বিহারের মিনি সিরিয়াল কিলার, বয়স মাত্র ৮

এই খবর শেয়ার করুন (Share this news)

ছোটবেলায় সব শিশুই কিছু দুষ্টুমি করে । দুষ্টুমির কারণে বাবা – মা বা বাড়ির অন্য কোনও সদস্যের কাছ থেকে বকাবকি , তিরস্কার এমনকী কিলচড়ও জোটে । শৈশবে অধিকাংশ কোনও না কোনও খেলার প্রতি আসক্ত হয়ে পড়ে । শিশুটি সেই খেলা খেলে স্বস্তি পায় । পরিবারের বকাবকির সত্ত্বেও শিশুটির মন পড়ে থাকে ওই খেলায় । কিন্তু সেই খেলা যদি হয় ‘ খুন ’ করার ‘ খেলা ’ ! ভেবে দেখুন , সাড়ে সাত বছরের কোনও বাচ্চা যদি খুনের খেলা খেলতে পছন্দ করে এবং সেই খেলা খেলতে না পারলে সে মনমরা হয়ে পড়ে থাকে— তবে সেটা কতটা ভয়াবহ হতে পারে । সত্যি বলতে কী , এমন ভয়ঙ্কর দৃশ্য ভাবতেও মন সায় দেয় না । সাড়ে সাত বছরের একটি বাচ্চা এমন ভয়ানক ‘ খেলা’য় আসক্ত হতে পারে , ভাবলেই গায়ে কাঁটা দেয় । হ্যাঁ , ২০০৭ সালে বিহারের বেগুসরাই জেলায় এমনই এক ‘ ভয়ঙ্কর ’ শিশুর কথা জানতে পারে পুলিশ । সেই শিশুকে বলা হয় বিশ্বের সর্বকনিষ্ঠ সাইকো কিলার । জীবনের মাত্র ৭ বছর বয়সেই সেই ছেলে হয়ে উঠেছিল সিরিয়ান কিলার । বিহারের রাজধানী পাটনা থেকে ট্রেনে কলকাতায় যাওয়ার পথে ১২৭ কিলোমিটার দূরে পড়ে বেগুসাই স্টেশন । সেই স্টেশন থেকে নেমে সোজা বাস পৌঁছে যায় মুসাহারি গ্রাম । এখানে একজন মানুষ দিনমজুরের কাজ করে কায়ক্লেশে তার পরিবারের ভরণপোষণ করতেন । ১৯৯৮ সালে ওই শ্রমিকের একটি ছেলে হয় । তার প্রজন্মের পরিবারে সেটি ছিল প্রথম ছেলে । পরিবারে আনন্দের জোয়ার বইতে থাকে । এই শিশুর জন্মে শুধু মা – বাবাই নয় , পাড়ায় জ্ঞাতি আত্মীয়স্বজনেরাও খুব খুশি হয় । পরিবারের সদস্যরা তার নাম রাখেন অমরদীপ সাদা । তার বয়স যখন মাত্র ২ বছর তখন থেকেই নিখোঁজ হতে শুরু করেন অমরদীপ । ছোট বয়স থেকেই বন্ধুসঙ্গে তার অ্যালার্জি ছিল । একা একা থাকতে ভালবাসত । পরিবার এবং গ্রামের লোকজন বুঝতেন অমরদীপ গ্রামের আর পাঁচটা ছেলের মতো নয় । প্রতিবেশী জ্ঞাতিগুষ্টি মনে করত , অমরদীপ পড়াশোনায় বাকিদের চেয়ে আলাদা হবে । জীবনে প্রতিষ্ঠিত হবে । দেখতে দেখতে অমরদীপের বয়স প্রায় সাড়ে সাত বছর হয়ে যায় । একদিন তার বাবা , কাকা প্রমুখ পরিবারের সদস্যরা বাড়ি থেকে মজুরির কাজে বেরিয়েছিলেন । সেই সময় বাড়ির বাইরে খেলছিল অমরদীপ । সে দেখে পাড়ায় তার ৮ মাসের মামাতো ভাই অঝোরে কাঁদছে । মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন , তাই সেই ছেলেকে চুপ করাতে পারেননি । সেই সন্ধ্যায় অমরদীপের বাবা এবং কাকা কাজ থেকে বাসায় ফিরে কিছুক্ষণের মধ্যে দেখেন , তাদের বাড়ির পিছনের নালায় ধারে পড়ে আছে ওই ৮ মাসের শিশুর রক্তাক্ত মৃতদেহ । ৮ মাসের ওই দুধের শিশুর মাথা থেকে শুরু করে শরীরের বাকি অংশে দগদগে ক্ষতের স্পষ্ট চিহ্ন । অবলা শিশুকে এত নৃশংস ভাবে কে খুন করতে পারে ভেবে আকূল হয় পরিবার । তাদের চোখ যায় অমরদীপের দিকে । তার শরীরে এমন কিছু চিহ্ন দেখে পরিবারের সদস্যরা বুঝতে পারেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে অমরদীপের কোনও যোগ রয়েছে । ঘরের সন্তান এমন কাণ্ড করেছে ধরে নিয়ে তার পরিবার পুলিশের কাছে কোনও অভিযোগ জানায় না । অমরদীপ কিন্তু বাড়িতে স্বাভাবিক আচরণই করতে থাকে । ওই ঘটনার ৬ মাস বাদে অমরদীপের ৬ মাসের নিজের বোনকে বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় । তাকেও খুন করা হয় অত্যন্ত নৃশংস ভাবে । বোঝা যায় , ধারালো কিছু দিয়ে তাকে ফালা – ফালা করে মারা হয়েছে । তখনও বাড়ির লোকজন অমরদীপকেই সন্দেহ করে এবং থানায় কোনও অভিযোগ জানায় না । পরিবারেরর আশঙ্কা হয় , ইতিমধ্যে তারা তাদের মেয়েকে হারিয়েছেন , এবার পুলিশের কাছে গেলে হয়তো অমরদীপকেও হারাতে হবে । সেই ঘটনার তিন মাস পরের ঘটনা । গ্রামের এক মহিলা কাজের শেষে ক্লান্ত হয়ে গ্রামের সরকারি স্কুলের বাইরে ঘুমিয়ে পড়েছিলেন । মায়ের সঙ্গে ছিল ১ বছরের মেয়ে খুশবু । সে – ও মায়ের পাশে ঘুমিয়ে পড়ে । ঘুমন্ত মেয়েকে রেখে মা পাশের বাড়িতে কাজে যান । যাওয়ার সময় মা দেখে যান , সেখানে অমরদীপ একা একা খেলছে । ওই মহিলা কাজ শেষ করার কিছুক্ষণ বাদে মেয়ের কাছে এসে দেখেন , খুশবু উধাও ! শুরু হয় মেয়ের খোঁজ । ওই মহিলা অমরদীপকে খুশবু সম্পর্কে প্রশ্ন করলে সে মুখে কিছু না বলে মুখ টিপে হাসতে থাকে । ওই মহিলা পুলিশের দ্বারস্থ হন । লিখিত শুরু হতবাক অভিযোগে তিনি লেখেন , খুশবু যেখানে ঘুমাচ্ছিল সেখানে অমরদীপ ছাড়া আর কেউ ছিল না , তাই তাকে ডেকে প্রশ্ন করা হলে সে কিছু বলতে পারে । পুলিশ প্রথমে ওই মহিলার এমন অভিযোগ খুব একটা পাত্তা দেয়নি । কিন্তু নাছোড়বান্দা মহিলার অনুরোধের পর অমরদীপকে থানায় ডাকা হয় । অমরদীপ নির্বিকার চিত্তে থানায় আসে । ছোট ছেলে , পুলিশ তাকে বিস্কুট খেতে দিয়ে জিজ্ঞাসাবাদ করে । দুঁদে অফিসারদের হতবাক করে হাসতে হাসতে ৩ টি খুনের কথা স্বীকার করে অমরদীপ । আসলে প্রথমে অমরদীপ কিছু বলতে চাইছিল না । পুলিশকে সে জানায় , বিস্কুট খেতে দিলে সে সব সত্যি কথা উগরে দেবে । দু – চারটে বিস্কুট খেয়ে অমরদীপ হেসে বলল , ‘ আমি ওকে ( খুশবুকে ) কাপড় দিয়ে মেরে মেরে ঘুম পাড়িয়ে দিয়েছি । ‘ ৮ বছরের এক বালকের মুখ থেকে এমন কথা শুনে প্রথমে বিশ্বাস করেনি পুলিশ। সে খুশবুকে কোথায় ঘুম পাড়িয়ে রেখেছে জানতে চায় পুলিশ । ওই স্কুলের কাছে আগাছায় ভরা একটি পরিত্যক্ত এলাকায় অমরদীপ পুলিশকে নিয়ে যায় । আগাছা সরানে মাত্রই পুলিশ ও গ্রামবাসীদের চোখ কপালে উঠে যায় । এক বছরের মেয়ে খুশবুর লাশ ! গ্রামবাসীরা পুলিশকে জানায় , অমরদীপ তার নিজের দুগ্ধপোষ্য বোন ও তার মামাতো ভাইকেও সম্ভবত একই ভাবে খুন করেছে । মাত্র ৮ বছরের অভিযুক্তের সদস্যদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সে সম্পর্কে স্থানীয় পুলিশেরও ধারণা ছিল না । পাটনা থেকে মনোবিদদের একটি দল আসে বেগুসরাই । অমরদীপ সেই দলের সদস্যদের সহাসো বলেছিল , বাচ্চাদের খুন করতে তার ‘ খুব মজা লাগে ’ , সে খুন উপভোগ করে ! সে যে বিরাট অপরাধ করছে , বুঝতে পারত না অমরদীপ । এমন অপরাধের জন্য কতটা কঠিন শাস্তি হতে পারে তার , সে ধারণাও তার ছিল না । মামলার শুনানিতে বিচারক রায় দেন , অমরদীপ তিনটি হত্যা করলেও খুন করা যে অপরাধ , সে ব্যাপারে তার কোনও ধারণাই ছিল , না । সে নেহাত খেলার ছলে জঘন্য অপরাধ করে গিয়েছে । আদালতের নির্দেশে অমরদীপকে রিমান্ড হোমের আলাদা কক্ষে রাখার ব্যবস্থা করা হয় । জুভেনাইল কোর্টে মাত্র তিন বছরের সাজা হয় । অনেকের আশঙ্কা ছিল , এই শিশুটি সমাজে মিশে গেলে ফের আরও বড় কোনও অপরাধে জড়িয়ে পড়বে । তাই চিকিৎসকদের তত্ত্বাবধানে ২০১৫ সাল পর্যন্ত তাকে সমাজের মূলস্রোতের অগোচরে রাখা হয় । সেই সময় প্রতিদিন কাউন্সেলিং করা হতো তাকে । এখন অমরদীপের বয়স ১৮ বছরের কিছু বেশি ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

15 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

15 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

15 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

15 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

2 days ago