বিহারে চাকরিপ্রার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ!!
অনলাইন প্রতিনিধি :-বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রশ্নফাঁস ও কারচুপির অভিযোগ তুলে এবং দ্বিতীয়বার পরীক্ষা নিতে হবে এই দাবিতে আন্দোলনে নামা চাকরিপ্রার্থীদের উপর নির্বিচারে লাঠিচার্জের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। রবিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে পাটনা রণক্ষেত্রের রূপ নেয়। চাকরিপ্রার্থীদের এই আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে বিহারের জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর-সহ ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তাছাড়াও মামলা দায়ের হয়েছে অজ্ঞাতপরিচয় অন্তত ৬০০ জনের বিরুদ্ধে।