নয়ডার ছাত্রী নিবাসে ভয়াবহ আগুন, প্রান রক্ষায় ঝাপ একের পর এক ছাত্রীর!!
বৃষ্টি কমতেই জমে উঠেছে খারচি মেলা!!

গত ২৬ জুন থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতার মন্দিরে প্রথা ও রীতিনীতি মেনেই শুরু হয়েছে সপ্তাহব্যাপী খারচি পূজা। গোটা একটা বছর ধরে মানুষ অপেক্ষা করে থাকে এই খারচি পূজা ও মেলার জন্য। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ এই মেলায় অংশগ্রহণ করে এই পূজা ও মেলার আনন্দ উপভোগ করে থাকে। কিন্তু গত দু’দিন বৃষ্টির কারণে পুজোর আনন্দ মাটি হয়ে যায়। সেরকমভাবে লোকসমাগমও ঘটেনি মেলায়। তবে শুক্রবার আবহাওয়া কিছুটা অনুকূল হওয়ায় খারচি মেলাকে কেন্দ্র করে চতুর্দশ দেবতার মন্দিরে এদিন ব্যপক লোকসমাগম পরিলক্ষিত হয় পূজাপ্রাঙ্গনে।
এই খারচি পূজা ও মেলাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও আঁটোসাটো করা হয়েছে। টিএসআর বাহিনী ও স্কাউট এন্ড গাইডস সেখানে আসা পূন্যার্থীদের সঠিক পরিষেবা প্রদানে ব্যস্ত সর্বদা। মন্দিরে আসা পূন্যার্থীদের ভোগ দানের সময় কিংবা অন্য কোনো সমস্যার সম্মুখীন যেন না হতে হয় কাউকে সেদিকে লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে স্কাউট এন্ড গাইডস।