Categories: খেলা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় তিনে শ্রীলঙ্কা

এই খবর শেয়ার করুন (Share this news)

আগামী বছরেই শেষ হচ্ছে চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানিশপ । আর সেখানে ফাইনাল খেলার জন্য এখন সব দলগুলিই মুখিয়ে রয়েছে । আর বৃহস্পতিবার পাকিস্তানকে হারিয়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের তালিকাতে ভারতকে টপকে এক ধাপ উপরে উঠে আসলো শ্রীলঙ্কা । ঘরের মাঠে দ্বিতীয় টেস্টে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এল ভারতের প্রতিবেশী দেশটি। প্রথমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র করে শ্রীলঙ্কা । এবার পাকিস্তানকে দ্বিতীয় টেস্টে হারিয়ে সিরিজ বাঁচিয়ে নেয় তারা । আপাতত টেস্ট চ্যাম্পয়িনশিপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে রয়েছে ৫ টি দল । লিগ টেবিলের শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্টের শতকরা হারের ব্যবধান সামান্যই । পাকিস্তানকে দ্বিতীয় টেস্টে হারিয়ে ছয় থেকে একলাফে তিন নম্বরে চলে আসে শ্রীলঙ্কা । আপাতত ভারতকে টপকে গেলেও পাকিস্তানকে টেনে পাঁচ নম্বরে নামিয়ে দেন করুণারত্বেরা । ৫৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শ্রীলঙ্কা । ভারত রয়েছে চতুর্থ স্থানে । তাদের সংগ্রহ ৫২.০৮ শতাংশ পয়েন্ট । পাকিস্তান নেমে গিয়েছে পঞ্চম স্থানে । ৫১.৮৫ শতাংশ পয়েন্ট বাবরদের । তার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে ওঠার পথে বড় বাধা পেলেন বাবর আজমরা । অন্যদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের আসরে ভারতের বাকি রয়েছে আর ৬ টি ম্যাচ । তারা ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪ টি ও বাংলাদেশে গিয়ে ২ টি টেস্ট খেলবে । পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ২৪৬ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে তারা । পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে হেরেছিল শ্রীলঙ্কা । দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজও ১-১ শেষ করল শ্রীলঙ্কা । প্রথম ম্যাচে ৩৪২ রান তাড়া করে জিতেছিল পাকিস্তান । দ্বিতীয় ম্যাচে প্রথম ইনিংসে ৩৭৮ রান করে শ্রীলঙ্কা । জবাবে পাকিস্তানের ইনিংস শেষ ২৩১ রানে । দ্বিতীয় ইনিংসে ৩৬০-৮ স্কোরে সমাপ্তি ঘোষণা করে শ্রীলঙ্কা । পাকিস্তানের জয়ের লক্ষ্য দাঁড়ায় ৫০৮। পাকিস্তানের রাস্তা আরও কঠিন করে প্রভাত জয়সূর্য এবং রমেশ মেন্ডিসের স্পিন জুটি । এই জুটিই নেয় ৯ উইকেট । পাকিস্তান ব্যাটারদের মধ্যে কিছুটা লড়াই অধিনায়ক বাবর আজম এবং ইমাম উল হকের । বাবর ৮১ এবং ইমাম ৪৯ রান করেন । পাকিস্তানের বিরুদ্ধে শততম টেস্ট খেলতে নেমেছিলেন শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজ । দলের হয়ে এই মাইলফলকের ম্যাচে দুটি ইনিংসে তার অবদান ছিল ৪২ ও ৩৫ ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

বিভৎস ট্রেন দুর্ঘটনা, ছিটকে গেল চলন্ত তিনটি মালগাড়ির কামরা!!

অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…

13 hours ago

চিনে আবার নতুন করে কোভিড নাইটিন!!

অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…

17 hours ago

দিল্লিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ!!

অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…

17 hours ago

মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথির মুখ নরেন্দ্র মোদী!!

শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…

20 hours ago

ধন্যবাদার্হ!!

কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…

20 hours ago

নয়া জঙ্গি তৎপরতার উপর নজর রাখছে পুলিশ :ডিজিপি!!

অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…

21 hours ago