বিলোনীয়ায় স্টপেজ দাবি উপেক্ষিত, ক্ষোভ!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-ডবল
ইঞ্জিনের সরকারের ক্ষমতা ঠুনকো।কোনও প্রতিশ্রুতি পালন বা পদক্ষেপ নিতে পারছে না।অন্তত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বিলোনীয়া স্টপেজ দাবিকে কেন্দ্র করে এই অভিযোগ উঠেছে বিলোনীয়া সংশ্লিষ্ট মহলে।সাব্রুম- কলকাতা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বিলোনীয়া রেল স্টেশনে স্টপেজ দেওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিষয়টি কেন্দ্রীয় রেলমন্ত্রীকে অবহিত করেছেন।প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব এক চিঠি পাঠিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রীকে অবহিত করেন। রাজ্যের পর্যটন মন্ত্রীও কেন্দ্রীয় রেলমন্ত্রীকে অবহিত করেছেন।হেডলাইন্স ত্রিপুরা সম্পাদক তথা বিলোনীয়ার ভূমিপুত্র প্রণব সরকার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বিলোনীয়া স্টেশনে বিরতি দেওয়ার অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং সাংসদ বিপ্লব দেবকে অনুরোধ জানান।রাজ্যের বিরোধী নেতা জিতেন্দ্র চৌধুরী থেকে শুরু করে স্থানীয় বিধায়ক এবং বিভিন্ন মহল থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বিলোনীয়া স্টেশনে স্টপেজ দেওয়ার জন্য জোরালো দাবি উঠে অনেকদিন আগে থেকেই। কিন্তু এখনও পর্যন্ত কোনও কার্যকরী পদক্ষেপ নেই। কিছুদিন আগে দক্ষিণ জেলা পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী বিলোনীয়া শচীন দেববর্মণ অডিটোরিয়াম হলে উপস্থিত ছিলেন। চা বিরতির সময় শচীন দেববর্মণ অডিটোরিয়াম হলের ভিআইপি রেস্ট রুমে মুখ্যমন্ত্রীকে স্থানীয় সাংবাদিকদের পক্ষ থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বিলোনীয়া স্টপেজ নিয়ে দাবি জানানো হয়। তখন তিনি জানান বিষয়টি কেন্দ্রীয় রেল মন্ত্রকে অবহিত করা হয়েছে।
পরবর্তী সময়ে তিনি যখন আবার দিল্লী যাবেন বিষয়টি তুলে ধরবেন। রাজনৈতিক মহল সহ বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে কেন্দ্রে বিজেপি শাসিত সরকার।রাজ্যে বিজেপি শাসিত সরকার অর্থাৎ ডবল ইঞ্জিনের সরকার।ডবল ইঞ্জিন সরকারের ক্ষমতা এবং শক্তি অনেক।কিন্তু কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেসের বিলোনীয়া স্টপেজ নিয়ে কোনও কার্যকরী এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে না এই বিষয়টি উঠে এসেছে।আরও প্রশ্ন এবং অভিযোগ উঠেছে তাহলে কি ডবল ইঞ্জিনের সরকার প্রতিশ্রুতি পালনে কার্যত ঠুনকো।দক্ষিণ জেলা সদর বিলোনীয়া। এই বিলোনীয়া রেল স্টেশন থেকে সমগ্র বিলোনীয়া মহকুমা ছাড়াও সোনামুড়া মহকুমার নিদয়া থেকে শুরু করে আরও অনেক জায়গার যাত্রীরা বিলোনীয়া স্টেশনের মাধ্যমে আগরতলা সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করছেন।অন্যদিকে সাব্রুম মহকুমার শ্রীনগর, মাধবনগর, আম্লীঘাট, সমরগঞ্জ থেকে শুরু করে সংশ্লিষ্ট এলাকাবাসীর যাতায়াতের দিক থেকে বিলোনীয়া রেল স্টেশন তাদের পক্ষে অধিক সুবিধাজনক।বিলোনীয়া মহকুমার রাঙামুড়া, গৌরাঙ্গ বাজার, একিনপুর থেকে শুরু করে নলুয়া বিস্তীর্ণ এলাকার জনগণ সহজ এবং কম সময়ে রেল যাতায়াত অধিকতর সুবিধাজনক মনে করছেন এবং বিলোনীয়া রেলস্টেশনের মাধ্যমে যাতায়াত করছেন। দক্ষিণ জেলা সদর বিলোনীয়া। অন্যদিকে, ছাত্রছাত্রী থেকে শুরু করে চিকিৎসা প্রার্থী, ব্যবসায়ী এবং বিভিন্ন অংশের জনগণের যাতায়াত রয়েছে এ রেল স্টেশনের মাধ্যমে। বিলোনীয়া রেল স্টেশনের পরিসংখ্যান থেকে দেখা গেছে দক্ষিণ জেলায় রেল স্টেশন অর্থাৎ যতগুলো স্টপেজ রয়েছে সবচেয়ে বেশি যাত্রী ওঠানামা করছে বিলোনীয়া রেল স্টেশনের মাধ্যমে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বিলোনীয়া স্টপেজ এই দাবি কেন কেন্দ্র বা রাজ্য সরকার উপেক্ষা করছে বা কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না এ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
শাসক বিরোধী দল সহ বিভিন্ন অংশ থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বিলোনীয়া স্টপেজ দেওয়ার দাবি আরও জোরালো হয়ে উঠেছে।বিষয়টি কেন্দ্র এবং রাজ্য সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করে শীঘ্রই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বিলোনীয়া স্টপেজ কার্যকরী হবে বলে সংশ্লিষ্ট মহল থেকে আশা প্রকাশ করা হচ্ছে।

Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

15 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

15 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

15 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

15 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

2 days ago