বেহাল সড়ক সংস্কারের দাবিতে অবরোধ!!

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। বেহাল সড়ক সংস্কারের দাবীতে “ভারত মাতা জয়” স্লোগান তোলে অবশেষে রাস্তা অবরোধে সামিল হল শাসক দলের শ্রমিক সংগঠন বিএমএস কর্মীরা। সোমবার সপ্তাহ শুরুর প্রথম দিনেই অমরপুর টাউন রাংকাং-এ অমরপুর-নুতন বাজার সড়ক অবরোধে সামিল হয় বিএমএস কর্মীরা। অমরপুরের অধিকাংশ রাস্তাই খানাখন্দে পরিনত হয়ে আছে দীর্ঘদিন। সংস্কারের উদ্যোগ নেই পূর্ত দপ্তরের কর্মকর্তাদের। পি এম জি এস ওয়াই, এন এইচ আই ডি সি এল,পুর্তদপ্তর একে অপরের উপর ব্যার্থতার দায় চাপিয়ে চুয়ান্ন মাস কাটিয়ে দিয়েছে।

খানাখন্দ,গর্তে ভড়া রাস্তায় যাতায়াত করতে গিয়ে নিত্যদিনই যাত্রীরা যেমন দুর্ভোগের শিকার হচ্ছেন, তেমনি যানবাহনের মেরামতির খরচ মেটাতে গিয়ে আর্থিক ক্ষতিগ্রস্থ হচ্ছেন যানবাহন চালকরা। শেষ পর্যন্ত ঘরে ঘরে সুশাসন সরকারের মুখে চুনকালি মেখে ভারতমাতার  জয়ধ্বনি তুলে সড়ক অবরোধে সামিল হয় শাসক দলেরই শ্রমিক সংগঠন। সোমবার সকাল থেকে অমরপুর-নুতনবাজারে সড়ক অবরোধ চলতে থাকলেও প্রশাসনের কোন আধিকারিককে অবরোধস্থলে দেখা যায়নি। আচমকাই সড়ক অবরোধ শুরু হওয়ায় অবরোধ স্থলের দুইদিকে অসংখ্য যানবাহন আটকা পরে যায়।

অফিস যাত্রী সরকারী কর্মচারী সহ নিত্যযাত্রীদের দুর্ভোগ চরমে উঠে। প্রশাসনের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে। দীর্ঘক্ষণ যাবত অবরোধ চলাকালীন সময়েই ওই সড়ক পথেই করবুক যাওয়ার পথে আটকা পরেন খোদ গোমতী জেলার জেলাশাসক। জেলাশাসক অবরোধকারী বিএমএস সমর্থিত যান শ্রমিকদের সাথে কথা বলেন। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ত দপ্তরের সাথে কথা বলে অমরপুরের ভেঙ্গে পরা সড়ক ও গ্রামীণ রাস্তা গুলির দ্রুত সাড়াইয়ের উদ্যোগ নেওয়ার আশ্বাস পেয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় বিএমএস সমর্থিত যান শ্রমিকরা।

Dainik Digital

Recent Posts

বিভৎস ট্রেন দুর্ঘটনা, ছিটকে গেল চলন্ত তিনটি মালগাড়ির কামরা!!

অনলাইন প্রতিনিধি :-ফের লাইনচ্যুত ট্রেন। ছিটকে গেছে তিনটি কামড়া। ঘটনাটি ঘটেছে ওড়িশার তিতলাগড় স্টেশনের কাছে।…

12 hours ago

চিনে আবার নতুন করে কোভিড নাইটিন!!

অনলাইন প্রতিনিধি :-প্রথম সংক্রমণের ৫ বছরের রেষ কাটতে না কাটতেই নতুন করে চিনে খোঁজ মিলেছে…

17 hours ago

দিল্লিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ!!

অনলাইন প্রতিনিধি :-গত ৫ আগস্ট হাসিনা জামানার পতনের পর বাংলাদেশ-ভারতের সম্পর্কে ফাটল দেখা দেয়। তবে…

17 hours ago

মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথির মুখ নরেন্দ্র মোদী!!

শুক্রবার মরিশাসের সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন আসন্ন ন্যাশনাল ডে বা জাতীয় দিবসের উদযাপনে প্রধান অতিথি…

19 hours ago

ধন্যবাদার্হ!!

কোনও চাওয়া যখন পথের থেকে বেশি সংখ্যায় পথবন্ধক তৈরি করে, তাকে পরিত্যাগ করাই বিধেয়। কারণ…

19 hours ago

নয়া জঙ্গি তৎপরতার উপর নজর রাখছে পুলিশ :ডিজিপি!!

অনলাইন প্রতিনিধি:- নারী নির্যাতন কিংবা মহিলা সংক্রান্ত অপরাধের সংখ্যা রাজ্যে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। পাশাপাশি…

21 hours ago