অনলাইন প্রতিনিধি :-ব্যাঙ্কের উপর ভরসা রেখে নিজেদের কষ্টার্জিত অর্থ নিশ্চিন্ত মনে বিভিন্ন ব্যাঙ্কে জমা রাখেন গ্রাহকেরা। কিন্তু এবার গ্রাহককেই ঘুমে রেখে তার ফিক্সড ডিপোজিট থেকে উধাও হলো এক লক্ষ টাকা বলে অভিযোগ। বৃহস্পতিবার রাজধানীর হরিগঙ্গা বসাক রোডস্থিত ইন্ডিয়ান ব্যাঙ্কের বিরুদ্ধে এমনি অভিযোগ উঠলে চাঞ্চল্য ছড়ায় ব্যাঙ্ক চত্বরে।
ঘটনার বিবরণে ব্যাঙ্ক গ্রাহক রাণীরবাজার নিবাসী অনিমা দেবনাথ জানান, আনুমানিক এক বছর আগে ২০২৩-এর ডিসেম্বর ইন্ডিয়ান ব্যাঙ্কে ১ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করেছিলেন তিনি। যার ম্যাচুরিটি হওয়ার কথা ছিল এ বছরের জানুয়ারীর ১৫ তারিখে। অভিযোগ, ম্যাচুরিটির তারিখ পেরিয়ে যাওয়ার পর বিভিন্ন সময় ব্যাঙ্কে যোগাযোেগ করলে কখনও কেওয়াইসি আপডেট, সার্ভার ডাউন সহ বিভিন্ন কারণ দেখিয়ে ঘোরানো হয় তাকে। সেসব শর্ত পূরণ করা হলেও অবশেষে বুধবার সন্ধ্যায় তাকে ফোনে জানানো হয় উধাও তার ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে রাখা সঞ্চয়। ব্যাঙ্কে রাখা ১ লক্ষ টাকা নাকি তোলা হয়ে গেছে গত বছর ২০২৪-এর জানুয়ারী এফডি জমার এক মাস পরেই। ঘটনায় কিংকর্তব্যবিমূঢ় মহিলা জানান, বৃহস্পতিবার তার এফডি সার্টিফিকেট সহ ব্যাঙ্কে যোগাযোগ করলে ব্যাঙ্ক থেকে বলা হয় তা নকল, কালার জেরক্সের মাধ্যমে বানানো হয়েছে সেটি।এছাড়াও জানানো হয় অসুস্থতার কারণ দেখিয়ে নাকি তিনি তুলে নেন ১ লক্ষ টাকা। তিনি আরও জানান, ব্যাঙ্ক থেকে টাকা তোলার রিসিপ্টেও রয়েছে তার নিজস্ব সই। কিন্তু কখন এবং কীভাবে তার স্বাক্ষর এলো ব্যাঙ্কে তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না তিনি। ঘটনার প্রেক্ষিতে থানায় জিডি এন্ট্রি সহ আদালতের এফিডেভিট ব্যাঙ্কে জমা করলেও টাকা ফেরতের ব্যাপারে তাদের কোনও ধরনের সদুত্তর দিতে পারেনি ব্যাঙ্ক। এদিকে, গোটা ঘটনা নিয়ে কোনও ধরনের বক্তব্য পাওয়া যায়নি ব্যাঙ্ক কর্তৃপক্ষ তরফে। তবে দেশের বিভিন্ন রাজ্যে সুনামের সাথে গ্রাহক পরিষেবা প্রদানকারী এমন একটি ব্যাঙ্কের বিরুদ্ধে এহেন চাঞ্চল্যকর অভিযোগে সহজেই উৎকণ্ঠা ছড়ায় ব্যাঙ্ক গ্রাহক এবং জনমনে।
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…
অনলাইন প্রতিনিধি :-২০১৮ সালে নতুন নিয়োগনীতি চালু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে রাজ্য সরকারের…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় সরকার ঢাকঢোল পিটিয়ে কেন্দ্রীয় প্রকল্পের সস্তায় ভালো গুণমানসম্পন্ন জনঔষধি তথা জেনারিক মেডিসিন…
অনলাইন প্রতিনিধি :-শান্তিরবাজারে সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হলো জগন্নাথপাড়া প্লে সেন্টার টিম। রবিবার বাইখোড়া ইংলিশ…
অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ২১.৮৭৮ কোটি…
অনলাইন প্রতিনিধি :-বিগত ছয় মাসে ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চকে ২২টি মামলা হস্তান্তর করা হয়েছে।২০২৪ সালের…