নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!
বোবা দমকলের টেলিফোন!!
দৈনিক সংবাদ অনলাইন।। তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের জরুরী কালীন টেলিফোন পরিষেবা স্তব্ধ।এই ঘটনা এক-দু’দিনের নয়। গত মে মাসের ২৮ তারিখ থেকে বোবা হয়ে আছে তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের জরুরিকালীন ল্যান্ড ফোন। ফলে জরুরি প্রয়োজনে সাধারণ মানুষ স্হানীয় দমকলের সাথে যোগাযোগ করতে পারছে না। অগ্নিকান্ড বা অন্য কোনও জরুরি প্রয়োজনে দমকলের কর্মীরাও সময় মতো খবর পাচ্ছে না।
বিভিন্ন মাধ্যম থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাতেই অনেক বিলম্ব হয়ে যাচ্ছে। এতে ক্ষোভের মুখে পড়তে হচ্ছে দমকল কর্মীদের। এমনটাই জানিয়েছেন, তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের দায়িত্বে থাকা সাব-অফিসার শান্তি কুমার দেববর্মা। এই ব্যপারে দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে বিএসএনএল এর সাথে যোগাযোগ করেও সমস্যার সুরাহা হয়নি। বাধ্য হয়ে একটি মোবাইল নম্বর দিয়ে কাজ চালানো হচ্ছে। তাও এই নম্বর কারোর জানা নেই। নম্বরটি হলো ৬০৩৩২৩১২১৪। স্থানীয় দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তেলিয়ামুড়া বাসীর প্রতি আহ্বান জানান, বিপদ কালীন সময়ে ওই মোবাইল ফোন নম্বরে ফোন করার জন্য। জনমনে প্রশ্ন, এটাই কি তাহলে ডাবল ইঞ্জিনের পরিষেবা?