অনলাইন প্রতিনিধি :-সম্প্রতি চালু হওয়া সাক্রম-কলকাতা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের বিলোনীয়া রেল স্টেশনে স্টপেজ দেওয়ার দাবিতে এবার ময়দানে নামলেন সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই প্রসঙ্গে ২৮ জুন সাংসদ শ্রীদেব কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন। চিঠিতে শ্রীদেব গত ২৬ জুন রাজ্যের বৈদ্যুতিন সংবাদমাধ্যম হেডলাইন্স ত্রিপুরার সম্পাদক প্রণব সরকারের দেওয়া চিঠির বিষয়টি উল্লেখ করেন। বিলোনীয়ার ভূমিপুত্র হিসেবে প্রণব সরকারও একই দাবিতে কেন্দ্রীয় রেলমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন।সেই চিঠির কপি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এবং রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেবকেও।সেই চিঠির প্রাপ্তি স্বীকার করে সাংসদ শ্রীদেব ২৮ জুন কেন্দ্রীয় রেলমন্ত্রীকে বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রীকে লেখা চিঠিতে শ্রী দেব আরও বলেন, উত্তর-পূর্বাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একটি অতিগুরুত্বপূর্ণ রেল পরিষেবা। শুধু তাই নয়, ত্রিপুরার দক্ষিণ জেলার জেলা সদর হচ্ছে বিলোনীয়া। এই শহর এবং মহকুমার একটি ঐতিহ্যশালী ইতিহাস রয়েছে।তাই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বিলোনীয়া রেল স্টেশনে স্টপেজ হওয়াটা অত্যন্ত জরুরি।উল্লেখ্য,একই দাবিতে রাজ্যের বিরোধী দলের পক্ষ থেকেও কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দাবি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। বিলোনীয়ায় শাসক বিরোধী উভয় দলের পক্ষ থেকে দাবি জানিয়ে মিছিলও হয়েছে। জেলার বিভিন্ন সামাজিক সংগঠন থেকেও এই ব্যাপারে দাবি জানানো হয়েছে।এবার পশ্চিম আসনের সাংসদ, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই ব্যাপারে উদ্যোগ নেওয়ায় স্বাভাবিকভাবেই খুশি বিলোনীয়া মহকুমাবাসী।
অনলাইন প্রতিনিধি :-কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলে পড়ল জঙ্গিরা। কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিরা এলোপাথাড়ি গুলি…
অনলাইন প্রতিনিধি :- জাতীয় সড়ক এনএইচ-৮ -এর ভগ্নাবস্থায় বিভিন্ন অংশ দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের…
অনলাইন প্রতিনিধি :-গ্রাম হলো আমাদের শক্তি,কৃষক আমাদের অন্নদাতা' এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের কৃষি ক্ষেত্রকে…
কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার। রামমন্দির প্রতিষ্ঠা।তিন তালাক প্রথা বাতিল।নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ (সিএএ)। ওয়াকফ…
অনলাইন প্রতিনিধি :-প্রচন্ড বৃষ্টি ও ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন জম্মু ও কাশ্মীরের রামবান জেলা…
অনলাইন প্রতিনিধি :-ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সোমবার মৃত্য হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।দক্ষিণ…