

17 hours ago

সিন্ধু তীরের জলযুদ্ধ!!

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…

2 days ago

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অপরাধে নিষিদ্ধ করা হল ১৬ টি ইউটিউব চ্যানেল!!

অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…

2 days ago

পুনরুজ্জীবনের স্বপ্ন অপূর্ণই জুটমিল এখন ভূতুড়ে বাড়ি!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যবাসীর যে স্বপ্ন নিয়ে আশির দশকে গড়ে উঠেছিল রাজ্যের বৃহৎ -মাঝারি শিল্প প্রতিষ্ঠান…

2 days ago

কাঞ্চনপুরে ভুট্টার রেকর্ড উৎপাদন, বাজারে বিক্রি নেই হতাশায় কৃষক!!

অনলাইন প্রতিনিধি :-খরিফ মৌসুমে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন কৃষি অঞ্চল জুড়ে ভুট্টা উৎপাদন অতীতের সব রেকর্ড…

2 days ago