অনলাইন প্রতিনিধি :-ভারতবর্ষ বহু ভাষাভাষীর দেশ। বহু সংস্কৃতির দেশ হলেও আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়। এটাই আমাদের সবথেকে বড় পরিচয়। সোমবার রবীন্দ্রভবনে আয়োজিত প্রথম রাজ্যভিত্তিক ভারতীয় ভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে এই কথাগুলি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। প্রখ্যাত তামিল কবি সুব্রামনিয়াম ভারতীর জন্মদিবসকে এ বছর থেকে প্রতি বছর ১১ ডিসেম্বর ভারতীয় ভাষা দিবস হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সিদ্ধান্ত মোতাবেক সোমবার শিক্ষা দপ্তরের উদ্যোগে সারা দেশের সাথে রাজ্যেও ভারতীয় ভাষা দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা আরও বলেন, সুব্রামনিয়াম ভারতী শুধু কবি ছিলেন না। তিনি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও স্বাধীনতা সংগ্রামী।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের নির্দেশ অনুসারে দেশের বিভিন্ন রাজ্যগুলিতেও আজ ভারতীয় ভাষা দিবস পালন করা হচ্ছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন রাজ্যের জনগণের মধ্যে ভাষাগত, সংস্কৃতিগত নানা পার্থক্য থাকলেও আমাদের একটাই পরিচয় হল আমরা ভারতীয়। এক ভারত শ্রেষ্ঠ ভারত সংস্কৃতিগত ঐক্যের পাশাপাশি ভাষাগত ঐক্যের মাধ্যমেও গঠন করা সম্ভব হবে। দেশের প্রধানমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত ‘হর ঘর তিরঙ্গা’, ‘মেরি মাটি মেরা দেশ’ ইত্যাদি কর্মসূচির মাধ্যমেও দেশবাসীর মধ্যে একাত্মবোধের ভাবনা জাগ্রত হয়েছে। এই ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব, আমাদের সকলকেই নিতে হবে। তবেই আমাদের দেশ আরও সমৃদ্ধ হবে। অনুষ্ঠানে শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার বলেন, এ বছরের ভারতীয় ভাষা দিবসের ভাবনা হল ‘ভাষা অনেক ভাব এক’। ভারতীয় ভাষা দিবস উদযাপনের অঙ্গ হিসাবে গত আটাশ সেপ্টেম্বর দেশব্যাপী বিভিন্ন বিদ্যালয়, মহাবিদ্যালয় সহ নানা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
রাজ্যেও ভারতীয় ভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা ও রাজ্যস্তরীয় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে অনলাইন প্রবন্ধ প্রতিযোগিতা, টক শো, পুস্তিকা প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। আজ ভারতীয় ভাষা দিবস উদ্যাপনের মাধ্যমে ৭৫ দিনব্যাপী এই কর্মসূচির সমাপ্তি হচ্ছে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা। অনুষ্ঠানমঞ্চে রাজ্যভিত্তিক অনলাইন প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কারস্বরূপ ট্রফি ও শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী সহ অনুষ্ঠানের অন্য অতিথিগণ। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক ভাবনার উপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।
দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…