বুধবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পদে রেভনাথ রেড্ডি শপথ নেবেন!!
অনলাইন প্রতিনিধি :-তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন রেভনাথ রেড্ডি। তিন রাজ্যে মুখ থুবড়ে পড়লেও তেলেঙ্গানায় মুখ রক্ষা কংগ্রেসের। ঐতিহাসিক জয় পেয়েছে কংগ্রেস। আর এরপরেই সে রাজ্যে কে মুখ্যমন্ত্রী হবেন তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। তবে দীর্ঘ জল্পনার পরেই রেভনাথ রেড্ডিই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হবেন বলে জানা গিয়েছে।শুধু তাই নয়, বুধবার রেভনাথ রেড্ডির নেতৃত্ব তেলেঙ্গানায় নতুন সরকার শপথন নেবে। এমনটাই জানা গিয়েছে।