বিশ্বে এই প্রথম, কাঠের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাল জাপান!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-বিশ্বের ইতিহাসে এই প্রথম।কাঠের প্যানেলওযুক্ত স্যাটেলাইট তথা কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাল জাপান।সম্প্রতি জাপানের গবেষকদের তৈরি এই স্যাটেলাইট সফল ভাবে উৎক্ষেপণ করা হয়েছে।চাঁদ এবং মঙ্গল গ্রহ অভিযানে কাঠ ব্যবহারের উপযোগিতা পরীক্ষার প্রথম পদক্ষেপ হিসেবে এটি পাঠানো
হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
কিয়োতো বিশ্ববিদ্যালয় এবং এ দেশের আবাসন নির্মাণকারী সংস্থা ‘সুমিতোমো ফরেস্ট্রি’ একযোগে এই স্যাটেলাইট তৈরি করেছে।এটির বৈজ্ঞানিক নাম ‘১৯১১.টি’। কাঠের তৈরি ‘লিগনোস্যাট’ নামের এই স্যাটেলাইটটি মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের একটি মিশনের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে বলে কিয়োতো বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে।তার পরে সেখান থেকে এটিকে পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) উচ্চতায় কক্ষপথে ছেড়ে দেওয়া হবে।
স্যাটেলাইটটির নাম লিগনোস্যাট, যা লাতিন ভাষায় কাঠের জন্য ব্যবহৃত শব্দ।ভবিষ্যতে মহাকাশ অনুসন্ধানে ধাতুর বদলে নবায়নযোগ্য উপাদানগুলি ব্যবহার সম্ভব কি না, তা অনুসন্ধান করতেই এমন অভিনব পদক্ষেপ করা হয়েছে।স্পেস শাটলে চড়ে কিয়োতো বিশ্ববিদ্যালয়ে মানুষের মহাকাশ কার্যক্রম নিয়ে গবেষণা করা নভোচারী তাকাও দোই বলেন,’কাঠ দিয়ে আমরা ঘরবাড়ি তৈরি করতে পারব, মহাকাশে চিরকাল বসবাস করতে পারব এবং অন্যান্য কাজও
করতে পারব।’ চাঁদ এবং মঙ্গল গ্রহে গাছ লাগানো এবং কাঠের বাড়ি তৈরির ৫০ বছরের পরিকল্পনা নিয়ে তাকাও দোইয়ের নেতৃত্বে একদল গবেষক সিদ্ধান্ত নিয়েছিলেন, কাঠকে মহাকাশ-গ্রেড উপকরণ প্রমাণ করতে তারা একটি নাসা-সার্টিফাইড কাঠের স্যাটেলাইট তৈরি করবেন। কিয়োতো বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট সায়েন্সের অধ্যাপক কোজিং মুরাতা বলেন, ‘১৯০০ সালের শুরুর দিকে বিমান কাঠের তৈরি হতো। তাই একটি কাঠের স্যাটেলাইটও সম্ভব। মুরাতা আরও বলেন, ‘পৃথিবীর তুলনায় মহাকাশে কাঠ বেশি টেকসই হবে, কারণ সেখানে জল বা অক্সিজেনের মতো এমন কোনও উপাদান নেই, যা কাঠকে নষ্ট বা দগ্ধ করতে পারে।’
গবেষকরা বলছেন, বাতিল হওয়ার পর কাঠের স্যাটেলাইট পরিবেশের উপর নেতিবাচক প্রভাব- কমাতে সহায়তা করবে।তাকাও দোই মনে করেন, ভবিষ্যতে ধাতুর তৈরি উপগ্রহ নিষিদ্ধ হতে পারে।দোই বলেছেন, মহাকাশে ধ্বংস হওয়া এড়াতে, বাতিল উপগ্রহগুলিকে অবশ্যই বায়ুমণ্ডলে পুনরায় ফিরিয়ে আনা হয়।প্রচলিত ধাতুর তৈরি উপগ্রহগুলি পুনরায় বায়ুমণ্ডলে প্রবেশের সময় অ্যালুমিনিয়াম্যা অক্সাইড কণা তৈরি করে।তবে সেই তুলনায় কাঠের উপগ্রহগুলি ধ্বংসের সময় কম দূষণ হবে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

বিভৎস ট্রেন দুর্ঘটনা, ছিটকে গেল চলন্ত তিনটি মালগাড়ির কামরা!!

অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…

5 hours ago

চিনে আবার নতুন করে কোভিড নাইটিন!!

অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…

9 hours ago

দিল্লিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ!!

অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…

9 hours ago

মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথির মুখ নরেন্দ্র মোদী!!

শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…

12 hours ago

ধন্যবাদার্হ!!

কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…

12 hours ago

নয়া জঙ্গি তৎপরতার উপর নজর রাখছে পুলিশ :ডিজিপি!!

অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…

14 hours ago