বিশ্ববিদ্যালয়ে ভর্তি, রেজিস্ট্রেশন শুরু আজ
ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ৪৩টি স্নাতকোত্তর ও ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য আবেদনপত্রের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ২৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে। চলেব পনেরো অক্টোবর পর্যন্ত। স্নাতকোত্তরে প্রথম রাউন্ডের কাউন্সেলিং ও ভর্তি প্রক্রিয়া হবে ছাব্বিশ অক্টোবর। ১ নভেম্বর থেকে শুরু হবে পঠনপাঠন। যদি প্রথম রাউন্ডের কাউন্সেলিং-এর পর আসন সংখ্যা খালি থাকে তবে পরবর্তী রাউন্ডের কাউন্সেলিং হবে। প্রসঙ্গত, সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (পিজি)-র ফলাফল ছাব্বিশ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে। এই ফলাফল মোতাবেক রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে। এদিকে, দশটি বিষয়ে পাঁচ বছরের আইএমডি কোর্স এবং বিবিএ ও দুটি ভোকেশনাল কোর্সে কাউন্সিলিং ও ভর্তি প্রক্রিয়া ঊনত্রিশ ও ত্রিশ সেপ্টেম্বর হবে। আন্ডার গ্রেজুয়েট কোর্সের পঠনপাঠন পঁচিশ অক্টোবর থেকে শুরু হবে।
ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের tripurauniv.ac.in ওয়েবসাইটে
ছাত্রছাত্রীদের যোগাযোগের অনুরোধ করা হয়েছে।