এই খবর শেয়ার করুন (Share this news)

বেসুরো প্রভাকর।প্রভাকর আর কেউ নন,দেশের অর্থমন্ত্রী নির্মলা ‘সীতারামনের স্বামী।তিনি এবার নির্বাচনি বন্ড নিয়ে দেশের শাসকের পতন চাইলেন।একটি টিভি সাক্ষাতকারে নির্মলার স্বামী পারাকালা প্রভাকর নির্বাচনি বন্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। যার জেরে বিজেপির অস্বস্তি বাড়বে বৈ কমবে না।


সুপ্রিম কোর্ট নির্বাচনি বন্ড নিয়ে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে।এরপরই দিনদিনই নতুন নতুন তথ্য সামনে আসছে।নির্বাচনি বন্ড চালু হয়েছে ২০১৭-১৮ সাল থেকে। বিজেপি জমানায়।নির্বাচনি বন্ড থেকে সব থেকে বেশি আয় হয়েছে কেন্দ্রের শাসক বিজেপির।এছাড়াও,কংগ্রেস সহ অন্যান্য আঞ্চলিক দলগুলির নির্বাচনি বন্ড থেকে আয় হয়েছে।সুপ্রিম কোর্টের নির্দেশে এসবিআই নির্বাচন কমিশনে যে তথ্য জমা দিয়েছে তাতে নিত্যদিনই নতুন তথ্য সামনে আসছে।
দেখা গেছে,বহু কোম্পানির লাভের অংক সামান্য,কিন্তু নির্বাচনি বন্ড কিনেছে বহু কোটি টাকার এবং সেই অর্থের সিংহভাগ গেছে শাসক বিজেপির ঘরে।এখানেই সবাই ঘোটালার গন্ধ পাচ্ছে। অনেক কোম্পানি রয়েছে যারা বন্ড কিনেছে দেখা গেছে তাদের ঘরে আগেরদিন সিবিআই হানা দিয়েছে,ইডি হানা দিয়েছে,পরেরদিন তারা প্রণামী দিয়েছে শাসককে। নির্বাচনি বন্ডকে তাই বিরোধীরা বড়সড় আর্থিক ঘোটালা বলে মনে করে। যদিও প্রণামী প্রায় সব ছোটবড় দলই পেয়েছে।কিন্তু প্রায় পঞ্চাশ শতাংশের মতো গেছে শাসকের ঘরে।সুপ্রিম কোর্ট হাটে হাঁড়ি ভেঙে না দিলে সাধারণ মানুষ জানতেই পারতো না।নির্বাচনি বন্ড আসলে কী?এটা কি খায় না মাথায় দেয়।এই অবস্থায় নির্বাচনি বন্ড নিয়ে আশ্চর্যজনকভাবে অনেকেই চুপ।প্রধান বিরোধী দল কংগ্রেস এ নিয়ে কেন্দ্রের শাসক বিজেপিকে লাগাতার আক্রমণ করে চলেছে। অনেক দলই এ নিয়ে একবারেই চুপ।


এবারে এ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দেশের অন্যতম রাজনৈতিক আর্থিক বিশেষজ্ঞ পারাকালা প্রভাকর।তিনি এক সময় অন্ধ্রপ্রদেশে বিজেপির মুখপাত্র ছিলেন।পরবর্তীতে প্রজারাজ্যম পার্টিতেও যোগ দেন প্রভাকর।অন্ধ্রপ্রদেশ সরকারের উপদেষ্টা পদেও কাজ করেছেন প্রভাকর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী প্রভাকর এর আগেও বেশ কয়েকবার আর্থিক অবস্থা নিয়ে সরকারকে বেকায়দায় ফেলেছিলেন তার মন্তব্য নিয়ে।এবার নির্বাচনি বন্ড নিয়ে একেবারে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেছেন তিনি কেন্দ্রের শাসককে।তার মতে,নির্বাচনি বন্ড সম্পর্কে মানুষ এখন অনেক কিছুই আস্তে আস্তে জানতে পারছে। সেক্ষেত্রে তার মত হচ্ছে নির্বাচনি বন্ড এখন তাই শুধু দেশের সবচেয়ে বড় ঘোটালা নয়।বিশ্বের সবচাইতে বড় ঘোটালা।


শ্রীপ্রভাকর কেন্দ্রকে নিশানাকরে বলেছেন, নির্বাচনি বন্ড আসন্ন নির্বাচনে বিরাট ইস্যু হতে যাচ্ছে।মানুষ আগে অনেক কিছুই জানতো না।এখন তারা নির্বাচনি বন্ডের খুঁটিনাটি অনেক কিছুই জানতে পারছেন।
তার মতে,নির্বাচনি বন্ড ইস্যু এখন কেবলমাত্র বিজেপি এবং কিছু রাজনৈতিক দলের বিষয় নয়।কিংবা বিজেপি বা বিজেপি বিরোধী জোটের আগের কোনও নির্বাচনি ইস্যু নয়।প্রভাকর বলতে চেয়েছেন, নির্বাচনি বন্ডের ঘোটালা মানুষের সামনে এসেছে।তাই এবার বিজেপির সাথে নির্বাচনে এই ইস্যুতে মানুষের লড়াই হবে।নির্বাচনে তাই বিজেপিকে সমুচিত শিক্ষা দেবে দেশের মানুষ।তিনি আরও বলেছেন, বিষয়টি বিজেপি এবং বিজেপি সরকারের হাত থেকে বেরিয়ে গেছে।এমনটাই মনে করেন প্রভাকর।প্রভাকরের এহেন মন্তব্যে স্বভাবতই অস্বস্তিতে পড়েছে বিজেপি।নির্মলা সীতারামনের স্বামী বিশিষ্ট অর্থনীতিবিদ পি প্রভাকর এর আগেও মোদি সরকারের সমালোচনা করে বিজেপিকে বিব্রত করেছেন।এবার নির্বাচনি বন্ড নিয়ে তার এই উপলব্ধি বিজেপিকে কতখানি বিপদে ফেলে তাই দেখার।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

ফ্রি-ফ্রি-ফ্রি!

দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…

2 hours ago

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 day ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 day ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

1 day ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

1 day ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago