বিশালগড় পুলিশের নাকের ডগায় ফের চুরিকান্ড!!

 বিশালগড় পুলিশের নাকের ডগায় ফের চুরিকান্ড!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-চুরি-ছিনতাই,নেশা কারবারের মতো বিভিন্ন অপরাধমূলক কাজের মূল কেন্দ্রবিন্দু এখন যেন বিশালগড় মহকুমা।প্রায় প্রতিদিনই অপরাধমূলক কাজের জন্য সংবাদ শিরোনামে উঠে আসছে বিশালগড়।তবে পুলিশ নির্বিকার।এধরনের সমস্যার নিরসনে বিশালগড় থানার পুলিশের কোনো সদর্থক ভূমিকা পরিলক্ষিত হচ্ছে না বলেই সাধারণ মানুষের অভিযোগ।

উল্লেখ্য, শনিবার মধ্যরাতে ফের একবার দু:সাহসিক চুরিকান্ড সংঘটিত হয় বিশালগড় থানার ঢিলছোঁড়া দূরত্বে। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাউৎখলা এলাকার মুদি ব্যবসায়ী স্বপন সাহার বাড়িতে চুরি সংঘটিত হয়। মোবাইল ফোন সহ সমস্ত টাকা পয়সা লুট করে নিয়ে গেছে নিশিকুটুম্বের দল।
বিস্তারিত জানাতে গিয়ে স্বপন সাহা অভিযোগ করেন, এই এলাকায় বর্তমানে নেশার রমরমা শুরু হয়ে গেছে। এবং এই নেশার জন্যই বিভিন্ন অপরাধমূলক কাজও সংঘটিত হচ্ছে প্রতিনিয়ত। সকাল থেকে রাত পর্যন্ত নেশার কারবার চলে কিন্তু নেই পুলিশি টহল।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.