ব্যালটবক্স গেলো দিল্লি
দৈনিক সংবাদ অনলাইন।। ১৮ই জুলাই দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় সারাদেশের সাথে ত্রিপুরাতেও।নির্বাচন শেষে মঙ্গলবার ১৯ শে জুলাই সকালে ব্যালটবক্স কড়া নিরাপত্তার মাধ্যমে ত্রিপুরা থেকে দিল্লি পার্লামেন্ট ভবনে পাঠানো হয়। ভোট গননা হবে ২১ জুলাই। জানালেন, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্তে।