বুথ কেন্দ্রকে স্পর্শকাতর ঘোষণা হোকঃ জিতেন্দ্র

এই খবর শেয়ার করুন (Share this news)

উপনির্বাচনে সবগুলি বুথ অতি অর্শকাতর ঘোষণা করা এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর মাধ্যমে নির্বাচন করার দাবিতে মুখ্য নির্বাচন আধিকারিককে চিঠি দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। শুধু তাই নয় , পশ্চিম জেলার পুলিশ সুপারকে ( এসপি ) নির্বাচন সংক্রান্ত সমস্ত দায়িত্ব থেকে অপসারণ করে এবং তার বিরুদ্ধে বিচার শুরুর দাবিতে মুখ্যসচিবের কাছেও চিঠি দিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক । তিনি মুখ্যসচিবকে এক চিঠিতে অভিযোগ করে বলেছেন , এসপি ( পশ্চিম ) দ্বারা জারি করা একটি রেডিও বার্তার অনুলিপি এখানে সংযুক্ত করা হল । এসপি পশ্চিম জেলা – এসপি ( ট্রাফি ) -কে একটি আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচির বিষয় নিয়ে বার্তা দিলেন । তবে অবাক করার বিষয় হল , খয়েরপুরের তুলাকোনায় রাষ্ট্রীয় সেবা ধামে এই কর্মসূচি হবে । এই বার্তায় ছিল ২৪ মে সেবা ধামে শাস্ত্র সেবিকা সমিতি , ত্রিপুরা দ্বারা আয়োজিত কর্মসূচিতে ৬০ জন মহিলা প্রার্থীকে চৌধুরীর অভিযোগ , এই আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়ার জন্য । এই আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিতে হবে জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, তুলাকোনা খয়েরপুরের রাষ্ট্রীয় নেবা ধামটি আরএসএসের রাজ্য সদর দপ্তর হিসাবে পরিচিত ।

যা একটি হিন্দু সংগঠন এবং সেসাথে ক্ষমতাসীন বিজেপির একটি মূল সংগঠন । আরএসএস প্রধান মোহন ভাগবত যখন ত্রিপুরা সফর করেন , তখন তিনি রাষ্ট্রীয় সেবা ধাম তুলাকোনা ছাড়া কোথাও থাকেন না । শাস্ত্র সেবিকা সমিতি বিজেপির একটি সংগঠিত মহিলা শাখা হিসাবেও পরিচিত । এই আদেশ জারি করে , এসপি ( পশ্চিম ) ক্ষমতাসীন বিজেপির প্রতি তার পক্ষপাতদুষ্টতা প্রকাশ করেছেন এবং এর সহিংস কর্মকাণ্ডের না পৃষ্ঠপোষকতা করেছেন যা এসপির ( পশ্চিম ) এই গুরুত্বপূর্ণ পদটি রাখা অপ্রীতিকর । তাই অবিলম্বে এসপি পশ্চিমকে নির্বাচন সংক্রান্ত সমস্ত দায়িত্ব থেকে অপসারণ করতে এবং তার পক্ষপাতমুলক ভূমিকার বিরুদ্ধে মামলা করার অনুরোধ করছি । এদিকে , রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিককে চিঠিতে তিনি বলেছেন , বৃহস্পতিবার এক চিঠিতে ভোট কেন্দ্রের ভিতরে এবং বাইরে ক্ষমতাসীন বিজেপির দ্বারা নানা হিংসার ঘটনা উল্লেখ করা হয়েছে ।

তাই ৪ টি বিধানসভা কেন্দ্রের সমস্ত বুথকে অতি স্পর্শকাতর ঘোষণা করে শ্রেণীবদ্ধ করার দাবি করছি । যেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে । ২৩ জুন অত্যন্ত সংবেদনশীল হিসাবে এবং প্রতিটি বুথে সেন্ট্রাল প্যারা – মিলিটারি ফোর্স দ্বারা ত্রিস্তরীয় শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হল । ভোটের তারিখের তিনদিন আগে , এলাকার আধিপত্য এবং ভোটারদের আস্থা তৈরির জন্য প্রতিটি বুথ এলাকায় সেন্ট্রাল প্যারা – মিলিটারি ফোর্স মোতায়েন করতে হবে । সমস্ত ভোটকেন্দ্র অবশ্যই ওয়েবকাস্টিংয়ের স্ক্যানারের আওতায় থাকতে হবে এবং বুথের ক্যামেরাগুলিকে ও বাইরে ক্যমেরাগুলোকে দুষ্কৃতকারী উপাদানগুলির দ্বারা যেকোনও বাধার বিরুদ্ধে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে

Dainik Digital

Recent Posts

উত্তরপ্রদেশে রাজধানী-সহ দুই ট্রেনকে লাইনচ্যুত করার চেষ্টা!!

অনলাইন প্রতিনিধি :-নাশকতার চেষ্টা। উত্তরপ্রদেশে অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস এবং কাঠগোদাম এক্সপ্রেস। সোমবার…

13 hours ago

কার লাভ কার ক্ষতি!!

জন্মলগ্ন হইতে যে সংঘাত সংঘর্ষের সূচনা হইয়াছিল-দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে এই পর্বের তুমুল…

14 hours ago

দেশে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে,জানাল কেন্দ্র!!

অনলাইন প্রতিনিধি :-বিগত কয়েক সপ্তাহে সিঙ্গাপুর এবং হংকংয়ে বাড়তে থাকা করোনা আক্রান্তদের সংখ্যা হু হু…

14 hours ago

বন্দর নিষেধাজ্ঞা, আইসিপিতে বণিক প্রতিনিধি নিয়ে বৈঠক!!

অনলাইন প্রতিনিধি :-ভারতের স্থলবন্দর দিয়ে বেশ কয়েকটি বাংলাদেশি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার প্রেক্ষিতে সোমবার…

15 hours ago

বন্ধ করা হল কাজিরাঙা জাতীয় উদ্যান!!

অনলাইন প্রতিনিধি :-পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান কর্তৃপক্ষ ৷ আসন্ন বর্ষাকাল…

15 hours ago

দেশজুড়ে প্রি-খরিফ প্রচারে,ল্যাব-টু-ল্যান্ড কৃষি জাগরণ কৃষিরথে রাজ্য ঘুরবেন রতন!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ২৯ মে থেকে ১২ জুন পর্যন্ত দেশজুড়ে 'প্রি-খরিফ ক্যাম্পেইন'শুরু হবে। বিকশিত কৃষি…

16 hours ago