বিশ্বে সবচেয়ে দ্রুতগামী ইন্টারনেট নিয়ে এল চিন!
অবিশ্বাস্য দ্রুতগতির ইন্টারনেট চালু করল চিন। বর্তমানে আমেরিকায় যে গতিতে ইন্টারনেট চলে চিনের ইন্টারনেটের গতি তার দশ গুণ বেশি।সম্প্রতি আনুষ্ঠানিক ভাবে চিনে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে বলে
প্রতিবেদনে জানিয়েছে ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’।এই নেটওয়ার্কের গতি ১.২ টেরাবাইট (টিবিপিএস),যা ১২০০ গিগাবাইটের (জিবি) সমতুল। আরওভেঙে বললে, এক নিমেষে ১০০০ জিবি ডেটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাবে,অথচ তার মধ্যে এক চুল হোঁচট খাবে না ইন্টারনেট।চিনের দাবি, এই নেটওয়ার্কই এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে দ্রুতগতি ইন্টারনেট নেটওয়ার্ক।চিনের অভ্যন্তরীণ খবর সে দেশের সরকার না জানালে বাইরে আসার সম্ভাবনা নেই।ফলে গোটাটাই চিনের দাবি, সত্যাসত্য বিচারের দায়িত্ব বহির্বিশ্বের। চিন যে গতির ইন্টারনেট দাবি করছে,তা সত্যি হলে ১ সেকেন্ডের মধ্যে ‘টাইগার থ্রি’ কিংবা পিপ্পা’র মতো অন্তত ১৫০টি এইচডি সিনেমা এক সেকেন্ডের মধ্যে আপলোড বা ডাউনলোড হয়ে যাবে।সংশ্লিষ্ট মহলের একাংশের বক্তব্য, এখনকার স্বাভাবিক একটি কম্পিউটারে ধারণ ক্ষমতা কম-বেশি ১ থেকে ২ টেরাবাইট।সেখানে এত দ্রুত নেট-গতি নিয়ে কী হবে? এই গতি আদতে ক্লাউড কম্পিউটিংয়ের জন্য। অর্থাৎ, এই গতিতে কেউ কাউকে ১ টিবি যা জমা থাকবে ক্লাউডে তথা অনলাইনে।এর ফলে সবচেয়ে উপকৃত হবে যাবতীয় মহাজাগতিক গবেষণা।বিভিন্ন দেশের এখন যা ইন্টারনেট পরিষেবা, তাতে বড়জোর সেকেন্ডে ১০০ জিবি তথ্য আদান-প্রদান চলতে পারে।কিন্তু চিনের এই নতুন ইন্টারনেট পরিষেবা এক সেকেন্ডে দেওয়া নেওয়া করবে অন্তত ১.২ টেরাবাইট বা এক টিবি তথ্য যা আসলে ১২০০ জিবি বা গিগাবাইটের সমান। চিনের চারটি সংস্থা সিংহুয়া বিশ্ববিদ্যালয়, চায়না মোবাইল এবং হুয়েই এবং সার্নেট ডট কম কর্পোরেশন এক যোগে এই ইন্টারনেট পরিষেবা তৈরি করেছে। নয়া পরিষেবায় যুক্ত হয়েছে চিনের বেজিং, উহান এবং গাংঝৌ প্রদেশ। প্রায় তিন হাজার কিলোমিটার দূরত্বের মধ্যে থাকা মানুষজন এই পরিষেবা পাবেন।হুয়েইয়ের কর্তা জানিয়েছেন, এই পরিষেবায় অন্তত ১.২ টিবি তথ্য দেওয়া নেওয়া করা যাবে এক সেকেন্ডে।গতির যুগে এমন ইন্টারনেট যোগাযোগ হাতে থাকলে অনেক বাধাই অতিক্রম করা সম্ভব।এর ফলে খুলে যেতে পারে নতুন দরজা। কতটা শক্তিশালী এই ইন্টারনেট তার ব্যাখ্যা দিতে গিয়ে হুয়েই কর্তা জানিয়েছেন,এই ধরনের ইন্টারনেটের সাহায্যে অন্তত ১৫০টি এইচডি বা হাই ডেফিনেশন ছবির মানের সিনেমা এক সেকেন্ডে পাঠিয়ে দেওয়া যাবে যে কোনও জায়গায়।আমেরিকা সদ্য সেকেন্ডে ৪০০ জিবি তথ্য প্রেরণ করতে পারে এমন শক্তিশালী ইন্টারনেট ব্যবস্থা চালু করেছে।কিন্তু চিনের কথা জানার পর অনেকেই বলছেন, চিন আমেরিকাকেও দশ গোল দিল।