Categories: খেলা

বিসিসিআইর ক্রিকেট র‍্যাঙ্কিংয়ে ত্রিপুরার চরম ব্যর্থতা প্রকাশ্যে

এই খবর শেয়ার করুন (Share this news)

টিসিএর বর্তমান কমিটির আমলে শুধু যে ক্লাব ক্রিকেটে শূন্যতা নামিয়ে আনা হয়েছে তা কিন্তু নয় , টিসিএর বর্তমান কমিটির সময়ে বিসিসিআই পরিচালিত জাতীয় ক্রিকেট ও ত্রিপুরার ব্যর্থতা যেমন নজিরবিহীন রূপ পেয়েছে তেমনি বোর্ডের র‍্যাঙ্কিংয়েও ত্রিপুরার অবস্থান অনেক পেছনে নেমে এসেছে । বিসিসিআই ২০২১-২২ ক্রিকেট সিজনের বিভিন্ন ক্রিকেট আসরে রাজ্যদলগুলির অবস্থান বা র‍্যাঙ্কিং ঘোষণা করেছে । দেখা যাচ্ছে , বিসিসিআইর ২০২১-২২ ক্রিকেট র‍্যাঙ্কিংয়ে ত্রিপুরা অনেক পেছনে । সিনিয়র পুরুষদের রঞ্জি ট্রফিতে ত্রিপুরা এলিট গ্রুপে ২৯ নম্বর স্থান পেয়েছে । রঞ্জি ট্রফি হলো দেশের এক নম্বর প্রথম শ্রেণীর ক্রিকেট ।

আর তাতে এলিট গ্রুপে ৩০ টি রাজ্যের মধ্যে ত্রিপুরা ২৯ নম্বরে । ত্রিপুরার পেছনে শুধু পণ্ডিচেরী । সিনিয়র মহিলাদের একদিনের ক্রিকেটে ত্রিপুরা এলিট গ্রুপের ৩০ টি দলের মধ্যে পেয়েছে ২৬ নম্বর জায়গা । এলিট গ্রুপের ৩০ টি টিমের মধ্যে ত্রিপুরার মেয়েদের একদিনের ক্রিকেটে ২৬ নম্বরে থাকা নিশ্চয় টিসিএর বর্তমান কমিটির বড় ব্যর্থতা । অনূর্ধ্ব ১৯ মেয়েদের একদিনের ক্রিকেটে ত্রিপুরার মেয়েরা ৩০ টি এলিট টিমের মধ্যে স্থান পেয়েছে ২৫ নম্বরে । যা অবশ্যই টিসিএর ব্যর্থতার চিহ্ন । কেননা মহিলা ক্রিকেটে এই ব্যর্থতা এক প্রকার নজিরবিহীন । বিসিসিআইর দেওয়া তথ্যে অনুর্ধ্ব ২৫ ছেলেদের একদিনের ক্রিকেটে ত্রিপুরাকে এলিট গ্রুপে ২৬ নম্বরে রাখা হচ্ছে ।

সিকে নাইডু ট্রফিতে ত্রিপুরা আরও পিছিয়ে গিয়ে এলিট গ্রুপের ২৯ নম্বরে । ভিনু মাকঁড় ট্রফিতে ত্রিপুরার ছেলেরা এলিট গ্রুপে জায়গা পেয়েছে ২৭ নম্বরে । কোচ বিহার ট্রফিতে ত্রিপুরার ছেলেরা এলিট গ্রুপে ২৫ নম্বর জায়গা পেয়েছে । বিসিসিআই গ্রুপ লীগে পয়েন্ট তালিকা ধরে ২০২১-২২ সিজনের র‍্যাঙ্কিং ঘোষণা করেছে । দেখা যাচ্ছে , রঞ্জি ট্রফিতে ত্রিপুরা এলিট গ্রুপে ৩০ টি দলের মধ্যে ২৯ নম্বর । সিনিয়র মেয়েরা একদিনের ক্রিকেটে ৩০ টি দলের মধ্যে ২৬ নম্বরে নেমে এসেছে ।

বিসিসিআইর পরিসংখ্যানে স্পষ্ট যে , গত তিন বছরে টিসিএর বর্তমান কমিটির আমলে শুধু যে , এ রাজ্যের ক্লাব ক্রিকেটে একটা শূন্যতা বা অন্ধকার নেমে এসেছে তা নয় , জাতীয় ক্রিকেটেও এর প্রভাব পড়েছে । যদিও গত এক বছর রঞ্জিতে ভিন রাজ্যের ৪০ লাখি কোচ এবং তিন পেশাদার আনা হয়েছিল । তারপরও এলিট গ্রুপে ৩০ দলের মধ্যে ২৯ তম । সিনিয়র মেয়েদেরও অবস্থা একই রকম । ৩০ দলের মধ্যে ২৬ নম্বর । বয়সভিত্তিক আসরেও একই দশা । সিকে নাইডুতে ২৯ নম্বর ।

এখন প্রশ্ন হচ্ছে , জাতীয় ক্রিকেটে ত্রিপুরার অবস্থান ( ২০২১-২২ ) এত পেছনে কেন ? এ প্রসঙ্গে প্রাক্তন ক্রিকেটাররা বলেন , এ রাজ্যে সিনিয়র ক্রিকেটের আসল হচ্ছে ক্লাব ক্রিকেট । কিন্তু তিন বছর বর্তমান কমিটি ক্লাব ক্রিকেটের কোনও আয়োজন করেনি । এই যখন টিসিএর ভূমিকা তখন জাতীয় ক্রিকেটে ত্রিপুরার অবস্থা কি হবে ? মহিলা ক্রিকেটে রাজ্যের মেয়েরা ঘরোয়া ক্রিকেটে বছরে কয়টি ম্যাচ খেলে ? গত ডিসেম্বর মাসে ওপেন ক্রিকেট হওয়ার পর এখন পর্যন্ত কি টিসিএর কোনও মহিলা ক্রিকেট হয়েছে ? মহিলাদের কোনও রাজ্যভিত্তিক বা বয়সভিত্তিক ক্রিকেট আছে ? না কোনও ক্রিকেট একাডেমি , না ঘরোয়া ক্রিকেট । টিসিএর ক্যাম্প ক্যাম্প খেলায় যে জাতীয় আসরে সাফল্য পাওয়া সম্ভব নয় তা বোর্ডের সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে কিন্তু স্পষ্ট ।

Dainik Digital

Recent Posts

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

17 hours ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

17 hours ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago

রাজধানীতে চাঁদার জুলুমে অতিষ্ঠ মানুষ!!

অনলাইন প্রতিনিধি:-মুখ্যমন্ত্রীডা. মানিক সাহার নির্বাচনি এলাকার আপনজন ক্লাবের চাঁদার নামে বড় অঙ্কের তোলাবাজির অভিযোগের রেশ…

3 days ago

ইন্ডিয়ান বুকে রাজ্যের মেয়ে ঝুমা!!

অনলাইন প্রতিনিধি :-ইচ্ছে ছিলো অনেক আগে থেকেই। অবশেষে নিজের ইচ্ছেকেই বাস্তবে পরিনত করলো ঝুমা দেবনাথ।…

3 days ago

সুশাসনে আইনশৃঙ্খলা!

রাজ্যে কি সত্যিই আইনের শাসন রয়েছে?সাধারণ মানুষ কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে।সরকার বলছে রাজ্যে সুশাসন…

3 days ago