বিলোনীয়ায় কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি!!
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, আগরতলা।। হাতে গোনা আর কয়েক মাস মাত্র বাকি আছে বিধানসভা নির্বাচনের। এরই মধ্যে শাসক দল বিজেপি কে ক্ষমতাচ্যুত করতে নেমে পড়েছে বিরোধীদল গুলি। যেমন সিপিএম, কংগ্রেস এবং তিপ্রা মথা। প্রয়োজন বোধে প্রতিরোধে নামা হবে এই মনোভাব নিয়ে ময়দানে ঝাঁপিয়েছে বিরোধীদল গুলি। লক্ষ্য একটাই যেকোনো মূল্যে শাসক দল বিজেপি কে এ রাজ্য থেকে হটাতে হবে। বিরোধী দলগুলি বিলোনিয়া সহ সমগ্র দক্ষিণ জেলায় ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করলেও দক্ষিণ জেলা এবং জেলা সদর বিলোনিয়ায়তে শাসক দল বিজেপির তেমন কোন কর্মসূচি নেই। এখনো শীতঘুমে আচ্ছন্ন বিলোনিয়া এবং দক্ষিণ জেলায় শাসকদল বিজেপি। বিরোধীদল গুলি বিলোনিয়া শহরে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করলেও এখনো পর্যন্ত শাসক দল বিজেপির তেমন কোন বড় কর্মসূচি নেই।
বৃহস্পতিবারের পর শুক্রবারও কংগ্রেস দল বিলোনিয়া শহরে আন্দোলন সংঘটিত করে। গত পরশু বাইখোরা এলাকায় শাসক দলের সাথে সংঘর্ষে কংগ্রেস দলের চারজন সমর্থক কে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠালেও বিজেপি কর্মীদের গ্রেপ্তার করা হয়নি। সেই দাবিতে এবং কংগ্রেস কর্মীদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাখু দাস এর নেতৃত্বে জেলা পুলিশ আধিকারিক তথা এসপি অফিস ঘেরাও করে। পরবর্তী সময়ে এসপির সাথে এই বিষয়ে আলোচনা শেষে সন্তুষ্ট হয়ে আন্দোলন প্রত্যাহার করে কংগ্রেস দল। আগরতলা ,উদয়পুর এবং সমগ্র দক্ষিণ জেলা থেকে কংগ্রেসের নেতা কর্মীরা উল্লেখযোগ্য সংখ্যায় না এলেও আজকের কংগ্রেস দলের এই আন্দোলনে ছিল অন্যমাত্রা। জেলা সদর বিলোনিয়াতে বিরোধী দল গুলির সাম্প্রতিক কর্মসূচি যে সাধারণ ভোটারদের মনকে অনেকটাই প্রভাবিত করবে এটা বলাই চলে।