বিশ্বকাপ উপলক্ষে ভারত থেকে দেড় কোটি ডিম পৌঁছেছে কাতারে

 বিশ্বকাপ উপলক্ষে ভারত থেকে দেড় কোটি ডিম পৌঁছেছে কাতারে
এই খবর শেয়ার করুন (Share this news)

২০ নভেম্বর বিশ্বকাপ ফুটবলের সূচনা হয়েছে।শেষ হবে ১৮ ডিসেম্বর।ফুটবল উন্মাদনার সঙ্গে ডিমের যোগ! হ্যাঁ, কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে। আর তাতে ডিমের চাহিদা তুঙ্গে। এতটাই যে ভারতের ‘ল্যান্ড অফ পোলটি’ নমাক্কাল থেকে দেড় কোটি ডিম রফতানি করতে হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটিতে।দক্ষিণে তামিলনাড়ুর অন্তর্গত নমাক্কাল জেলা ‘ল্যান্ড অফ পোলট্টি’ নামে পরিচিত।এখানে পোলটি বিখ্যাত। নমাক্কাল থেকে তামিলনাড়ু তো বটেই, বিশ্বের বিভিন্ন দেশ প্রধানত মধ্যপ্রাচ্যের সৌদি আরব,ইরান,ইরাক, ওমান বাহরিন এবং মলদ্বীপে ডিম রফতানি হয়। প্রতি মাসে 2 কোটি ডিম যায় মধ্যপ্রাচ্যের দেশগুলিতে।এর মধ্যে ভারত থেকে সবচেয়ে বেশি ডিম আমদানি করে কাতার। এখন কাতারে দুনিয়ার ফুটবলপ্রেমীদের ভিড় তাই খাবার-দাবারের চাহিদা কয়েকগুণ বেড়েছে। তার মধ্যে অন্যতম ডিম প্রতি মাসে ৫০ লক্ষ ডিম রফতানি হত কাতারে। ২০২২ সালের বিশ্বকাপ শুরুর পরে তিনবারে ১ কোটি ৫০ লক্ষ ডিম পাঠাতে হয়েছে, জানিয়েছে রফতানিকারক সংস্থা।যেখানে নমাক্কাল থেকে ডিম রফতানি হয় এখন, বছর অন্তর ফুটবল উৎসব হচ্ছে সেখানে।”সারা দুনিয়ার লক্ষ লক্ষ ফুটবলপ্রেমী জড়ো হয়েছেন কাতারে।এর ফলে খাবার মজুত করতে হচ্ছে,বিশেষত ডিম। তিনি জানান,গত এক মাসে কাতারে সাধারণ সময়ের তুলনায় তিনগুণ ডিম রফতানি করতে হয়েছে। নমাক্কাল থেকে প্রতি মাসে প্রায় ২ কোটি ডিম রফতানি হত আরব আমির শাহি, ওমান, কাতার, বাহরিন এবং মলদ্বীপে।এখন তা পৌঁছেছে ৪ কোটিতে।কাতারে ফি মাসে ৫০ লক্ষ ডিম পাঠাতে হত । এখন সেই সংখ্যা ১ কোটি ৫০ লক্ষতে উঠেছে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.