Categories: বিজ্ঞান

বৃহস্পতি থেকে ঠিকরে আসছে মেরুপ্রভা

এই খবর শেয়ার করুন (Share this news)

নাসার জেমস ওয়েব টেলিস্কোপে ধরা পড়া মহাজাগতিক দৃশ্যে বার বার মুগ্ধ হয়েছে মহাকাশপ্রেমী মানুষ । সম্প্রতি নাসা প্রকাশ করেছে জেমস ওয়েব টেলিস্কোপে ধরা পড়া সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহ বৃহস্পতির অন্দরের অপরূপ দৃশ্য । গুরুগ্রহ থেকে ঠিকরে বেরিয়ে আসছে মেরুপ্রভা , উজ্জ্বল লাল আলো । জেমস ওয়েব টেলিস্কোপে বৃহস্পতির যে ছবি ধরা পড়েছে তাতে স্পষ্ট , সৌরজগতের বৃহত্তম গ্রহকে ঘিরে রয়েছে উজ্জ্বল আলোর রিং । নীল – সবুজ – কমলা রঙের মেরুপ্রভা ঠিকরে বেরিয়ে আসছে সেখান থেকে । আসলে বৃহস্পতির এমন অনিন্দ্য সুন্দর দৃশ্য জেমস ওয়েব টেলিস্কোপে ধরা পড়েছে । গত ২৭ জুলাই । সেই ছবি সোমবার সামনে এনেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা । ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমেরিটা এবং জ্যোতির্বিজ্ঞানী ইমকে ডি প্যাটার বলেছেন , ‘ আমরা সত্যিই এটি এতটা ভাল হবে বলে আশা করিনি । ” বিজ্ঞানী প্যাটার বলেন , ‘ এই ছবিতে বৃহস্পতির মেরুতে অরোরা ( পোলার লাইট তথা মেরুপ্রভা ) দেখা যাচ্ছে । এছাড়া নাসার প্রকাশিত ছবিতে বৃহস্পতির ক্ষীণ বলয়ও দেখা যাচ্ছে । বৃহস্পতির গ্রেট রেড স্পটও ছবিতে দৃশ্যমান । এটি একটি ঝড় । যে ঝড়ের আয়তন পৃথিবীর আকারের চেয়েও বড় । ছবিতে অবশ্য লাল রঙের এই ঝড়কে সাদা দেখা যাচ্ছে । অনেক উজ্জ্বল সাদা দাগ এবং রেখা বৃহস্পতি গ্রহে দৃশ্যমান যা উচ্চ উচ্চতার মেঘ হতে পারে বলে বিজ্ঞানীদের বক্তব্য । জেমস ওয়েব টেলিস্কোপ এমন সব আলো দেখতে পায় যা খালি চোখে দূরের কথা , অন্য টেলিস্কোপেও দেখা যায় না । এই দূরবীক্ষণের ছবি দেখে বোঝা যাচ্ছে বৃহস্পতির মেরু আলো থেকে নির্গত আলো ফাঁকা জায়গায় ছড়িয়ে পড়ছে । টেলিস্কোপ বৃহস্পতির চারপাশে একটি বলয়ও পর্যবেক্ষণ করেছে , যা ওই গ্রহের তুলনায় প্রায় ১০ লক্ষ গুণ কম উজ্জ্বল । এই ছবিতে বৃহস্পতির দুটি চাঁদও পরিদৃশ্যমান । নাসার জেমস ওয়েব টেলিস্কোপই বিস্ময়ের অপর নাম । অনেক দিন ধরে নানা ধরনের বিস্ময়কর কাজ চালিয়ে যাচ্ছে ওই যন্ত্র । যারা এটা বানিয়েছেন তারাও হয়তো ভাবতে পারেনি যে তারা কী চমৎকার জিনিস তৈরি করেছেন । দুরবীক্ষণ যন্ত্রটি মহাকাশে দুরের ছবি তুলে সবাইকে চমকে দিয়েছে । কিন্তু আমাদের নিজস্ব সৌরজগতের বৃহস্পতি গ্রহের ভিতরের উজ্জ্বল যে ছবি সে তুলেছে তা আরও বিস্ময়কর । এর আগেও জেমস ওয়েব জুলাই মাসে বৃহস্পতি গ্রহের যে ছবি তুলেছিল তা সাদা কালোয় প্রকাশ করা হয়েছিল । কিন্তু এবার বিজ্ঞানীরা জেমস ওয়েবের তোলা বৃহস্পতির রঙিন ছবি প্রকাশ করেছেন। নাসা সূত্রে বলা হয়েছে , বৃহস্পতি জেমস ওয়েব টেলিস্কোপের একমাত্র লক্ষ্য নয় । মহাবিশ্বের অদৃশ্য আলো দেখতে এই টেলিস্কোপ ব্যবহার করা হচ্ছে । এই টেলিস্কোপের নির্মাণ কাজ শুরু হয় ১৯৯৪ সালে । বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর , সোনার আয়না – সহ এই টেলিস্কোপটি ২০২১ সালের ২৫ ডিসেম্বর থেকে তার কাজ শুরু করে । গত ১২ জুলাই সে তার প্রথম ছবি প্রকাশ করে , যা মহাকাশে তোলা সবচেয়ে দূরবর্তী ছবি ছিল । এই টেলিস্কোপটি মহাকাশ গঠনের সঙ্গে সম্পর্কিত গোপনীয়তা জানার জন্য ডিজাইন করা হয়েছে । ১৯৮৯ সালে বৃহস্পতিতে গ্যালিলিও নামে মহাকাশযান পাঠিয়েছিল নাসা । ২০০৩ সালে গ্যালিলিও ধ্বংস হয়ে যাওয়ার পরে নাসা তার জায়গায় জুনো নামে এক মহাকাশযানকে পাঠায় বৃহস্পতি গ্রহের খবরাখবর সংগ্রহ করতে । জুনো এখনও মহাকাশে তার কাজ চালিয়ে যাচ্ছে । মহাকাশবিজ্ঞানীরা বলছেন , সাড়ে তিনশো বছর ধরে তুমুল ঝড় বয়ে চলেছে বৃহস্পতির পৃষ্ঠে । বিশাল একটা এলাকা জুড়ে ওই ঝড় চলছে । এমন প্রলয়ঙ্কর , এত দীর্ঘমেয়াদী ঝড় এখনও পর্যন্ত এই সৌরমণ্ডলের আর কোনও গ্রহে দেখা যায়নি । এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসানো টেলিস্কোপে আলোকজ্জ্বল বৃহস্পতির অসাধারণ দৃশ্য প্রতিভাত হয়েছিল । যেন রাতের আকাশে বৃহস্পতির ওপর ‘ জলসাঘর ‘ – এর লক্ষ লক্ষ আলোকবাতির ঝলক ! তাই নিয়ে শোরগোল পড়ে যায় বিজ্ঞানীমহলে । বিজ্ঞানীরা জানিয়েছিলেন , বিশাল কোনও একটি মহাজাগতিক বস্তু এসে আছড়ে পড়েছে বৃহস্পতির ওপর । তার ফলে বৃহস্পতিতে হয়েছে ভয়ঙ্কর বিস্ফোরণ। তা কোনও বিশাল গ্রহাণু হতে পারে । হতে পারে কোনও বিশাল ধূমকেতু। এমনকী তা হতে পারে অন্য কোনও অচেনা , অজানা মহাজাগতিক বস্তু । বিজ্ঞানীরা বলেন , বৃহস্পতি সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহ আর তার অভিকর্ষ বল খুব জোরালো বলে জন্মের পর থেকেই মহাজাগতিক বস্তুর হামলা , ঝড় – ঝাপ্টা সামলে থাকলে আসছে । বৃহস্পতি না পৃথিবীতে প্রাণকে বেশি দিন টিকিয়ে রাখা যেত না।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

14 hours ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

14 hours ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

14 hours ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

14 hours ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

2 days ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

2 days ago