অনলাইন প্রতিনিধি :-শেষ মুহূর্তে কোনও অদল বদল না হলে পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত লোকসভা আসনে পদ্ম প্রতীকে লড়াই করবেন প্রদ্যোত কিশোর দেববর্মণের বড় বোন কৃতি সিং দেববর্মণ। ইতিমধ্যে বোন কৃতি সিংকে নিয়ে ভোটের প্রচার শুরু করে দিয়েছেন প্রদ্যোত কিশোর।
গত দু দিন ধরে বোন কৃতি সিং-কে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছেন প্রদ্যোত। বিভিন্ন মহলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন।এরই অঙ্গ হিসাবে সোমবার রাজধানীর ভোলাগিরিস্থিত মানিক্য এনক্লেভে জনজাতিদের বিভিন্ন গোষ্ঠীর সমাজপতিদের নিয়ে একটি বৈঠক করেছেন প্রদ্যোত কিশোর।
সেখানে তিপ্রা মথার অন্যান্য নেতা-নেত্রীদের সাথে উপস্থিত ছিলেন দুই বোন কৃতি এবং প্রজ্ঞা।
বৈঠকে কেন্দ্রীয় সরকারের সাথে সম্প্রতি যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে, সেই চুক্তির বিষয়বস্তু সমাজপতিদের সামনে তুলে ধরেন প্রদ্যোত কিশোর।চুক্তিতে কী রয়েছে, কীভাবে সেই চুক্তি বাস্তবায়ন করা হবে ইত্যাদি বিষয়ে জনজাতি সমাজপতিদের অবহিত করেন।মোদ্দা কথা, তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিপ্রাসাদের এবং সেই প্রতিশ্রুতি মোতাবেক তিনি কাজ করেছেন।মূলত সেটাই বোঝানোর জন্য সোমবার জনজাতি বিভিন্ন গোষ্ঠীর সমাজপতিদের আমন্ত্রণ জানিয়েছেন।সেই আলোচনা সভায় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সম্ভাব্য বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মণও বক্তব্য রেখেছেন। শুধু তাই নয়, বক্তব্য রাখার ক্ষেত্রে তিনি যে অনেকটাই
সাবলীল,সেটাই বোঝা গেছে এ দিনের আলোচনা সভায়। অনেকের মতে,জনজাতি বিভিন্ন গোষ্ঠীর সমাজপতিদের মন জয় করার জন্যই প্রদ্যোতের এই প্রয়াস।যদিও এই ত্রিপাক্ষিক চুক্তি এবং মথার দুই বিধায়কের বিজেপি মন্ত্রিসভায় যোগদান ইত্যাদি নিয়ে পাহাড়ে গত বেশকিছু দিন ধরেই ক্ষোভ-বিক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে।এমনকী প্রদ্যোত কিশোরের কুশপুত্তলিকা পোড়াতেও দেখা গেছে।সামাজিক মাধ্যমেও সমালোচনার ঝড় লক্ষ্য করা যাচ্ছে।খবর নিয়ে জানা গেছে,প্রদ্যোত কিশোরের বড় বোন কৃতি সিং দেববর্মণ অবিভক্ত মধ্যপ্রদেশ বর্তমানে ছত্তিশগড়ের কাওয়ার্ধা
রাজ পরিবারের গৃহবধূ।তার স্বামীর নাম যোগেশ্বর রাজ সিং।প্রয়াত বিশ্বরাজ প্রতাপ সিং-এর পুত্রবধূ।
যোগেশ্বর রাজ সিং অবিভক্ত মধ্যপ্রদেশের বিধানসভায় ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত কংগ্রেসের বিধায়ক ছিলেন। পরবর্তীকালে বর্তমানে ছত্তিশগড় বিধানসভাতেও তিনি ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত বিধায়ক ছিলেন।
কিন্তু ২০১৩ সালে যোগেশ্বর রাজ সিং কংগ্রেস দলের সদস্যপদ থেকে পদত্যাগ করেন। ২০০৩ সালের ১৯ ফেব্রুয়ারী যোগেশ্বর রাজ সিং-এর সাথে বিবাহ হয় কৃতি’র।রাজ পরিবার এবং রাজনৈতিক পরিবারের এই গৃহবধূ এবার ত্রিপুরা রাজনীতির ময়দানে অবতীর্ণ হচ্ছেন।এদিকে, সোমবার সমাজপতিদের সাথে আলোচনা সেরেই দিল্লী উড়ে যান প্রদ্যোত কিশোর।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…