বিহারে বিজেপি জোট সরকারের পতন দেশ Dainik Digital August 9, 2022 0 এই খবর শেয়ার করুন (Share this news) অবশেষে বিহারে বিজেপির সংসার ভেঙে দুইটুকরো। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার বিকেলে রাজ্যপাল ফাগু চৌহানের সঙ্গে দেখা করে সমর্থন প্রত্যাহারের কথা জানিয়ে আসবেন।