বৃহস্পতিবার সূচনা আগরতলা বইমেলার!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-৪৩তম আগরতলা বইমেলা উদ্বোধন ঘিরে হাপানিয়ার মেলা প্রাঙ্গণে দারুণ ব্যস্ততা চলছে।মেলা কমিটির পাশাপাশি স্টলগুলিতে প্রকাশক গোষ্ঠী রাত জেগে সাজগোজের কাজ চালিয়েছে। বৃহস্পতিবার বিকাল পাঁচটায় মেলা মঞ্চে ১৩ দিনের আগরতলা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এ বছর মঞ্চে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের লেখক জয়দীপ চট্টোপাধ্যায়।
মেধা মনন আর সাহিত্য চর্চার এই অঙ্গনে ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আসাম, দিল্লীর বিভিন্ন প্রকাশক সংস্থা উপস্থিত হচ্ছে। তবে এই মেলার মাঝামাঝি সময়েই যেহেতু কলকাতা বইমেলা শুরু হচ্ছে তাই কলকাতার প্রকাশক সংখ্যা এ বছর কিছু কম হতে পারে। অন্যদিকে স্বাভাবিকভাবেই আসছে না বাংলাদেশের কোনও প্রকাশক, বই বিক্রেতা সংস্থা।সে দেশে রাজনৈতিক উথালপাথালের কারণে বাংলাদেশের তরফে কলকাতা সহ কোনও বইমেলাতেই অংশগ্রহণের জন্য আবেদন জানায়নি।
বইমেলার মূল ফটকে এবার বৌদ্ধমূর্তির শিল্পচ্ছটা আর মেলার প্রতিটি স্টলে ধ্যান মুদ্রায় ‘সর্বেষাং শান্তির্ভবতু।’ সবার মধ্যে শান্তি বিরাজমান থাকুক এই থিম এই বছর বৌদ্ধিক চর্চার বইমেলায়। তবে সাজসজ্জায় পরিবেশ অবান্ধব থার্মোকলের আতিশয্য আয়োজকদের ভাবনা চিন্তাকে প্রশ্নবিদ্ধ করবে।মেলারআয়োজক তথ্য সংস্কৃতি দপ্তরের তরফে জানানো হয়েছে মেলা প্রতিদিন দুপুর আড়াইটা থেকে রাত নয়টা অবধি চলবে। বন্ধের দিনে বেলা দুইটা থেকে রাত সাড়ে নয়টা অবধি চলবে মেলা।
তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে ক্লাবগুলির কাছে পাঠাগারের জন্য বই ক্রয় ও জনগণকে বইমেলা সম্পর্কে সচেতন করতে উদ্যোগ নেওয়ার আবেদন জানানো হয়েছে। অন্যান্য বছরের মতো এবারের বইমেলাতেও প্রতিদিন বইপ্রকাশ, কবি সম্মেলন, আলোচনাচক্র, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলার শিল্পীগণ ছাড়াও বহি:রাজ্যের বিশিষ্ট শিল্পীরা অংশ নেবেন। হাপানিয়া মেলা প্রাঙ্গণে তেরো দিনব্যাপী বইমেলায় – বইপ্রেমীদের যাতায়াতের জন্য আগরতলার বিভিন্ন প্রান্ত থেকে বিনামূল্যে বাস পরিষেবার ব্যবস্থা থাকছে এ বছরও।
এবারের বইমেলায় প্রকাশক ও পুস্তক বিক্রেতাদের ১৫৯টি স্টল রয়েছে। এর মধ্যে ৪২টি স্টল বহি:রাজ্যের প্রকাশক ও বিক্রেতাদের। এবারও বইমেলার সমাপ্তি দিনে বিশেষ বিশেষ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ১৪টি পুরস্কার দেওয়া হবে।
পুরস্কারগুলির মধ্যে রয়েছে চিত্র ও স্থাপত্য ক্ষেত্রে ধীরেন্দ্র কৃষ্ণ স্মৃতি পুরস্কার, সাহিত্যে সলিল কৃষ্ণ স্মৃতি পুরস্কার, শাস্ত্রীয় সঙ্গীতের জন্য কালীকিংকর দেব্বর্মা স্মৃতি পুরস্কার, ছোট গল্পের জন্য ভীষ্মদেব ভট্টাচার্য স্মৃতি পুরস্কার, লোকসংস্কৃতির জন্য লালন পুরস্কার, নাটকের জন্য ত্রিপুরেশ মজুমদার স্মৃতি পুরস্কার, বেস্ট লিটন ম্যগাজিন অ্যাওয়ার্ড, বাংলা ভাষার শ্রেষ্ঠ প্রকাশনার জন্য রাধামোহন ঠাকুর পুরস্কার, ককবরক ভাষার শ্রেষ্ঠ প্রকাশনার জন্য দৌলত আহমেদ পুরস্কার, বাংলা ও ককবরক ব্যতীত অন্যান্য সংখ্যালঘু ভাষার শ্রেষ্ঠ প্রকাশনা পুরস্কার, ইয়ং ট্যালেন্ট অ্যাওয়ার্ডের মধ্যে রয়েছে, নৃত্যে সত্যরাম রিয়াং অ্যাওয়ার্ড, সঙ্গীতে অশ্বিনী কুমার বিশ্বাস স্মৃতি পুরস্কার, ভিস্যুয়াল আর্টের জন্য সুমঙ্গল সেন স্মৃতি পুরস্কার, নাটকের জন্য অজিত মজুমদার স্মৃতি পুরস্কার।

Dainik Digital

Recent Posts

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ…

8 hours ago

ব্যতিক্রমী সম্পর্কের খোঁজ!!

ছয় বৎসর পর পর ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে ছয় জড়াইয়াছে। একটি যুদ্ধ কিংবা যুদ্ধ তৎপরতায় ময়দানে…

8 hours ago

রেশনে ডালের দাম বাড়ল পাঁচ টাকা!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের রেশনশপে একলাফে মশুরি ডালের মূল্য প্রতিকিলোতে ৫ টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার।রেশনশপে…

9 hours ago

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন কোহলি!!

অনলাইন প্রতিনিধি :-টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলো বিরাট কোহলি।ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলো না।রোহিত…

9 hours ago

সমাজিকমাধ্যমে বিদেশসচিব মিস্রীকে কুৎসিত ভাষায় আক্রমণ নেটিজেনরা!!

অনলাইন প্রতিনিধি :-সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিদেশসচিব বিক্রম মিস্ত্রি। রবিবার সকাল থেকে…

9 hours ago

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফের উচ্চস্তরীয় বৈঠক!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার সকালে উচ্চস্তরীয় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন তাঁর লোক কল্যাণ…

1 day ago