বিশ্ববিদ্যালয়ে গ্রুপ সি পদে নিয়োগ পরীক্ষার,উত্তরপত্র সিল, তালাবন্দি তদন্তে পুলিশ: রেজিস্ট্রার!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উত্তরপত্র সংরক্ষণ কক্ষ তালাবন্ধ করে দিল রাজ্য আরক্ষা দপ্তর।গ্রুপ সি পদের নিয়োগে দুর্নীতির অভিযোগ মূলে এই পদক্ষেপ নিল রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী এই পদক্ষেপ হল। ফলে রাজ্যের বেকার যুবক যুবতীরা একটু হলেও স্বস্তির নিঃশ্বাস নিলেন। তবে এখন যতদিন রাজ্য পুলিশ প্রশাসনের তদন্ত চলবে, ওই সময় পর্যন্ত ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের গ্রুপ সি পদে নিয়োগের চুড়ান্ত ফলাফল আর প্রকাশিত হচ্ছে না। তাই এক্ষেত্রেও খেসারত প্রদান করবেন রাজ্যের চাকরিপ্রার্থী বেকার যুবক যুবতীরা। কবে নাগাদ এই তদন্তের কাজ সমাপ্ত হবে, এ প্রশ্নের উত্তর আরক্ষা দপ্তরের কাছেও নেই।
এদিকে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ড. দীপক শর্মার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান পুলিশ প্রশাসনের তদন্ত শুরু হয়েছে। এখনই সত্যটা জানতে পারবেন রাজ্যবাসী। তিনি জানান, বর্তমানে তিনি সহ সকলেই রাজ্যে রয়েছেন।এমনকী রাজ্যপুলিশ প্রশাসনকেও তদন্তে সাহায্য করা হচ্ছে। যদি এই চাকরি দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয় এবং এর সাথে বিশ্ববিদ্যালয়ের কোন ও প্রশাসনিক আধিকারিক বা শিক্ষক কর্মচারী যুক্ত রয়েছেন, বলে প্রমাণিত হয়, তবে তাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ হবে। তিনি উপাচার্য হোক কিংবা রেজিস্ট্রার হোক সকলের ক্ষেত্রে একই পদক্ষেপ হবে। তিনি জানান, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে ৭ জনকে চাকরি পরীক্ষায় নকলের দায়ে পুলিশের হাতে তোলে দিয়েছে। অবাক করার বিষয় হল তাদের সাথে পরবর্তী পর্যায়ে কি হল? তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এখনও পর্যন্ত জানানো হল না।তিনি বলেন, আমরা পুলিশ প্রশাসনকে সব ধরনের তদন্তে সাহায্য করতে প্রস্তুত।ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, শনিবার আমতলি থানার পুলিশ,কন্ট্রোলার ব্রাঞ্চের উত্তরপত্র সংরক্ষণ কক্ষকে ডিসিএমের উপস্থিতিতে সিল করে দিয়েছে।শুধু তাই নয়, একজন ডেপুটি কন্ট্রোলার ও তিনজন আধিকারিক সহ অন্যদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে। উল্লেখ্য ‘৩৮’ টি গ্রুপ সি পদের জন্যে গৃহীত লিখিত পরীক্ষার উত্তরপত্র গুলিই সিল করা হল।ফলে করণিক,লাইব্রেরি এটেনডেন্ট, ল্যাবরেটরি এটেনডেন্ট, – ল্যাব টেকনিশিয়ান, স্টেনোগ্রাফার, টেকনিক্যাল অ্যাসিটেন্ট, ম্যানেজার, জুনিয়র অ্যাসিসটেন্ট, এটিএস পদের নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বন্ধের পথে। পুলিশের তদন্তের পর তা যাবে আদালতে।আর বয়স উত্তীর্ণ বেকারে পরিণত হবেন রাজ্যের যুবক যুবতীরা।

Dainik Digital

Recent Posts

হার্টের চিকিৎসা পরিকাঠামোর অভাবে রোগীর মৃত্যু, বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি:-রাজধানীরআইজিএম হাসপাতালে বুধবার এক রোগীর মৃত্যু ঘিরে ক্ষুব্ধ ও উত্তেজিত রোগীর আত্মীয়ের দৌড়াদৌড়িতে কিছুক্ষণের…

17 hours ago

দুর্ঘটনা এড়াতে মানুষকেই সচেতন হতে হবে: বিপ্লব!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য অতিথিশালায় 'মেম্বার অব পার্লিয়ামেন্টস রোড সেফটি কমিটি'র এক সভা থেকে বুধবার রাজ্যের…

17 hours ago

ডিম দুধ মাছ মাংসের স্বনির্ভরতায় ডোনার মন্ত্রকে প্রস্তাব মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে বুধবার ডিম, দুধ,…

17 hours ago

বড় দায়িত্ব ভারতের!!

স্বাধীনোত্তর ভারতের ইতিহাসে টাকার অঙ্কে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে বৃহত্তম প্রতারণা মামলা প্রকাশ্যে আসার সাত…

17 hours ago

বিপ্লবের নেতৃত্বে সংসদ সড়ক নিরাপত্তা কমিটির বৈঠক!

অনলাইন প্রতিনিধি :-পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলায় সংসদ সড়ক নিরাপত্তা কমিটির বৈঠক…

2 days ago

ছুটির দিনে ক্রেতার ঢল বাজারে,চৈত্র মেলা আগামী বছর থেকে শিশু উদ্যানে: মেয়র!!

অনলাইন প্রতিনিধি :-শহরে সূর্যের প্রচণ্ড তাপদাহের মধ্যেও চৈত্রের শেষ 'সময়ে রিডাকশন সেল মেলা তথা বাজার…

4 days ago