অনলাইন প্রতিনিধি :- ২০২৩ বিধানসভা নির্বাচনের পর গোটা পাহাড় জুড়ে যে জল্পনা শুরু হয়েছিল, সেই জল্পনাই এখন বাস্তবে রূপায়িত হতে যাচ্ছে। গ্রেটার তিপ্রাল্যাণ্ডের শ্লোগান তুলে জনজাতিদের ভাবাবেগ উসকে দিয়ে ঘোলাজলে মাছ শিকার করতে চেয়েছিলেন প্রদ্যোত কিশোর। উগ্র জাতিবিদ্বেষের বিষ ছড়িয়ে এডিসির ক্ষমতা দখল করতে পারলেও, বিধানসভা নির্বাচনে তাঁর শ্লোগান কাজে আসেনি। দেরিতে হলেও, অবশেষে কৌশলে গ্রেটার তিপ্রাল্যাণ্ডের দায় নিজের কাঁধ থেকে ঝেরে ফেলতে চলেছেন প্রদ্যোত কিশোর। শুধু তাই নয়, রাজ্যের সরল জনজাতিদের অলৌকিক স্বপ্ন দেখিয়ে এখন কৌশলে রাজ্য থেকে পালিয়ে বাঁচতে চাইছেন তিনি। রবিবার দুপুরের পর থেকে গোটা পাহাড় জুড়ে দাবানলের আগুনের মতো ছড়িয়ে পড়েছে এই বার্তা। প্রদ্যোত মানিক্য এবার মুক্তি চাইছেন। সেই সাথে ‘রাজাহীন’হচ্ছে তাঁর হাতে গড়া তিপ্রা মথা।গত এডিসি নির্বাচনের আগে আচমকা উল্কার মতো জন্ম দিয়েছিলেন ‘তিপ্ৰা মথা’ নামক জনজাতিভিত্তিক আঞ্চলিক দলকে। এডিসির ক্ষমতাও দখল করে নিয়েছিলেন। মাত্র দুই বছরের মধ্যে সেই স্বপ্ন ভেঙে খান খান হতে শুরু করেছে।পাহাড়ে প্রতিদিনই প্রদ্যোতের পায়ের নীচে মাটি একটু একটু করে সরে যেতে শুরু করেছে। ২০২৩ বিধানসভা নির্বাচনের পর থেকে নিজেও সেটা অনুভব করতে পারছিলেন। রাজনৈতিক মহলের মতে, মাসখানেক ধরেই একটা সন্মানজনক পশ্চাদপসরণের পথ খুঁজছিলেন প্রদ্যোত মানিক্য। অবশেষে দলের নতুন সংবিধান গঠনের মধ্য দিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার পথ প্রশস্ত করলেন প্রদ্যোত কিশোর। দল গঠনের পর খুমুলুঙে আয়োজিত দলের প্রথম প্লেনারি বৈঠকের দ্বিতীয় দিন অর্থাৎ শেষদিন প্রদ্যোত কিশোর দলীয় নেতা কর্মীদের সামনে যে বক্তব্য রাখলেন, তা মুহূর্তে দাবানলের মতো পাহাড়ের আনাচে কানচে পৌঁছে যায়। কী বললেন প্রদ্যোত? দলের নয়া সংবিধান হাতে নিয়ে বলেন, ‘দল নতুন সংবিধান গ্রহণ করেছে। তাতে আমি আর চেয়ারম্যান নই। এখন থেকে দলের কোনও চেয়ারম্যান পদ থাকবে না। আমি আপনাদের সকলকে হাত জোড় করে নিবেদন করছি, বিজয় রাঙ্খল আমার সভাপতি। উনার নেতৃত্বে কাজ করুন। আমাকে আপনারা মুক্তি (রিলিফ) দিন। কমিটি তৈরি করুন। কেউ সহ-সভাপতি হবেন, কেউ সম্পাদক হবেন। বুবাগ্রার কাজ দিল্লীতে আপনাদের স্বার্থে লড়াই করার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে কথা বলার জন্য। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে কথা বলার জন্য। হিমন্ত বিশ্বশর্মার সাথে কথা বলার জন্য। রাহুল গান্ধীর সাথে কথা বলার জন্য। আমার কাজ গঙ্গানগরে কী হয়েছে? অম্পিতে কী হয়েছে? সেটা দেখার জন্য নয়। এগুলো আপনাদের কাজ। আপনারা সেটা দেখবেন। আপনারা সমস্যার সমাধান করবেন।”প্রদ্যোতের এই বক্তব্য প্রকাশ্যে আসতেই শুধু পাহাড়ে নয়, খোদ তিপ্ৰা মথা দলের অন্দরেই জোর গুঞ্জন শুরু হয়ে যায়। প্রদ্যোত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি দলের কোনও পদে থাকবেন না। এমনকী তাঁর পরিবারের কোনও সদস্যও দলের কোনও পদে থাকবেন না। রাজ্য রাজনৈতিক মহলেও এ নিয়ে জোর চর্চা শুরু হয়ে যায়। প্রশ্ন ওঠে প্রদ্যোত কিশোর কি তাহলে কৌশলে গ্রেটার তিপ্রাল্যাণ্ডের দাবি অন্যদের ঘাড়ে চাপিয়ে নিজে সরে গেলেন? অনেকের মতে প্রদ্যোত কিশোর রাজনীতি থেকে সন্ন্যাস নিতে চলেছেন? এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, প্রদ্যোতের অবর্তমানে তিপ্রা মথা দলের ভবিষ্যৎ কতটা সুরক্ষিত থাকবে। বয়স্ক বিজয় রাংখল কি পারবেন দলকে ঐক্যবদ্ধ রাখতে ? দলের এমডিসি, বিধায়ক সকলকে এক ছাতার নীচে ধরে রাখতে পারবেন তো?গ্রেটার তিপ্রাল্যাণ্ডের শ্লোগান ও দাবি যে অলৌকিক, সেটা ইতিমধ্যেই পাহাড়বাসী অনেকটা মালুম করে নিয়েছেন। তাইতো প্রতিদিন ভাঙছে তিপ্ৰা মথা।প্রদ্যোতহীন বিজয়-অনিমেষ-জগদীশ- বৃষকেতুদের সেই ইমেজ বা জনপ্রিয়তা কোথায়?বুবাগ্রাহীন পাহাড়বাসী কীসের টানে তাদের পিছনে ছুটবেন?তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, বিদায় নেবার আগে প্লেনারি বৈঠকের শেষদিন বক্তব্য রাখতে গিয়ে প্রদ্যোত কিশোর শুধু নিজের মুক্তির কথাই বলেননি, দলের একাংশ নেতা কর্মীদের সীমাহীন দুর্নীতি নিয়েও মুখ খুলেছেন। তিনি বলেন, সর্বত্র দুর্নীতি চলছে। দুর্নীতির বিরুদ্ধে তিনি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, অফিসার্স লেবেল থেকে শুরু করে স্কুল, মন্দির, গির্জা সর্বত্র দুর্নীতি চলছে। তিনি দলের একাংশ নেতা কর্মীকে সতর্ক করে বলেন,লোভ সামলাতে না পারলে সর্বনাশ ডেকে আনবে। দলের মধ্যে যে কোন্দল চলছে এ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন,আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে আমরা একে অপরকে ভালো বলতে পারি না। তবে সব ছাপিয়ে এখন একটাই গুঞ্জন ‘প্রদ্যোতহীন’ মথার আয়ু কতদিন?
দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…