Categories: বিজ্ঞান

বৃহস্পতি থেকে ঠিকরে আসছে মেরুপ্রভা

এই খবর শেয়ার করুন (Share this news)

নাসার জেমস ওয়েব টেলিস্কোপে ধরা পড়া মহাজাগতিক দৃশ্যে বার বার মুগ্ধ হয়েছে মহাকাশপ্রেমী মানুষ । সম্প্রতি নাসা প্রকাশ করেছে জেমস ওয়েব টেলিস্কোপে ধরা পড়া সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহ বৃহস্পতির অন্দরের অপরূপ দৃশ্য । গুরুগ্রহ থেকে ঠিকরে বেরিয়ে আসছে মেরুপ্রভা , উজ্জ্বল লাল আলো । জেমস ওয়েব টেলিস্কোপে বৃহস্পতির যে ছবি ধরা পড়েছে তাতে স্পষ্ট , সৌরজগতের বৃহত্তম গ্রহকে ঘিরে রয়েছে উজ্জ্বল আলোর রিং । নীল – সবুজ – কমলা রঙের মেরুপ্রভা ঠিকরে বেরিয়ে আসছে সেখান থেকে । আসলে বৃহস্পতির এমন অনিন্দ্য সুন্দর দৃশ্য জেমস ওয়েব টেলিস্কোপে ধরা পড়েছে । গত ২৭ জুলাই । সেই ছবি সোমবার সামনে এনেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা । ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমেরিটা এবং জ্যোতির্বিজ্ঞানী ইমকে ডি প্যাটার বলেছেন , ‘ আমরা সত্যিই এটি এতটা ভাল হবে বলে আশা করিনি । ” বিজ্ঞানী প্যাটার বলেন , ‘ এই ছবিতে বৃহস্পতির মেরুতে অরোরা ( পোলার লাইট তথা মেরুপ্রভা ) দেখা যাচ্ছে । এছাড়া নাসার প্রকাশিত ছবিতে বৃহস্পতির ক্ষীণ বলয়ও দেখা যাচ্ছে । বৃহস্পতির গ্রেট রেড স্পটও ছবিতে দৃশ্যমান । এটি একটি ঝড় । যে ঝড়ের আয়তন পৃথিবীর আকারের চেয়েও বড় । ছবিতে অবশ্য লাল রঙের এই ঝড়কে সাদা দেখা যাচ্ছে । অনেক উজ্জ্বল সাদা দাগ এবং রেখা বৃহস্পতি গ্রহে দৃশ্যমান যা উচ্চ উচ্চতার মেঘ হতে পারে বলে বিজ্ঞানীদের বক্তব্য । জেমস ওয়েব টেলিস্কোপ এমন সব আলো দেখতে পায় যা খালি চোখে দূরের কথা , অন্য টেলিস্কোপেও দেখা যায় না । এই দূরবীক্ষণের ছবি দেখে বোঝা যাচ্ছে বৃহস্পতির মেরু আলো থেকে নির্গত আলো ফাঁকা জায়গায় ছড়িয়ে পড়ছে । টেলিস্কোপ বৃহস্পতির চারপাশে একটি বলয়ও পর্যবেক্ষণ করেছে , যা ওই গ্রহের তুলনায় প্রায় ১০ লক্ষ গুণ কম উজ্জ্বল । এই ছবিতে বৃহস্পতির দুটি চাঁদও পরিদৃশ্যমান । নাসার জেমস ওয়েব টেলিস্কোপই বিস্ময়ের অপর নাম । অনেক দিন ধরে নানা ধরনের বিস্ময়কর কাজ চালিয়ে যাচ্ছে ওই যন্ত্র । যারা এটা বানিয়েছেন তারাও হয়তো ভাবতে পারেনি যে তারা কী চমৎকার জিনিস তৈরি করেছেন । দুরবীক্ষণ যন্ত্রটি মহাকাশে দুরের ছবি তুলে সবাইকে চমকে দিয়েছে । কিন্তু আমাদের নিজস্ব সৌরজগতের বৃহস্পতি গ্রহের ভিতরের উজ্জ্বল যে ছবি সে তুলেছে তা আরও বিস্ময়কর । এর আগেও জেমস ওয়েব জুলাই