নয়ডার ছাত্রী নিবাসে ভয়াবহ আগুন, প্রান রক্ষায় ঝাপ একের পর এক ছাত্রীর!!
ব্যাঙ্ক থেকে ফিক্সড ডিপোজিটের ১৮ লক্ষ টাকা উধাও, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি :- উদয়পুর শহরের গিরিধারী পল্লীর অবসরপ্রাপ্ত শিক্ষিকা সুনীতি দত্ত সেনের ব্যাঙ্ক থেকে আঠারো লক্ষ টাকা উধাও। জানা যায়, উদয়পুর পুরাতন মোটরস্ট্যাণ্ডে এইচডিএফসি ব্যাঙ্কে অবসরপ্রাপ্ত শিক্ষিকা এগারোবারে আঠারো লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করেন। গত ছয় জানুয়ারী ২০২৫ তার একটি ফিক্সড ডিপোজিট ম্যাচুরিটি হয়। সে অনুসারে তিনি সাত জানুয়ারী ব্যাঙ্কে যান। ব্যাঙ্কে গিয়ে তিনি জানতে পারেন এই ফিক্সড ডিপোজিটের টাকা আগেই তোলা হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি ম্যানেজারের সাথে কথা বলেন এবং তার বাকি ফিক্সড ডিপোজিটগুলির তলব করেন। মহিলার অভিযোগ, ব্যাঙ্কের ম্যানেজার তাকে জানায়, বাকি ফিক্সড সার্টিফিকেটগুলিও সময়ের আগে ভেঙে ফেলা হয়েছে। যদিও ওই মহিলার কাছে ফিক্সড সার্টিফিকেটগুলি অরিজিনাল এখনও রয়েছে। এ ব্যাপারে মহিলা গতকাল আরকে পুর থানায় একটি মামলা দায়ের করেন। যদিও এই ব্যাঙ্কের বিরুদ্ধে এর আগেও এ ধরনের নানা অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, আগামী সোমবার ঘটনা তদন্ত শুরু করবে আরকে পুর থানার পুলিশ। সাধারণ মানুষের অভিমত, এই ব্যাঙ্কে একটি চক্র রয়েছে যারা দীর্ঘদিন ধরেই এই কাজের সাথে জড়িত।