বিশ্ব দরবারে রাজ্যের পর্যটনকে তুলে ধরার প্রয়াস, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন সৌরভ গাঙ্গুলী।
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরার পর্যটন দপ্তরের ব্র্যাণ্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।ত্রিপুরার পর্যটন শিল্পকে সারা বিশ্বের সামনে তুলে ধরার জন্য প্রয়োজনীয় প্রচার করবেন সৌরভ গাঙ্গুলী।ত্রিপুরা সরকারের পক্ষ থেকে সৌরভ গাঙ্গুলীকে ত্রিপুরার পর্যটন দপ্তরের ব্র্যাণ্ড-অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার জন্য অনুরোধ জানানো হয়েছিল।
এতে তিনি প্রাথমিকভাবে সম্মতি জানান বলে জানা গেছে।ত্রিপুরার পর্যটন শিল্পের বিকাশ ও প্রচারের লক্ষ্যেই কাজ করতে অনুরোধ জানানো হয় সৌরভ গাঙ্গুলীকে। ত্রিপুরার পর্যটন ক্ষেত্রগুলি সম্পর্কে শ্রী গাঙ্গুলীর মাধ্যমে সারা বিশ্বে প্রচার হলে ত্রিপুরায় পর্যটকদের আগমন বাড়বে। এতে ত্রিপুরার রাজস্ব আদায় যেমন বাড়বে, তেমনি ত্রিপুরাকেও বিশ্ব দরবারেও সামনে তুলে ধরে ত্রিপুরার প্রতি পর্যটকদের আকর্ষণ বাড়ানো সম্ভব হবে।এদিকে ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী মঙ্গলবার কলকাতার বেহালাস্থিত সৌরভ গাঙ্গুলীর বাড়িতে গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। সৌজন্য সাক্ষাৎকারের পাশাপাশি ত্রিপুরার পর্যটন শিল্পের বিকাশ, প্রসার ও প্রচার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা ও দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস।