Categories: খেলা

বিসিসিআইএর প্রেসিডেন্ট পদে রজার বিনি

এই খবর শেয়ার করুন (Share this news)

বেশ কয়েকদিন আগেই জানা গিয়েছিল, এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন ৮৩’র বিশ্বকাপজয়ী দলের এক সদস্য। তিনি হলেন রজার বিনি। সেই খবরই এবার সত্যি হল। গত মঙ্গলবার মুম্বইতে বসেছিল বিসিসিআইয়ের ৯১তম বার্ষিক সাধারণ সভা। সেই সভার পরেই ঠিক হয়েছে, এবার বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্টের পদে বসবেন রজার বিনি। বিনির সঙ্গে থাকছেন সচিব হিসাবে থাকছেন জয় শাহ। ২০১৯ সাল থেকে এই দায়িত্ব সামলাচ্ছেন তিনি। আগে সৌরভ গঙ্গোপাধ্যায় এত দিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করতেন অমিতপুত্র। এবারের বিসিসিআইয়ের নির্বাচনের মনোনয়ন জমা দেননি। তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল, তার জায়গায় বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসাবে অন্য কাউকে দেখা যাবে। ২০১৯ সাল থেকে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট ছিলেন সৌরভ। তার সঙ্গে সেক্রেটারির দায়িত্বে ছিলেন জয় শাহ। শাহ থাকলেও এবার বদলে গেল সভাপতির মুখ। এত দিন বোর্ডের কোষাধ্যক্ষ ছিলেন অরুণ ধুমাল। এ বার তার জায়গা নিলেন আশিস শেলার। তিনি মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক। ধুমালকে আইসিসি চেয়ারম্যান করা হল। সহ-সভাপতি হিসাবে থাকছেন রাজীব শুক্লা। দেবজিৎ শ‍ইকিয়া হলেন যুগ্মসচিব। নতুন বোর্ড সভাপতি রজার বিনিকে শুভেচ্ছা জানিয়েছেন সদ্য প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বিনির উদ্দেশে সৌরভ বলেন, “আমি রজারকে (বিনি) শুভেচ্ছা জানাই। ওর আগামী দিনগুলো ভাল কাটুক এই কামনা করি। এ বার নতুন দল বিসিসিআইকে এগিয়ে নিয়ে যাবে। বিসিসিআই দুর্দান্ত সব কর্তাদের হাতে রয়েছে। ভারতীয় ক্রিকেট আরও শক্তিশালী হবে। আমি সকলকে শুভেচ্ছা জানাই।’ রজার বিনি জানান, শীঘ্রই তিনি বিসিসিআইয়ের নতুন সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পরে বোর্ডের আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন কীভাবে ভারতীয় ক্রিকেটারদের চোট পাওয়ার প্রবণতা কমানো যায়। তিনি বলেন, ‘বিসিসিআই সভাপতি হিসেবে, আমি প্রাথমিকভাবে দু’টি বিষয়ে ফোকাস করতে চাই। প্রথমত, প্লেয়ারদের চোট প্রতিরোধ করা। যশপ্রীত বুমরা বিশ্বকাপের ঠিক আগে চোট পেলেন, যা পুরো পরিকল্পনাতেই প্রভাব ফেলল। দ্বিতীয়ত, আমি দেশের পিচগুলিতে ফোকাস করতে চাই। ভারতের উইকেটগুলি আরও প্রাণবন্ত হওয়া উচিত। তা হলে আমরা যখন বিদেশে যাব, এখানে খেলার অভিজ্ঞতা আমাদের খেলোয়াড়দের সাহায্য করবে।’
২০২১-২২ আর্থিক বছরে বিসিসিআইয়ের অডিট হওয়া আয় ব্যয়ের হিসাব গৃহীত হয়েছে সাধারণ সভায়। পাশাপাশি অনুমোদিত হয়েছে ২০২২-২৩ আর্থিক বছরের ভারতীয় বোর্ডের বাজেট। বোর্ডের সাধারণ সভার সদস্যরা সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বধীন বোর্ডের পদাধিকারীদের কাজের প্ৰশংসা করেছেন। সুষ্ঠু এবং সফল ভাবে আইপিএল আয়োজনের জন্য বিগত কমিটির তারিফ করেছেন উপস্থিত সদস্যরা।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

17 hours ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

18 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

18 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

18 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

18 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

18 hours ago