Categories: বিদেশ

বিশ্বের সেরা চিজ ডিশের তালিকায় তৃতীয় স্থানে ভারতের শাহী পনির

এই খবর শেয়ার করুন (Share this news)

নিরামিষ ভারতীয় খাবারের পাতে নায়কের মর্যাদা পায় পনির। এবার সেই পনিরের ব্যাপ্তি পৌঁছে গেল আন্তর্জাতিক আঙিনায়। সম্প্রতি
ভ্রমণ এবংখাবারের গাইড প্ল্যাটফর্ম ‘টেস্ট অ্যাটলাস’র সমীক্ষায় উঠে এসেছে, ভারতের শাহী পনির এবং পনির টিক্কা যথাক্রমে বিশ্বের
তৃতীয় এবং চতুর্থ স্থান দখল করে নিয়েছে সেরা পনির ডিশের তালিকায়। শাহী পনির মূলত উত্তর ভারতের অত্যন্ত জনপ্রিয় একটি ডিশ। সারা বিশ্বের ভারতীয় রেস্তোরাঁর মেনুতে এই ডিশ ক্রমে প্রধান খাবার হয়ে উঠেছে। একই ভাবে পনির টিক্কাও অভাবনীয় সাফল্য পেয়েছে, বলেছে টেস্ট অ্যাটলাস। পনির দিয়ে জিভে জল আনার মতো একাধিক ডিশ দেশে জনপ্রিয়। যেমন মটর পনির, পালক পনির, সাগ (শাক) পনির, পনির মাখানি ইত্যাদি। কিন্তু এই সব ডিশকে পিছনে ফেলে দিয়েছে শাহী পনির।
পনিরকে সাহেবরা বলেন ‘কটেজ চিজ’। ছানা দিয়ে তৈরি এই সাধারণ খাবারটি কম-বেশি সকলের পছন্দের। ভারতের বিভিন্ন রাজ্যে পনিরের নিজস্ব রেসিপি রয়েছে। যেমন হরিয়ানা-পাঞ্জাবে বেশি চলে পালক (পালং) পনির। আবার দিল্লিতে বেশি চলে মটর পনির কিংবা পনিরের কোফতা কারি অথবা টিক্কা কাবাব। কিন্তু টেস্ট অ্যাটলাসের সমীক্ষা বলছে, পনিরের সব ডিশের সেরা ভারতের তুমি শাহী পনির। অত্যন্ত জনপ্রিয় এই পনিরের ডিশটির উৎপত্তি মূলত উত্তর ভারতে হলেও দেশজুড়েই এই খাবারের সুখ্যাতি ছড়িয়েছে। টেস্ট অ্যাটলাসের সমীক্ষায় বলা হয়েছে, শাহী পনিরের জনপ্রিয়তা এখন আর শু ভারতের মধ্যে সীমাবদ্ধ নেই, এই ডিশের সুখ্যাতি এখন আন্তর্জাতিক আঙিনার সম্প্রতি আন্তর্জাতিক এই সংস্থাটির ‘৫০টি সেরা চিজ ডিশ’-এর তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে শাহী পনির। তার ঠিক একধাপ নীচে, তালিকায় চতুর্থতে ঠাঁই পেয়েছে পনির টিক্কা।টেস্ট অ্যাটলাসের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করা হয়েছে তালিকাটি (ছবি)। ক্যাপশনে লেখা হয়, ‘এগুলি হল পৃথিবীর সেরা ৫০টি চিজ ডিশ। আপনার মতে সেরা কোনটি?’ সেই তালিকাতেই তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে শাহী পনির এবং পনির টিক্কা। লিস্টে জায়গা করে নিয়েছে মটর পনির, পালক পনির, শাগ পনির, কড়াই পনির এবং পনির মাখানিও। অন্তত ১০ হাজার খাদ্য এবং পানীয়ের ক্যাটালগ রয়েছে টেস্ট অ্যাটলাসের কাছে। পৃথিবীর প্রত্যেকটি গ্রাম, শহর এলাকার ভুলে যাওয়া খাবার, সুস্বাদু পদের খোঁজ পাওয়া যায় টেস্ট অ্যাটলাস-এর ওয়েবসাইটে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা!!

অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ৯ জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে…

2 hours ago

যুদ্ধবিমান নিয়ে কালই মহড়া ভারতের!!

অনলাইন প্রতিনিধি :-বুধবার পাকিস্তানের সঙ্গে থাকা আন্তর্জাতিক সীমান্ত বরাবর বড়সড় মহড়া দিতে চলেছে ভারতের বায়ুসেনা।…

15 hours ago

প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল দিব্যাঙ্গ কিশোরীর!!

অনলাইন প্রতিনিধি :-একদিকে আর্থিক সংকট অপরদিকে শারীরিক প্রতিবন্ধকতাকে চ্যালেঞ্জ দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড ফলাফল…

19 hours ago

অসম্ভবকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের বুকে রেকর্ড গড়ল পাইলোনাইডল সিনাস নামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক ছাত্র!!

অনলাইন প্রতিনিধি :এবছর কমলপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৩৮০ নম্বর…

19 hours ago

এক বছর ধরে বিদ্যুৎ বিল বকেয়া,ধর্মনগর ক্রিকেট অ্যাসোর সংযোগ ছিন্ন করলো নিগম!!

অনলাইন প্রতিনিধি :-মাত্র একদিন আগেই রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খোলেন বিদ্যুৎমন্ত্রী রতনলাল…

21 hours ago

আক্রান্ত শহিদের স্ত্রী!!

বিয়ের ছয়দিনের মাথায়, মধুচন্দ্রিমা যাপনে গিয়ে চোখের সামনে জঙ্গিদের বুলেটে স্বামীকে হারানো স্ত্রীর বুকফাটা কান্না…

21 hours ago