বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় তিনে শ্রীলঙ্কা
আগামী বছরেই শেষ হচ্ছে চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানিশপ । আর সেখানে ফাইনাল খেলার জন্য এখন সব দলগুলিই মুখিয়ে রয়েছে । আর বৃহস্পতিবার পাকিস্তানকে হারিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের তালিকাতে ভারতকে টপকে এক ধাপ উপরে উঠে আসলো শ্রীলঙ্কা । ঘরের মাঠে দ্বিতীয় টেস্টে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এল ভারতের প্রতিবেশী দেশটি। প্রথমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র করে শ্রীলঙ্কা । এবার পাকিস্তানকে দ্বিতীয় টেস্টে হারিয়ে সিরিজ বাঁচিয়ে নেয় তারা । আপাতত টেস্ট চ্যাম্পয়িনশিপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে রয়েছে ৫ টি দল । লিগ টেবিলের শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্টের শতকরা হারের ব্যবধান সামান্যই । পাকিস্তানকে দ্বিতীয় টেস্টে হারিয়ে ছয় থেকে একলাফে তিন নম্বরে চলে আসে শ্রীলঙ্কা । আপাতত ভারতকে টপকে গেলেও পাকিস্তানকে টেনে পাঁচ নম্বরে নামিয়ে দেন করুণারত্বেরা । ৫৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শ্রীলঙ্কা । ভারত রয়েছে চতুর্থ স্থানে । তাদের সংগ্রহ ৫২.০৮ শতাংশ পয়েন্ট । পাকিস্তান নেমে গিয়েছে পঞ্চম স্থানে । ৫১.৮৫ শতাংশ পয়েন্ট বাবরদের । তার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে ওঠার পথে বড় বাধা পেলেন বাবর আজমরা । অন্যদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের আসরে ভারতের বাকি রয়েছে আর ৬ টি ম্যাচ । তারা ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ টি ও বাংলাদেশে গিয়ে ২ টি টেস্ট খেলবে । পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ২৪৬ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে তারা । পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে হেরেছিল শ্রীলঙ্কা । দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজও ১-১ শেষ করল শ্রীলঙ্কা । প্রথম ম্যাচে ৩৪২ রান তাড়া করে জিতেছিল পাকিস্তান । দ্বিতীয় ম্যাচে প্রথম ইনিংসে ৩৭৮ রান করে শ্রীলঙ্কা । জবাবে পাকিস্তানের ইনিংস শেষ ২৩১ রানে । দ্বিতীয় ইনিংসে ৩৬০-৮ স্কোরে সমাপ্তি ঘোষণা করে শ্রীলঙ্কা । পাকিস্তানের জয়ের লক্ষ্য দাঁড়ায় ৫০৮। পাকিস্তানের রাস্তা আরও কঠিন করে প্রভাত জয়সূর্য এবং রমেশ মেন্ডিসের স্পিন জুটি । এই জুটিই নেয় ৯ উইকেট । পাকিস্তান ব্যাটারদের মধ্যে কিছুটা লড়াই অধিনায়ক বাবর আজম এবং ইমাম উল হকের । বাবর ৮১ এবং ইমাম ৪৯ রান করেন । পাকিস্তানের বিরুদ্ধে শততম টেস্ট খেলতে নেমেছিলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ । দলের হয়ে এই মাইলফলকের ম্যাচে দুটি ইনিংসে তার অবদান ছিল ৪২ ও ৩৫ ।