মাসে বৃহস্পতি গ্রহের যে ছবি তুলেছিল তা সাদা কালোয় প্রকাশ করা হয়েছিল । কিন্তু এবার বিজ্ঞানীরা জেমস ওয়েবের তোলা বৃহস্পতির রঙিন ছবি প্রকাশ করেছেন। নাসা সূত্রে বলা হয়েছে , বৃহস্পতি জেমস ওয়েব টেলিস্কোপের একমাত্র লক্ষ্য নয় । মহাবিশ্বের অদৃশ্য আলো দেখতে এই টেলিস্কোপ ব্যবহার করা হচ্ছে । এই টেলিস্কোপের নির্মাণ কাজ শুরু হয় ১৯৯৪ সালে । বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর , সোনার আয়না – সহ এই টেলিস্কোপটি ২০২১ সালের ২৫ ডিসেম্বর থেকে তার কাজ শুরু করে । গত ১২ জুলাই সে তার প্রথম ছবি প্রকাশ করে , যা মহাকাশে তোলা সবচেয়ে দূরবর্তী ছবি ছিল । এই টেলিস্কোপটি মহাকাশ গঠনের সঙ্গে সম্পর্কিত গোপনীয়তা জানার জন্য ডিজাইন করা হয়েছে । ১৯৮৯ সালে বৃহস্পতিতে গ্যালিলিও নামে মহাকাশযান পাঠিয়েছিল নাসা । ২০০৩ সালে গ্যালিলিও ধ্বংস হয়ে যাওয়ার পরে নাসা তার জায়গায় জুনো নামে এক মহাকাশযানকে পাঠায় বৃহস্পতি গ্রহের খবরাখবর সংগ্রহ করতে । জুনো এখনও মহাকাশে তার কাজ চালিয়ে যাচ্ছে । মহাকাশবিজ্ঞানীরা বলছেন , সাড়ে তিনশো বছর ধরে তুমুল ঝড় বয়ে চলেছে বৃহস্পতির পৃষ্ঠে । বিশাল একটা এলাকা জুড়ে ওই ঝড় চলছে । এমন প্রলয়ঙ্কর , এত দীর্ঘমেয়াদী ঝড় এখনও পর্যন্ত এই সৌরমণ্ডলের আর কোনও গ্রহে দেখা যায়নি । এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসানো টেলিস্কোপে আলোকজ্জ্বল বৃহস্পতির অসাধারণ দৃশ্য প্রতিভাত হয়েছিল । যেন রাতের আকাশে বৃহস্পতির ওপর ‘ জলসাঘর ‘ – এর লক্ষ লক্ষ আলোকবাতির ঝলক ! তাই নিয়ে শোরগোল পড়ে যায় বিজ্ঞানীমহলে । বিজ্ঞানীরা জানিয়েছিলেন , বিশাল কোনও একটি মহাজাগতিক বস্তু এসে আছড়ে পড়েছে বৃহস্পতির ওপর । তার ফলে বৃহস্পতিতে হয়েছে ভয়ঙ্কর বিস্ফোরণ। তা কোনও বিশাল গ্রহাণু হতে পারে । হতে পারে কোনও বিশাল ধূমকেতু। এমনকী তা হতে পারে অন্য কোনও অচেনা , অজানা মহাজাগতিক বস্তু । বিজ্ঞানীরা বলেন , বৃহস্পতি সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহ আর তার অভিকর্ষ বল খুব জোরালো বলে জন্মের পর থেকেই মহাজাগতিক বস্তুর হামলা , ঝড় – ঝাপ্টা সামলে থাকলে আসছে । বৃহস্পতি না পৃথিবীতে প্রাণকে বেশি দিন টিকিয়ে রাখা যেত না।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

4 mins ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

27 mins ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

57 mins ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago