অনলাইন প্রতিনিধি :-দলের সর্বভারতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষের সাথে রাজ্যের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।শুক্রবার নয়াদিল্লীতে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ওই বৈঠক হয়।প্রায় আধ ঘন্টার মতো সময় দুই নেতা রাজ্যদলের বর্তমান সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।যতদূর জানা গেছে, আগামী দিনে রাজ্য সংগঠনের বিভিন্ন স্থানে পরিবর্তন হতে চলেছে।বুথ থেকে রাজ্য সংগঠনের শীর্ষস্তর পর্যন্ত বিভিন্ন পদে বদল হওয়ার সম্ভাবনা রয়েছে।এসব বিষয় নিয়ে শ্রীসন্তোষ এবং মুখ্যমন্ত্রী ডা. সাহার বিস্তৃত পরিসরে কথা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।এছাড়া রাজ্যসভায় ত্রিপুরার শূন্য আসনে কাকে পাঠানো হবে এ নিয়েও আলোচনা হয় দুই শীর্ষ নেতার মধ্যে। আগরতলা পুর নিগমের মেয়র পদ নিয়েও শলাপরামর্শ হয়।রামনগর বিধানসভার উপনির্বাচনে জয়ী বিধায়ক দীপক মজুমদার বর্তমানে যথারীতি মেয়র পদেও রয়েছেন।এ দিন আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়েও মুখ্যমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় তাত্ত্বিক নেতা আলোচনা করেন।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠক করেন।দলীয় বিভিন্ন বিষয়ের সাথে রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়েও কেন্দ্রীয় মন্ত্রীদের সাহায্য চান মুখ্যমন্ত্রী ডা. সাহা। ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার নয়াদিল্লীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি পেশ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা।যোগাযোগ ক্ষেত্রে উন্নয়ন, জনজাতি কল্যাণ, বন, শিল্প ও বাণিজ্য, গ্রামোন্নয়ন, জাতীয় সড়ক, বিদ্যুৎ, কৃষি ক্ষেত্রে উন্নয়ন কল্পে অজস্র বিষয় তুলে ধরেন মুখ্যমন্ত্রী।এর মধ্যে রয়েছে রেললাইন ডবল লাইনে উন্নীতকরণ, বিলোনীয়া-ফেনী রেল সংযোগ স্থাপন,এমবিবি এয়ারপোর্ট থেকে আন্তর্জাতিক বিমান চালু করা সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু।
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের বিভিন্ন বিদ্যুৎ পরিষেবায় ধারাবাহিক বিঘ্ন ঘটায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ঘনঘন…
পাকিস্তানের সহিত যুদ্ধ বিরতি লইয়া ভারতীয় সামাজিক মাধ্যমে এই সময়ে তোলপাড় চলিতেছে।যদিও একাংশ সংবাদ মাধ্যম…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে রোগীর যন্ত্রণার শেষ নেই।হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা নিয়েও রোগীকে প্রচণ্ড…
অনলাইন প্রতিনিধি :-ভুল করে’ সীমান্ত পার করে পাক সীমান্তে ঢুকে পড়েছিলেন ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম…
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার উত্তরপ্রদেশের হাপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে পরিচালিত শ্রীমতী ব্রহ্মদেবী সরস্বতী বালিকা বিদ্যামন্দির…
অনলাইন প্রতিনিধি :-বৈঠকে বসছে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সকাল ১১টায় বৈঠকে…