Categories: বিদেশ

ব্রিটিশ মন্ত্রীসভার শীর্ষ পদে নেই কোনও শ্বেতাঙ্গ পুরুষ

এই খবর শেয়ার করুন (Share this news)

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস মঙ্গলবার দায়িত্ব গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই মন্ত্রিসভা গঠন করেন । তার মন্ত্রিসভায় রয়েছে কিছু চমক । এই প্রথম দেশটির সরকারের গুরুত্বপূর্ণ চার পদে নেই কোনও শ্বেতাঙ্গ পুরুষ । নতুন সরকারের প্রধান ট্রাস শ্বেতাঙ্গ হলেও তিনি একজন নারী। রাণী এলিজাভেথ তৃতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে লিজ ট্রাসকে নিয়োগ দেওয়ার পরই তিনি দশ ডাউনিং স্ট্রিটে উঠছেন । এর কয়েক ঘন্টার মধ্যেই তিনি মন্ত্রিপরিষদ নতুন করে ঢেলে সাজান । এতে আছেন তার ঘনিষ্ঠ অনেকে । আবার বাদ পড়েছেন প্রভাবশালী অনেকেই । ব্রিটেনের প্রথম কৃষ্ণাঙ্গ অর্থমন্ত্রী হিসেবে কোয়াসি কোয়ার্টেংকে নিয়োগ দিয়েছেন ট্রাস । তার মা – বাবা ষাটের দশকে ঘানা থেকে যুক্তরাজ্যে এসে বসবাস শুরু করেন । পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জেমস ক্লিভারলি । তার মা সিয়েরা লিওন বংশোদ্ভূত আর বাবা একজন শ্বেতাঙ্গ । মিশ্র বর্ণের শিশু হওয়ায় তাকে নিগৃহীত হতে হয়েছিল বলে অতীতে অভিযোগ করেছেন তিনি । কৃষ্ণাঙ্গ ভোট পেতে তার দল কনজারভেটিভ পার্টির আরও কিছু করা প্রয়োজন বলেও মন্তব্য করেন ক্লিভারলি। স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে সুয়েলা ব্রাভারম্যানকে । তিনি ভারতীয় গোয়ানিজ বংশোদ্ভূত । ভারতীয় বংশোদ্ভূত প্যাটেলের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি । সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মিশেল ডোনেলান। যুক্তরাজ্যের নতুন উপপ্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন ট্রাসের কাছের বন্ধু তেরেসে কফে । সাম্প্রতিক বছরগুলোতে পার্লামেন্ট নির্বাচনে বিভিন্ন জাতিগোষ্ঠী থেকে প্রার্থী দেওয়ার উদ্যোগ নিয়েছে কনজারভেটিভ পার্টি । এরই ধারাবাহিকতায় মন্ত্রিসভায়ও ক্রমেই সেই বৈচিত্র বাড়ানো হচ্ছে । মাত্র কয়েক দশক আগেও ব্রিটেনের সরকারগুলোর অধিকাংশ সদস্যই ছিলেন শ্বেতাঙ্গ । জাতিগত সংখ্যালঘু থেকে মন্ত্রী নিয়োগ দিতে ২০০২ সাল পর্যন্ত সময় লেগেছিল দেশটির । নতুন প্রধানমন্ত্রী হিসেবে যে চাপের মুখে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন , এর পরিপ্রেক্ষিতে শুরুতেই তিনি কিছু পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন । এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জ্বালানির দাম । ট্রাস জানিয়েছেন , পারিবারিক জ্বালানি ব্যয়ের একটি সীমা নির্ধারণ করে দেওয়ার পরিকল্পনা আছে তার । ট্রাসের এ কথা গুরুত্বের সঙ্গেই দেখছেন ব্রিটিশ পর্যবেক্ষকরা । তাদের বক্তব্য , এই ঘোষণা কার্যকর হলে মূল্যস্ফীতির হার তেমন একটা আর বাড়বে না । অর্থাৎ যুক্তরাজ্যের মন্দা অতটা গভীর হবে না ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

নয় রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে ভার্চুয়াল বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গিঘাঁটি ভারতীয় সেনা গুঁড়িয়ে দেওয়ার পর একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের…

3 hours ago

বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের ডাক মোদী সরকারের!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র।২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা পরপাকিস্তানের বিরুদ্ধে…

4 hours ago

শূন্য কলস!!

শূন্য কলসি বাজে বেশি,আশৈশব এই বাক্যটি পাঠ্যে পড়ে বেড়ে উঠেছি আমরা সকলে।এখন পাক ফৌজির হম্বি…

9 hours ago

বাতিল করলেন তিন দেশের সফর প্রধানমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-মে মাসের মাঝামাঝি ক্রোয়েশিয়া, নরওয়ে ও নেদারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র…

10 hours ago

পাকিস্তানে নিহত বেড়ে ২৬!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানে ভারতের হামলায় মৃত বেড়ে ২৬। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন,…

10 hours ago

কৃষকের মাঝেই ঈশ্বরের অবস্থান: রতন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ প্রদান!!

অনলাইন প্রতিনিধি :;মঙ্গলবার সারা রাজ্যে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে গত বছর রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের…

10 hours ago