উপনির্বাচনে সবগুলি বুথ অতি অর্শকাতর ঘোষণা করা এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর মাধ্যমে নির্বাচন করার দাবিতে মুখ্য নির্বাচন আধিকারিককে চিঠি দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। শুধু তাই নয় , পশ্চিম জেলার পুলিশ সুপারকে ( এসপি ) নির্বাচন সংক্রান্ত সমস্ত দায়িত্ব থেকে অপসারণ করে এবং তার বিরুদ্ধে বিচার শুরুর দাবিতে মুখ্যসচিবের কাছেও চিঠি দিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক । তিনি মুখ্যসচিবকে এক চিঠিতে অভিযোগ করে বলেছেন , এসপি ( পশ্চিম ) দ্বারা জারি করা একটি রেডিও বার্তার অনুলিপি এখানে সংযুক্ত করা হল । এসপি পশ্চিম জেলা – এসপি ( ট্রাফি ) -কে একটি আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচির বিষয় নিয়ে বার্তা দিলেন । তবে অবাক করার বিষয় হল , খয়েরপুরের তুলাকোনায় রাষ্ট্রীয় সেবা ধামে এই কর্মসূচি হবে । এই বার্তায় ছিল ২৪ মে সেবা ধামে শাস্ত্র সেবিকা সমিতি , ত্রিপুরা দ্বারা আয়োজিত কর্মসূচিতে ৬০ জন মহিলা প্রার্থীকে চৌধুরীর অভিযোগ , এই আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়ার জন্য । এই আত্মরক্ষা প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিতে হবে জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, তুলাকোনা খয়েরপুরের রাষ্ট্রীয় নেবা ধামটি আরএসএসের রাজ্য সদর দপ্তর হিসাবে পরিচিত ।
যা একটি হিন্দু সংগঠন এবং সেসাথে ক্ষমতাসীন বিজেপির একটি মূল সংগঠন । আরএসএস প্রধান মোহন ভাগবত যখন ত্রিপুরা সফর করেন , তখন তিনি রাষ্ট্রীয় সেবা ধাম তুলাকোনা ছাড়া কোথাও থাকেন না । শাস্ত্র সেবিকা সমিতি বিজেপির একটি সংগঠিত মহিলা শাখা হিসাবেও পরিচিত । এই আদেশ জারি করে , এসপি ( পশ্চিম ) ক্ষমতাসীন বিজেপির প্রতি তার পক্ষপাতদুষ্টতা প্রকাশ করেছেন এবং এর সহিংস কর্মকাণ্ডের না পৃষ্ঠপোষকতা করেছেন যা এসপির ( পশ্চিম ) এই গুরুত্বপূর্ণ পদটি রাখা অপ্রীতিকর । তাই অবিলম্বে এসপি পশ্চিমকে নির্বাচন সংক্রান্ত সমস্ত দায়িত্ব থেকে অপসারণ করতে এবং তার পক্ষপাতমুলক ভূমিকার বিরুদ্ধে মামলা করার অনুরোধ করছি । এদিকে , রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিককে চিঠিতে তিনি বলেছেন , বৃহস্পতিবার এক চিঠিতে ভোট কেন্দ্রের ভিতরে এবং বাইরে ক্ষমতাসীন বিজেপির দ্বারা নানা হিংসার ঘটনা উল্লেখ করা হয়েছে ।
তাই ৪ টি বিধানসভা কেন্দ্রের সমস্ত বুথকে অতি স্পর্শকাতর ঘোষণা করে শ্রেণীবদ্ধ করার দাবি করছি । যেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে । ২৩ জুন অত্যন্ত সংবেদনশীল হিসাবে এবং প্রতিটি বুথে সেন্ট্রাল প্যারা – মিলিটারি ফোর্স দ্বারা ত্রিস্তরীয় শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হল । ভোটের তারিখের তিনদিন আগে , এলাকার আধিপত্য এবং ভোটারদের আস্থা তৈরির জন্য প্রতিটি বুথ এলাকায় সেন্ট্রাল প্যারা – মিলিটারি ফোর্স মোতায়েন করতে হবে । সমস্ত ভোটকেন্দ্র অবশ্যই ওয়েবকাস্টিংয়ের স্ক্যানারের আওতায় থাকতে হবে এবং বুথের ক্যামেরাগুলিকে ও বাইরে ক্যমেরাগুলোকে দুষ্কৃতকারী উপাদানগুলির দ্বারা যেকোনও বাধার বিরুদ্ধে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…
অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…
অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…
অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…
একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…