দৈনিক সংবাদ অনলাইন।। তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের জরুরী কালীন টেলিফোন পরিষেবা স্তব্ধ।এই ঘটনা এক-দু’দিনের নয়। গত মে মাসের ২৮ তারিখ থেকে বোবা হয়ে আছে তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের জরুরিকালীন ল্যান্ড ফোন। ফলে জরুরি প্রয়োজনে সাধারণ মানুষ স্হানীয় দমকলের সাথে যোগাযোগ করতে পারছে না। অগ্নিকান্ড বা অন্য কোনও জরুরি প্রয়োজনে দমকলের কর্মীরাও সময় মতো খবর পাচ্ছে না।
বিভিন্ন মাধ্যম থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাতেই অনেক বিলম্ব হয়ে যাচ্ছে। এতে ক্ষোভের মুখে পড়তে হচ্ছে দমকল কর্মীদের। এমনটাই জানিয়েছেন, তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের দায়িত্বে থাকা সাব-অফিসার শান্তি কুমার দেববর্মা। এই ব্যপারে দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে বিএসএনএল এর সাথে যোগাযোগ করেও সমস্যার সুরাহা হয়নি। বাধ্য হয়ে একটি মোবাইল নম্বর দিয়ে কাজ চালানো হচ্ছে। তাও এই নম্বর কারোর জানা নেই। নম্বরটি হলো ৬০৩৩২৩১২১৪। স্থানীয় দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তেলিয়ামুড়া বাসীর প্রতি আহ্বান জানান, বিপদ কালীন সময়ে ওই মোবাইল ফোন নম্বরে ফোন করার জন্য। জনমনে প্রশ্ন, এটাই কি তাহলে ডাবল ইঞ্জিনের পরিষেবা?
অনলাইন প্রতিনিধি :-বুধবার সকালে অবুঝমাঢ়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে কমপক্ষে ২৭ জন মাওবাদীর মৃত্যু হয়েছে…
অনলাইন প্রতিনিধি :-বালুচিস্তানে স্কুল বাসে আত্মঘাতী বোমা হামলা ৷ ঘটনায় মৃত্যু হয়েছে চার শিশুর ৷…
অনলাইন প্রতিনিধি :- কলকাতার আকাশে একঝাঁক রহস্যময় ড্রোন। ঘটনাটি ঘটে সোমবার। অন্তত আট থেকে দশটি…
অনলাইন প্রতিনিধি :-টানা বৃষ্টির কারণে ধ্বস নামে উত্তর সিকিমে ।এর জেরে বন্ধ লাচেন এবং লাচুংয়ের…
অনলাইন প্রতিনিধি :-পুষ্পবন্ত প্যালেসে পাঁচতারা হোটেল নির্মাণ নিয়ে বহু জল্পনা হয়েছে। মুখ্যমন্ত্রী অবশ্য বলেছিলেন, হোটেল…
অনলাইন প্রতিনিধি :-নাশকতার চেষ্টা। উত্তরপ্রদেশে অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস এবং কাঠগোদাম এক্সপ্রেস। সোমবার…