অনলাইন প্রতিনিধি :-যাত্রীবাহী বাস আটক করে এক মহিলা যাত্রীর কাছ থেকে নগদ টাকা, হার ছিনতাই সহ বাসকর্মীকে বেধরক মারধরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বিশালগড়ে।ঘটনা সোমবার রাতে বিশালগড় থানাধীন মহকুমা শাসক কার্যালয়ের অফিসের সামনে।খবর নিয়ে জানা গেছে,সোমবার রাতে বিশালগড় মহকুমা শাসক অফিসের সামনে যাত্রীবাহী বাসের শ্রমিক গৌতম সাহাকে ব্যাপক মারধর সহ সোমা রাণী কর্মকার নামে এক মহিলা যাত্রীর কাছ থেকে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায় কিছু অজ্ঞাত পরিচয়ধারী দুষ্কৃতকারী।ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি না থাকায় এবং পরিস্থিতি নিজেদের আয়ত্তের বাইরে থাকায় বাস শ্রমিক এবং মহিলা যাত্রী ঘটনাস্থলে কিছু না বলে সোজা চলে আসেন বিশালগড় মোটর স্ট্যান্ডে। এখানে বিএমএসের দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীদের পুরো ঘটনা খুলে বললে তারা এ ধরনের ঘটনার খোঁজখবর করতে মাঠে নেমে কয়েক জনের নাম সংগ্রহ করতে সক্ষম হয়।মঙ্গলবার দুপুরে ওই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করতে আহতদের সঙ্গে নিয়ে আসে বিশালগড় মোটর স্ট্যান্ডের বিএমএসের দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীরা।একটা সময় রাতের আঁধারে বিশালগড় বাইপাস সহ বিস্তীর্ণ এলাকা চলে যেত ছিনতাইবাজদের দখলে।রাজ্যের বিভিন্ন প্রান্তের যাত্রীরা এই ছিনতাইবাজদের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে বাড়ি ফিরেছে। ফলে একটা সময়ে বিশালগড় থানায় ছিনতাই কাণ্ডের অভিযোগের পাহাড় জমতে শুরু করে করেছিল। এতে বিশালগড়ের সুনামও নষ্ট হতে শুরু করেছিল।ফলে রাতের আঁধারে বিশালগড়ের সাধারণ মানুষকে সুরক্ষিত করতে একটা সময় মাঠে নামতে হয়েছিল বর্তমান বিধায়ক সুশান্ত দেবকে। তার তৎপরতা দেখে যখন সাধারণ মানুষরাও রাতের অন্ধকারে রাস্তায় নেমে পড়েছিল তখন বিশালগড়ে প্রতিনিয়ত ঘটে চলা ছিনতাই কাণ্ডে লাগাম লেগেছিল।দীর্ঘ কয়েক মাস এ ধরনের ঘটনা বন্ধ থাকার পর গতকাল রাতের এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি সাধারণ মানুষের মধ্যে আবার অতীতের কালো দিনগুলি ভেসে উঠছে।ফলে মহকুমা পুলিশ প্রশাসন যদি সময় থাকতে এ ধরনের ঘটনার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ না করে তাহলে পরিস্থিতি আবার যেকোনও সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
অনলাইন প্রতিনিধি :-ফের মার্কিন মসনদের দখল নিলেন ডোনাল্ড ট্রাম্প। 'বুধবার ফ্লরিডার পাম বিচে বিজয়ী ভাষণে'…
প্রশ্ন বিবিধ।অথচ উত্তর অজানা।কারণ, উত্তরদাতা মৌন।রাজনীতির আঙিনায় 'মৌন' শব্দটি শুনলে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বক্তব্য দিয়েছেন রিপাবলিকান প্রার্থী…
অনলাইন প্রতিনিধি :-কয়েকটি মণ্ডল (বিধানসভা)বাদে অধিকাংশ মণ্ডলেই ক্ষমতার দখল নিয়ে শাসকদলে রীতিমতো গৃহযুদ্ধ শুরু হয়েছে।গত…
ডায়াবেটিস বা মধুমেহ আজকের সমাজে একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা হিসেবে পরিচিত।এই রোগটি ধীরে ধীরে বাড়ছে…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষাসূচি এগিয়ে আনা হবে।২০২৫ সালে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং…