বিলোনীয়ায় কাঞ্চনজঙ্ঘা স্টপেজ, মন্ত্রীকে চিঠি বিপ্লবের!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-সম্প্রতি চালু হওয়া সাক্রম-কলকাতা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের বিলোনীয়া রেল স্টেশনে স্টপেজ দেওয়ার দাবিতে এবার ময়দানে নামলেন সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই প্রসঙ্গে ২৮ জুন সাংসদ শ্রীদেব কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন। চিঠিতে শ্রীদেব গত ২৬ জুন রাজ্যের বৈদ্যুতিন সংবাদমাধ্যম হেডলাইন্স ত্রিপুরার সম্পাদক প্রণব সরকারের দেওয়া চিঠির বিষয়টি উল্লেখ করেন। বিলোনীয়ার ভূমিপুত্র হিসেবে প্রণব সরকারও একই দাবিতে কেন্দ্রীয় রেলমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন।সেই চিঠির কপি দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এবং রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেবকেও।সেই চিঠির প্রাপ্তি স্বীকার করে সাংসদ শ্রীদেব ২৮ জুন কেন্দ্রীয় রেলমন্ত্রীকে বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রীকে লেখা চিঠিতে শ্রী দেব আরও বলেন, উত্তর-পূর্বাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একটি অতিগুরুত্বপূর্ণ রেল পরিষেবা। শুধু তাই নয়, ত্রিপুরার দক্ষিণ জেলার জেলা সদর হচ্ছে বিলোনীয়া। এই শহর এবং মহকুমার একটি ঐতিহ্যশালী ইতিহাস রয়েছে।তাই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বিলোনীয়া রেল স্টেশনে স্টপেজ হওয়াটা অত্যন্ত জরুরি।উল্লেখ্য,একই দাবিতে রাজ্যের বিরোধী দলের পক্ষ থেকেও কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দাবি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। বিলোনীয়ায় শাসক বিরোধী উভয় দলের পক্ষ থেকে দাবি জানিয়ে মিছিলও হয়েছে। জেলার বিভিন্ন সামাজিক সংগঠন থেকেও এই ব্যাপারে দাবি জানানো হয়েছে।এবার পশ্চিম আসনের সাংসদ, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই ব্যাপারে উদ্যোগ নেওয়ায় স্বাভাবিকভাবেই খুশি বিলোনীয়া মহকুমাবাসী।

Dainik Digital

Recent Posts

খুশির ঈদ উদযাপন

অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…

2 hours ago

সাব ইনস্পেক্টর অব এক্সাইজ নিয়োগে, সরকারের নিয়োগনীতি কার্যকর করছে না টিপিএসসি, ক্ষুব্ধ বেকাররা!!

অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে নতুন নিয়োগনীতি চালু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে রাজ্য সরকারের…

3 hours ago

কেন্দ্রীয় সরকারের ব্যাপক প্রচার সত্ত্বেও,হাসপাতালে জনঔষধির সস্তা ওষুধ সংকটে রোগীরা বঞ্চিত!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকার ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় প্রকল্পের সস্তায় ভালো গুণমানসম্পন্ন জনঔষধি তথা জেনারিক মেডিসিন…

3 hours ago

শান্তিরবাজারে ক্রিকেট চ্যাম্পিয়ন জগন্নাথ পাড়া!!

অনলাইন প্রতিনিধি :-শান্তিরবাজারে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো জগন্নাথপাড়া প্লে সেন্টার টিম। রবিবার বাইখোড়া ইংলিশ…

3 hours ago

বামফ্রন্টের রেখে যাওয়া ১২,৯০৩ কোটি সহ,রাজ্যে বর্তমানে ঋণের পরিমাণ ২১,৮৭৮ কোটি টাকা: অর্থমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২১.৮৭৮ কোটি…

4 hours ago

ক্রাইম ব্রাঞ্চের শক্তিবৃদ্ধিতে গুচ্ছ পদক্ষেপ : মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-বিগত ছয় মাসে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চকে ২২টি মামলা হস্তান্তর করা হয়েছে।২০২৪ সালের…

4 hours ago