Categories: বিজ্ঞান

ব্যাটারি চালিত প্রথম বিমান উড়ল আকাশে

এই খবর শেয়ার করুন (Share this news)

পরিবেশের দূষণ আর প্রাকৃতিক শক্তির সম্পদ সংরক্ষণ করতেই সারা বিশ্বজুড়েই বিকল্প শক্তির ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে মানুষের মধ্যে।একদিকে পরিবেশ বিজ্ঞানীরা নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন পরিবেশের দূষণ রুখতে আর সচেতনতা বাড়াতে।অন্যদিকে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রকৌশলী বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে দূষণবিহীন যাত্রীবাহী যান আবিষ্কারে নিজেদের সচেষ্ট রেখেছেন।এরমধ্যেই বিজ্ঞানীরা তৈরি করে ফেলেছেন বিশ্বের প্রথম বৈদ্যুতিক যাত্রীবাহী বিমান ।মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেলের আর্লিংটন মিউনিসিপ্যাল বিমানবন্দরে ইজরায়েলি কোম্পানি ‘এভিয়েশন’এর তৈরি এই বিমানটির ইঞ্জিন পরীক্ষা শেষ হয়েছে।সম্প্রতি, এভিয়েশনের সিইও ওমের বার- ইয়োহায় জানিয়েছেন,খুব শিগগিরিই প্রথম বৈদ্যুতিক যাত্রীবাহী বিমান পূর্ণ সংখ্যক যাত্রী নিয়ে ‘অ্যালিস’ আকাশে উড়বে। বৈদ্যুতিক গাড়ি বা সেল ফোনের মতো ব্যাটারি প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই বিমান। মাত্র ৩০ মিনিটের চার্জেই ৯ জন যাত্রী নিয়ে ১ ঘণ্টায় প্রায় ৪৪০ নটিক্যাল মাইল উড়তে সক্ষম হয়েছে অ্যালিস। এই বিমানের সর্বোচ্চ গতি ২৮৭ মাইল প্রতি ঘণ্টা।২০১৯সালেই বিমাটির প্রোটোটাইপ তৈরি করে এভিয়েশন। পরে এই বিমানের শক্তি ও সক্ষমতা সম্পর্কে জানতে বিভিন্ন ধরনের পরীক্ষার পর ২০২২ সালের আগেই বৈদ্যুতিক বিমান অ্যালিসের প্রথম উড়ানের লক্ষ্য নির্ধারণ করা হয়। কিন্তু বছরের শেষের দিকে উত্তর- পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খারাপ আবহাওয়া পরিস্থিতি এসব পরীক্ষায় বাধা দেওয়ায় প্রথম ফ্লাইটের প্রস্তুতি পিছিয়ে যায়। এভিয়েশন কোম্পানি এই বিমানের ৩টি প্রোটোটাইপ সংস্করণ তৈরি করেছে।এরমধ্যে প্রথমটি ‘কমিউটার’ বা যাত্রীবাহী বিমান, দ্বিতীয়টি ‘এক্সিকিউটিভ ভার্সন’ বা নির্বাহী সংস্করণ আর তৃতীয়টি পণ্য পরিবহণের জন্য ‘কার্গো ভার্সন’। যাত্রীবাহী বিমানে ২ জন পাইলটসহ ৯ জন যাত্রীর আসন আরও ৮৫০পাউন্ড পর্যন্ত মাল রাখার জায়গা রয়েছে। সর্বোচ্চ ২৮৭ মাইল প্রতি ঘণ্টা গতিতে ১ ঘণ্টায় প্রায় ৪৪০ নটিক্যাল মাইল উড়েছে অ্যালিস।বিশেষজ্ঞদের ধারণা অদূর ভবিষ্যতে অ্যালিসের মতো সব বৈদ্যুতিক বিমান আকাশপথে অন্যতম যান হিসাবে পরিগণিত হবে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

শুরু হলো পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল এপ্রিল মাসের শেষে…

20 hours ago

টিএমসি কাণ্ড, ঋণ নিয়েছিলেন অধ্যাপিকা!তদন্ত চলছে, কাউকে ছাড়া হবে না বিধানসভায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাস করিয়ে দেবার নাম করে ডা. সোমা চৌধুরী নামে…

21 hours ago

নিজেদের অধিকার রক্ষায় বৈঠকে যাচ্ছে টিএফএর আজীবন সদস্যরা।।

অনলাইন প্রতিনিধি :-রাজ্য ফুটবলের অভিভাবক সংস্থা টিএফএর সংবিধান সংশোধন করার নামে নিজেদের অধিকার কেড়ে নেওয়ার…

22 hours ago

এডিসির ৩০২ স্কুলে ১ জন করে শিক্ষক, ছাত্র সমস্যা নিরসনে সরকার আন্তরিক, বিধানসভায় মুখ্যমন্ত্রী।।

অনলাইন প্রতিনিধি :-এডিসির ৩০২ টি স্কুলে শিক্ষক ১ রয়েছে।জাতীয় স্তরে প্রাথমিক স্কুলে ছাত্র- শিক্ষকের অনুপাত…

22 hours ago

কাজ করেনি,ফেরত গেছে ২২.৯১ কোটি টাকা,বাম আমলে অন্ধকারে ডুবে ছিল রাজ্যের পর্যটন: সুশান্ত।।

অনলাইন প্রতিনিধি :-বামফ্রন্টের টানা ২৫ বছরে রাজ্যের পর্যটন শিল্পের কোনও উন্নয়নই হয়নি। সম্পূর্ণ অন্ধকারে ডুবে…

22 hours ago

জাল ওষুধের রমরমা।

একা রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। কথাটা বোধহয় এক্ষেত্রে একেবারে যথার্থভাবে ধ্বনিত হয়।গত কয়দিন ধরেই…

23 hours ago