Categories: দেশ

বিষাক্ত পিঁপড়ার আক্রমণে পুরীর গ্রাম ছাড়ছে মানুষ

এই খবর শেয়ার করুন (Share this news)

পিঁপড়া সম্পর্কে একাধিক গবেষণা আগেই জানিয়েছে , এক কথায় তারা ‘ ভয়ঙ্কর ’ বিশেষত লাল পিঁপড়া । তাদের মধ্যে আরও ভয়ঙ্কর বিষাক্ত লাল পিপড়া। প্রথমে তারা কোনও বস্তুকে টার্গেট করে।সে বস্তু নির্দিষ্ট বাড়ি হতে পারে, এমনকি আস্ত কোনও জনপদ। তারপর কার্যত গেরিলা হানার কায়দায় দল বেধে অতর্কিত আক্রমণ করে।প্রতিপক্ষ টের পাওয়ার আগেই তারা লক্ষ্যবস্তুর ওপর সরাসরি দখল নিয়ে নেয়।শুধু তাই নয়, আক্রমণের সময় পিঁপড়াদের রিসার্ভ বেঞ্চ থাকে । সেও মারাত্মক । প্রথম দলের সদস্যদের একের পর এক মৃত্যু হলে রিসার্ভ বেঞ্চ আক্রমণে নামে । এই অ্যামবুশ চালায় সৈনিক পিঁপড়ার দল । এই সৈনিক পিঁপড়ারা সকলে নপুংসক । এদের নেতৃত্বে থাকে একটি রানি পিঁপড়া । সে – ই বাকি ফোর্স চালনা করে । এই গবেষণার সত্যতা হাড়ে হাড়ে টের পাচ্ছে ওড়িশার একটি গ্রামের বাসিন্দারা । পুরীর পিপিলি ব্লকের চন্দ্রদেইপুর পঞ্চায়েতে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে । ওই পঞ্চায়েতের ব্রাহ্মণশাহি গ্রাম কার্যত বিষাক্ত লাল পিঁপড়া বাহিনীর দখলে চলে গেছে । পরিভাষায় এই পিঁপড়াদের বলা হয় ‘ রেড এবং ফায়ার অ্যান্ট ’ । ওই গ্রামে ১০০ পরিবারের বাস । গ্রামটি জল – জঙ্গলে ঘেরা । গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী । নদীর ধারে এবং জঙ্গলে ওই লাল বিষাক্ত পিঁপড়াদের বাস । প্রবল বৃষ্টির কারণে পিঁপড়াদের বাসায় জল ঢুকে যাওয়ায় কোটি কোটি পিঁপড়ে গ্রামের দিকে উঠে আসে । যত দূর চোখা যায় শুধু লাল পিঁপড়া । রাস্তাঘাট , মাঠ , ঘরবাড়ি , গাছ সর্বত্র পিঁপড়ে । গোটা গ্রামের দখল নিয়ে ফেলেছে তারা । পিঁপড়ার হামলায় আতঙ্কে ঘর ছাড়ছেন গ্রামবাসীরা । হামলা থেকে রেহাই পাচ্ছে না গবাদি পশুরাও । এমনকী গৃহপালিত পশু এবং ঘরের টিকটিকিও পিঁপড়ার শিকার হয়েছে । পরিস্থিতি এমন যে গ্রামবাসীরা যেখানে বসছেন , দাঁড়াচ্ছেন এবং ঘুমোচ্ছেন— সেই জায়গায় কীটনাশক পাউডার দিয়ে বৃত্ত এঁকে দিচ্ছেন । পিঁপড়ার আতঙ্কে গ্রামের তিনটি পরিবার পালিয়ে আত্মীয়স্বজনের বাড়িতে অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন । এমনই একজন রেণুবালা দাশ বলেন , ‘ পিঁপড়া আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে । আমরা ঠিকমতো খেতে , ঘুমাতে বা বসতে পারি না । পিঁপড়ার ভয়ে বাচ্চারা লেখাপড়া করতে পারছে না । বিষাক্ত পিঁপড়া বাহিনীর সৈন্যসংখ্যা যত বাড়ছে , ততই অসহায় হয়ে পড়ছেন গ্রামবাসীরা । পিঁপড়ার কামড়ে গা ফুলে চাকা চাকা দাগ হয়ে যাচ্ছে মানুষের । শরীরে হচ্ছে তীব্র জলন । পিঁপড়ার হামলা থেকে বাঁচতে কীটনাশক পাউডার ছড়িয়েও কোনও ফল হচ্ছে না বলে গ্রামবাসীরা জানিয়েছেন । তাই বাধ্য হয়েই ঘর ছাড়তে হচ্ছে তাদের ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

দুদিনের সফরে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী,সাক্ষাৎ হবে ইউনুসের সাথেও!!

অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

17 hours ago

৯৩,৪২৫ মহিলাকে লাখপতি দিদি করার পরিকল্পনা!!

অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…

17 hours ago

এ রোগের ওষুধ নেই, সামনে দুর্দিন গরিবের!!

অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…

18 hours ago

জিবি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ঘিরে রোগীর অভিযোগ বাড়ছেই!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…

18 hours ago

অনুপ্রবেশ রুখতে জয়েন্ট পেট্রোলিং চলছে: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…

18 hours ago

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তে সীলমোহর দিল কেন্দ্রীয় সরকার!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…

19 hours ago