বিশ্বকাপের পরেই ওয়ানডে থেকে অবসর নেবেন ডি কক।
বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার দল ঘোষণার দিনেই বড় সিদ্ধান্ত নিলেন কুইন্টন ডি কক। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের পরই একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন তিনি।ডি ককের মতো তারকা ক্রিকেটার দেশের হয়ে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা হওয়ার পরেই এভাবে অবসর ঘোষণায় অবাক ক্রিকেট অনুরাগীরা। বিশ্বকাপেই শেষ বার দক্ষিণ আফ্রিকার এক দিনের জার্সি পরে খেলতে দেখা যাবে তাকে। ডি’ককের অবসরের কথা জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডদক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন তেম্বা বাভুমা। চোট সারিয়ে বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন কেশব মহারাজ। গত মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে গোড়ালিতে চোট লাগে মহারাজের। মনে করা হচ্ছিল, চলতি বছর আর তিনি খেলতে পারবেন না। কিন্তু ৩ সেপ্টেম্বর অজিদের বিরুদ্ধে তৃতীয় টি ২০ খেলেন তিনি।ডি ককের অবসর নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড লিখেছে, ‘বিশ্বকাপের পরেই এক দিনের ক্রিকেট থেকে অবসর নিতে চায় ডি’কক। ওর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।তবে আশা করছি আগামী দিনে দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে খেলবে ডি’কক।’বিগ ব্যাশ লিগে ডি কক খেলবেন মেলবোর্ন রেনেগেডসের হয়ে।কিন্তু বিগ ব্যাশের সময়ই ভারতের বিরুদ্ধে সিরিজ রয়েছে দক্ষিণ আফ্রিকার।ডিসেম্বরের ১০ থেকে ২১ তারিখ ভারতের বিরুদ্ধে তিনটি টি ২০ আন্তর্জাতিক রয়েছে প্রোটিয়াদের। বিগ ব্যাশে ডিসেম্বরের ১০ তারিখ থেকে জানুয়ারির ৫ তারিখ অবধি খেলার প্রতিশ্রুতিও দিয়ে রেখেছেন ডি কক।এই পরিস্থিতিতে তার সঙ্গে কথাবার্তা চালানোর পরিকল্পনা ছিল ক্রিকেট সাউথ আফ্রিকার। যদিও ডি কক ওডিআই থেকে অবসরের ঘোষণা করে দিতেই একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, তিনি ভারতের বিরুদ্ধে দেশের মাটিতে সাদা বলের সিরিজে খেলবেন না। শুধু তাই নয় ৩০ বছরের ডি কককে সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও বিশ্রাম দেওয়া হয়েছিল।এর আগে ২০২১ সালের ডিসেম্বর মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ডি’কক। ভারতের বিরুদ্ধে সিরিজের মাঝেই আচমকা নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছিলেন তিনি। সেই সময় ডি’কক জানিয়েছিলেন, পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। এক দিনের ক্রিকেট থেকে তিনি কেন অবসর নিতে চাইছেন সেই বিষয়ে অবশ্য কিছু জানাননি ডি’কক।
সাদা বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার ভরসা ছিলেন ডি’কক। বৃহস্পতিবার থেকে অজিদের বিরুদ্ধে ওডিআই সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে রয়েছেন ডি কক। জুলাইয়ে তিনি মেজর লিগ ক্রিকেটে রানার-আপ সিটস অরকাসের হয়ে খেলেছেন। ১৪০টি ওডিআইয়ে ১৭টি শতরান ও ২৯টি অর্ধশতরান-সহ ডি ককের ৫৯৬৬ রান রয়েছে।