রবিবার দুপুরে একদল দুষ্কৃতী খোয়াই কংগ্রেস ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা এবং সিমনার বিধায়ক বৃষকেতু দেববর্মার গাড়ি ভাঙচুরের ঘটনায় খোয়াই থানার পুলিশ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল । ধৃতরা হলো ধলাবিলের সরোজিত দাস এবং সুদীপ পাল । তাদের বিরুদ্ধে ৪৪৮/৪২৭/৪৩৫/৩৪ আইপিসি ধারায় মামলা নেওয়া হয়েছে । সোমবার তাদেরকে আদালতে পাঠানো হয় ।
এদিকে রবিবার রাতে খোয়াই মহকুমার একাধিক স্থানে মারধর ও বাড়িঘরে হামলার ঘটনা সংঘটিত হয় বলে জানিয়েছেন , খোয়াই থানার ওসি উদ্যম দেববর্মা । যদিও এই হামলা ও মারধরের ঘটনায় কোনও ধরনের অভিযোগ থানায় আসেনি । রবিবার রাতে সন্ত্রাসকে রোধ করার জন্য রাতভর ময়দানে ছিলেন জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী , অতিরিক্ত পুলিশ সুপার অমিতাভ পাল , মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সূত্রধর , থানার ওসি উদ্যম দেববর্মা সহ বিশাল নিরাপত্তারক্ষী । পুলিশের কঠোর নিরাপত্তা সত্ত্বেও মহকুমার বিভিন্ন স্থানে হামলা , মারধর , দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর ইত্যাদি ঘটনা সংঘটিত হয় ।
সিপিএম এবং কংগ্রেস দল অভিযোগ করে জানায় রবিবার রাতে বারবিলের অনন্ত মোদক এবং নিতেন্দ্র গোপের বাড়িতে হামলা হয় । নিতেন্দ্র গোপের স্ত্রীকেও মারধর করা হয় । বর্তমানে তিনি খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন । একইরকমভাবে ধলাবিলের গোপাল বিশ্বাসের বাড়িতে হামলা হয় । দোকানপাট ভাঙা হয় বেশ কিছু স্থানে । রবিবার সন্ধ্যায় সুভাষ পার্ক কালীবাড়ির বাসিন্দা শ্যামল চক্রবর্তীর উপর আক্রমণ হয় বাচাই বাড়িতে। সংবাদে জানা যায়, একটি বাইকে করে আশারামবাড়ি থেকে খোয়াই আসার পথে জনজাতি যুবকরা উনাকে বাচাই বাড়িতে প্রচণ্ডভাবে মারধর করেন।
বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন । সংবাদ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে শহরের উপর বিধায়ক বৃষকেতু দেববর্মার গাড়িতে হামলা হওয়ার পর পাহাড়ি এলাকা উত্তপ্ত হয়ে উঠে । বাইজল বাড়ি এবং বাচাই বাড়িতে মথার উত্তেজিত সমর্থকরা রাস্তা অবরোধ করেছিল । ঠিক সেই সময় আশারামবাড়ি থেকে শ্যামল চক্রবর্তী খোয়াই শহরে আসার সময় বিজেপি সমর্থকরা উনাকে করঙ্গীছড়ায় গেরুয়া রং দিয়ে জয়ের আনন্দ উপভোগ করেছিল । রং মাখা অবস্থায় তিনি যখন বাচাই বাড়িতে আসেন তখন উনাকে বিজেপি সমর্থক হওয়ার সন্দেহে উনাকে প্রচণ্ডভাবে মারধর করে মথার দুষ্কৃতীরা । উনার বাইকটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় । এদিকে মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন বর্তমানে বর্তমানে খোয়াইয়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
অনলাইন প্রতিনিধি :-চার দিনের মাথায় আবারও ভূমিকম্প পাকিস্তানে।শুক্রবার রাত ঠিক ১টা ৪৪ মিনিট।আগের দিনের তুলনায়…
অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবারের পুনরাবৃত্তি। সন্ধ্যা আটটার পর থেকেই শুরু হয় একই কায়দায় ড্রোন মিসাইল হামলা…
অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের গোলাবর্ষণে মৃত্য হলো ভারতীয় বিএসএফ জওয়ান মুরলী নায়েকের। অন্ধ্রপ্রদেশের সত্যসাই জেলার বাসিন্দা…
অনলাইন প্রতিনিধি :-ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক পোস্টে দাবি করা হয়েছে পাকিস্তান ভারতে…
পহেলগাঁও হামলার প্রত্যাঘাত এতটা জোরালো এবং ভয়াবহ হতে পয়ল পারে সেটা নিশ্চয়ই পাকিস্তানের ভাবনার মধ্যেই…
অনলাইন প্রতিনিধি :-'বিজ্ঞান ও কৃষিরমেলবন্ধনই আগামী দিনের কৃষি উন্নয়নের চাবিকাঠি। কৃষকদের স্বনির্ভর করতে হলে এই…