বিশ্ব রক্তদাতা দিবস!!
অনলাইন প্রতিনিধি :-“রক্ত দিন জীবন বাঁচান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান”। আজ বিশ্ব রক্তদাতা দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০০৫ সালে ১৪ জুন দিনটিকে বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে ঘোষণা করে। এ বছর ২০ বছর পূর্তি। “রক্ত দানের ২০ বছর উদযাপন: ধন্যবাদ, রক্তদাতারা,”-এই থিমকে সামনে রেখে এবছর পালন করা হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস। এই বিশ্ব রক্তদাতা দিবসকে সামনে রেখে রাধানগর মোটরস্ট্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে রাধানগর মোটর স্ট্যান্ডে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাছাড়া উপস্থিত ছিলেন টিআরটিসি র চেয়ারম্যান বলাই গোস্বামী, সদর মহকুমা শাসক মানিক লাল দাস সহ অন্যান্যরা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পাশাপাশি প্রধানমন্ত্রীর নেতৃত্বে গোটা দেশ তথা রাজ্যে পরিবহন ব্যবস্থার উন্নয়ন সম্পর্কে উল্লেখ করেন তিনি।