দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। বেহাল সড়ক সংস্কারের দাবীতে “ভারত মাতা জয়” স্লোগান তোলে অবশেষে রাস্তা অবরোধে সামিল হল শাসক দলের শ্রমিক সংগঠন বিএমএস কর্মীরা। সোমবার সপ্তাহ শুরুর প্রথম দিনেই অমরপুর টাউন রাংকাং-এ অমরপুর-নুতন বাজার সড়ক অবরোধে সামিল হয় বিএমএস কর্মীরা। অমরপুরের অধিকাংশ রাস্তাই খানাখন্দে পরিনত হয়ে আছে দীর্ঘদিন। সংস্কারের উদ্যোগ নেই পূর্ত দপ্তরের কর্মকর্তাদের। পি এম জি এস ওয়াই, এন এইচ আই ডি সি এল,পুর্তদপ্তর একে অপরের উপর ব্যার্থতার দায় চাপিয়ে চুয়ান্ন মাস কাটিয়ে দিয়েছে।
খানাখন্দ,গর্তে ভড়া রাস্তায় যাতায়াত করতে গিয়ে নিত্যদিনই যাত্রীরা যেমন দুর্ভোগের শিকার হচ্ছেন, তেমনি যানবাহনের মেরামতির খরচ মেটাতে গিয়ে আর্থিক ক্ষতিগ্রস্থ হচ্ছেন যানবাহন চালকরা। শেষ পর্যন্ত ঘরে ঘরে সুশাসন সরকারের মুখে চুনকালি মেখে ভারতমাতার জয়ধ্বনি তুলে সড়ক অবরোধে সামিল হয় শাসক দলেরই শ্রমিক সংগঠন। সোমবার সকাল থেকে অমরপুর-নুতনবাজারে সড়ক অবরোধ চলতে থাকলেও প্রশাসনের কোন আধিকারিককে অবরোধস্থলে দেখা যায়নি। আচমকাই সড়ক অবরোধ শুরু হওয়ায় অবরোধ স্থলের দুইদিকে অসংখ্য যানবাহন আটকা পরে যায়।
অফিস যাত্রী সরকারী কর্মচারী সহ নিত্যযাত্রীদের দুর্ভোগ চরমে উঠে। প্রশাসনের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠতে শুরু করে। দীর্ঘক্ষণ যাবত অবরোধ চলাকালীন সময়েই ওই সড়ক পথেই করবুক যাওয়ার পথে আটকা পরেন খোদ গোমতী জেলার জেলাশাসক। জেলাশাসক অবরোধকারী বিএমএস সমর্থিত যান শ্রমিকদের সাথে কথা বলেন। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ত দপ্তরের সাথে কথা বলে অমরপুরের ভেঙ্গে পরা সড়ক ও গ্রামীণ রাস্তা গুলির দ্রুত সাড়াইয়ের উদ্যোগ নেওয়ার আশ্বাস পেয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় বিএমএস সমর্থিত যান শ্রমিকরা।
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…
অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে নতুন নিয়োগনীতি চালু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে রাজ্য সরকারের…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকার ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় প্রকল্পের সস্তায় ভালো গুণমানসম্পন্ন জনঔষধি তথা জেনারিক মেডিসিন…
অনলাইন প্রতিনিধি :-শান্তিরবাজারে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো জগন্নাথপাড়া প্লে সেন্টার টিম। রবিবার বাইখোড়া ইংলিশ…
অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২১.৮৭৮ কোটি…
অনলাইন প্রতিনিধি :-বিগত ছয় মাসে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চকে ২২টি মামলা হস্তান্তর করা হয়েছে।২০২৪ সালের…