বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন প্রকাশিত তালিকায় উঠলো প্রশ্ন।

 বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন প্রকাশিত তালিকায় উঠলো প্রশ্ন।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কাজকর্মে ছাত্র-ছাত্রী এবং অভিভাবক মহলে এমনিতেই নানা অভিযোগ রয়েছে। এর মধ্যে ছয় বছর পর চলতি বছরের আগষ্ট মাসে আয়োজিত কনভোকেশন অনুষ্ঠান ঘিরে ছাত্র-ছাত্রী ও অভিভাবক মহলে বড় ধরনের প্রশ্ন উঠেছে। ২০১৭ সালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ কনভোকেশন হয়েছিল। ছয় বছর পর আবার কনভোকেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বছরের আগষ্ট মাসে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি এবং পত্রিকায় বিজ্ঞাপনও দিয়েছে কনভোকেশন নিয়ে। কিন্তু ছাত্র-ছাত্রীদের ডিগ্রি প্রদান নিয়ে বড় ধরনের প্রশ্ন ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী ২০১৮-১৯, ২০১৯-২০২০,২০২০-২০২১ এবং ২০২১- ২০২২ শিক্ষাবর্ষে যেসব ছাত্র-ছাত্রী পিএইচডি এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেছে তাদের তালিকা প্রকাশ করেছে। অর্থাৎ ২০১৮ থেকে ২৯ জুন ২০২২ পর্যন্ত তালিকা প্রকাশ করেছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, ২৯ জুন ২০২২-এর পর যারা ডিগ্রি প্রাপ্ত হয়েছে, তাদের তালিকা প্রকাশ করেনি।ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের বক্তব্য, কনভোকেশন যেহেতু ২০২৩ এর আগষ্ট মাসে হচ্ছে, তাহলে ঊনত্রিশ জুন 2022 এরপর যারা বিভিন্ন বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদের ডিগ্রি প্রদানে আপত্তি কোথায়? এ নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যেও ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। কেননা, প্রভেশনাল সার্টিফিকেট সব জায়গায় গ্রাহ্য করা হয় না। ফলে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন নিয়ো প্রক্রিয়ায় অংশ নিতে সমস্যায় পড়েন।প্রশ্ন হচ্ছে, ছয় বছর পর যখন কনভোকেশ আয়োজন হচ্ছে, তাহলে সকলকে ডিগ্রি প্রদানে সমস্যা কোথায়?কেননা, আবার কত বছর পর কনভোকেশন হবে এর কোনও নিশ্চয়তা নেই।এ ব্যাপারে ছাত্র ছাত্রীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।তারা চায় সকলকেই সার্টিফিকেট প্রদান করা হোক। এতে সকলেই উপকৃত হবে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.