অনলাইন প্রতিনিধি :-যাত্রীবাহী বাস আটক করে এক মহিলা যাত্রীর কাছ থেকে নগদ টাকা, হার ছিনতাই সহ বাসকর্মীকে বেধরক মারধরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বিশালগড়ে।ঘটনা সোমবার রাতে বিশালগড় থানাধীন মহকুমা শাসক কার্যালয়ের অফিসের সামনে।খবর নিয়ে জানা গেছে,সোমবার রাতে বিশালগড় মহকুমা শাসক অফিসের সামনে যাত্রীবাহী বাসের শ্রমিক গৌতম সাহাকে ব্যাপক মারধর সহ সোমা রাণী কর্মকার নামে এক মহিলা যাত্রীর কাছ থেকে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায় কিছু অজ্ঞাত পরিচয়ধারী দুষ্কৃতকারী।ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি না থাকায় এবং পরিস্থিতি নিজেদের আয়ত্তের বাইরে থাকায় বাস শ্রমিক এবং মহিলা যাত্রী ঘটনাস্থলে কিছু না বলে সোজা চলে আসেন বিশালগড় মোটর স্ট্যান্ডে। এখানে বিএমএসের দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীদের পুরো ঘটনা খুলে বললে তারা এ ধরনের ঘটনার খোঁজখবর করতে মাঠে নেমে কয়েক জনের নাম সংগ্রহ করতে সক্ষম হয়।মঙ্গলবার দুপুরে ওই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করতে আহতদের সঙ্গে নিয়ে আসে বিশালগড় মোটর স্ট্যান্ডের বিএমএসের দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীরা।একটা সময় রাতের আঁধারে বিশালগড় বাইপাস সহ বিস্তীর্ণ এলাকা চলে যেত ছিনতাইবাজদের দখলে।রাজ্যের বিভিন্ন প্রান্তের যাত্রীরা এই ছিনতাইবাজদের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়ে বাড়ি ফিরেছে। ফলে একটা সময়ে বিশালগড় থানায় ছিনতাই কাণ্ডের অভিযোগের পাহাড় জমতে শুরু করে করেছিল। এতে বিশালগড়ের সুনামও নষ্ট হতে শুরু করেছিল।ফলে রাতের আঁধারে বিশালগড়ের সাধারণ মানুষকে সুরক্ষিত করতে একটা সময় মাঠে নামতে হয়েছিল বর্তমান বিধায়ক সুশান্ত দেবকে। তার তৎপরতা দেখে যখন সাধারণ মানুষরাও রাতের অন্ধকারে রাস্তায় নেমে পড়েছিল তখন বিশালগড়ে প্রতিনিয়ত ঘটে চলা ছিনতাই কাণ্ডে লাগাম লেগেছিল।দীর্ঘ কয়েক মাস এ ধরনের ঘটনা বন্ধ থাকার পর গতকাল রাতের এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি সাধারণ মানুষের মধ্যে আবার অতীতের কালো দিনগুলি ভেসে উঠছে।ফলে মহকুমা পুলিশ প্রশাসন যদি সময় থাকতে এ ধরনের ঘটনার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ না করে তাহলে পরিস্থিতি আবার যেকোনও সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…