বেশ কয়েকদিন আগেই জানা গিয়েছিল, এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন ৮৩’র বিশ্বকাপজয়ী দলের এক সদস্য। তিনি হলেন রজার বিনি। সেই খবরই এবার সত্যি হল। গত মঙ্গলবার মুম্বইতে বসেছিল বিসিসিআইয়ের ৯১তম বার্ষিক সাধারণ সভা। সেই সভার পরেই ঠিক হয়েছে, এবার বিসিসিআইয়ের নতুন প্রেসিডেন্টের পদে বসবেন রজার বিনি। বিনির সঙ্গে থাকছেন সচিব হিসাবে থাকছেন জয় শাহ। ২০১৯ সাল থেকে এই দায়িত্ব সামলাচ্ছেন তিনি। আগে সৌরভ গঙ্গোপাধ্যায় এত দিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করতেন অমিতপুত্র। এবারের বিসিসিআইয়ের নির্বাচনের মনোনয়ন জমা দেননি। তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল, তার জায়গায় বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসাবে অন্য কাউকে দেখা যাবে। ২০১৯ সাল থেকে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট ছিলেন সৌরভ। তার সঙ্গে সেক্রেটারির দায়িত্বে ছিলেন জয় শাহ। শাহ থাকলেও এবার বদলে গেল সভাপতির মুখ। এত দিন বোর্ডের কোষাধ্যক্ষ ছিলেন অরুণ ধুমাল। এ বার তার জায়গা নিলেন আশিস শেলার। তিনি মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক। ধুমালকে আইসিসি চেয়ারম্যান করা হল। সহ-সভাপতি হিসাবে থাকছেন রাজীব শুক্লা। দেবজিৎ শইকিয়া হলেন যুগ্মসচিব। নতুন বোর্ড সভাপতি রজার বিনিকে শুভেচ্ছা জানিয়েছেন সদ্য প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বিনির উদ্দেশে সৌরভ বলেন, “আমি রজারকে (বিনি) শুভেচ্ছা জানাই। ওর আগামী দিনগুলো ভাল কাটুক এই কামনা করি। এ বার নতুন দল বিসিসিআইকে এগিয়ে নিয়ে যাবে। বিসিসিআই দুর্দান্ত সব কর্তাদের হাতে রয়েছে। ভারতীয় ক্রিকেট আরও শক্তিশালী হবে। আমি সকলকে শুভেচ্ছা জানাই।’ রজার বিনি জানান, শীঘ্রই তিনি বিসিসিআইয়ের নতুন সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পরে বোর্ডের আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন কীভাবে ভারতীয় ক্রিকেটারদের চোট পাওয়ার প্রবণতা কমানো যায়। তিনি বলেন, ‘বিসিসিআই সভাপতি হিসেবে, আমি প্রাথমিকভাবে দু’টি বিষয়ে ফোকাস করতে চাই। প্রথমত, প্লেয়ারদের চোট প্রতিরোধ করা। যশপ্রীত বুমরা বিশ্বকাপের ঠিক আগে চোট পেলেন, যা পুরো পরিকল্পনাতেই প্রভাব ফেলল। দ্বিতীয়ত, আমি দেশের পিচগুলিতে ফোকাস করতে চাই। ভারতের উইকেটগুলি আরও প্রাণবন্ত হওয়া উচিত। তা হলে আমরা যখন বিদেশে যাব, এখানে খেলার অভিজ্ঞতা আমাদের খেলোয়াড়দের সাহায্য করবে।’
২০২১-২২ আর্থিক বছরে বিসিসিআইয়ের অডিট হওয়া আয় ব্যয়ের হিসাব গৃহীত হয়েছে সাধারণ সভায়। পাশাপাশি অনুমোদিত হয়েছে ২০২২-২৩ আর্থিক বছরের ভারতীয় বোর্ডের বাজেট। বোর্ডের সাধারণ সভার সদস্যরা সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বধীন বোর্ডের পদাধিকারীদের কাজের প্ৰশংসা করেছেন। সুষ্ঠু এবং সফল ভাবে আইপিএল আয়োজনের জন্য বিগত কমিটির তারিফ করেছেন উপস্থিত সদস্যরা।
অনলাইন প্রতিনিধি :-নতুন সিবিআই কর্তা নিয়োগ করতে হবে আর সেই উদ্দ্যেশ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল…
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…