Categories: বিদেশ

ব্রিটেনের রাজা চার্লসও ভোগ করবেন অফুরন্ত সুযোগ-সুবিধা

এই খবর শেয়ার করুন (Share this news)

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর দু’দিন পরে ব্রিটেনের রাজা হিসাবে আনুষ্ঠানিক ভাবে তৃতীয় চার্লসের নাম ঘোষণা করা হয় । গত শনিবার ভাবগম্ভীর অনুষ্ঠানের মাধ্যমে ব্রিটেনের নতুন রাজা হিসাবে দ্বিতীয় এলিজাবেথের স্থলাভিষিক্ত হয়েছেন তার জ্যেষ্ঠপুত্র চার্লস । তবে এখনও রানি দ্বিতীয় এলিজাবেথের শেষ কৃত্য সম্পন্ন হয়নি । আগামী ১৯ সেপ্টেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় রানির শেষকৃত্য সম্পন্ন হবে । রাজা হিসাবে বহু সুযোগ – সুবিধা ভোগ করবেন রাজা চার্লস । ৭৩ বছর বয়সে রাজা হয়েছেন প্রয়াত ডায়নার স্বামী চার্লস । ইতিমধ্যে তার মাথায় উঠেছে রাজার মুকুট । প্রথা অনুযায়ী , যুবরাজ চার্লসই হবেন ইংল্যান্ড – সহ ১৫ টি কমনওয়েলথ দেশের রাজা । সেই সূত্রে ‘ কুইন কনসর্ট ‘ হয়েছেন তার স্ত্রী ক্যামিলা । ১৯৫২ সালে ইংল্যান্ডের যুবরাজ হয়েছিলেন চার্লস । রাজা হওয়ার আগে এতদিন তার উপাধি ছিল ‘ প্রিন্স অব ওয়ালেশ ’ । চার্লসের রাজ্যাভিষেকের পর এখন ‘ প্রিন্স অব ওয়ালেশ ‘ উপাধি পেয়েছেন রাজার জ্যেষ্ঠ পুত্র , তথা প্রয়াত রানির জ্যেষ্ঠ নাতি উইলিয়াম । এতদিন রানি দ্বিতীয় এলিজাবেথ যে সমস্ত সুযোগ – সুবিধা পেতেন , তার সবটাই পাবেন চার্লস । ব্রিটেনের নতুন রাজা পাসপোর্ট ছাড়াই বিশ্বের যে কোনও দেশে ভ্রমণ করতে পারবেন এবং লাইসেন্স ছাড়াই গাড়ি 49 চালাবেন তিনি যেখানে চাইবেন । ইংল্যান্ডের সমস্ত অবলা রাজহাঁসের মালিক হবেন এবং বছরে দু’বার তার জন্মদিন রাজকীয় মর্যাদায় উদযাপন করা হবে। পাসপোর্ট ছাড়াই রাজা চার্লস ভ্রমণ করবেন । কারণ , রাজপরিবারের অন্যান্য সদস্যদের মতো তার প্রয়োজন হবে না । বিদেশ ভ্রমণের সময় সংশ্লিষ্ট নথি শুধু তার নামে জারি করা হবে । সর্বোপরি , রাজাকে একটি পয়সাও আয়কর দিতে হবে না । ব্রিটেনের আইনে আছে , রাজা বা রানির ক্ষেত্রে আয়কর প্রদান বাধ্যতামূলক নয় । যদিও ১৯৯২ সাল থেকে রানি দ্বিতীয় এলিজাবেথ স্বেচ্ছায় আয়কর দিতেন । এখন রাজা চার্লস কি আয়করের প্রশ্নে মায়ের পদাঙ্ক অনুসরণ করবেন কি না আর কিছুদিনের মধ্যে তা স্পষ্ট হয়ে যাবে । এমনিতে এতদিন ইংল্যান্ডে জনসাধারণকে গাড়ি চালানোর জন্য লাইসেন্স দিতেন রানি । একই কারণে ব্রিটেনে রাজাই হবেন একমাত্র ব্যক্তি যিনি লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে পারবেন । অতএব তার লাইসেন্সের দরকার নেই । সেই সুযোগ এবার পারেন চার্লস ।
সেই সঙ্গে চার্লস হবেন ব্রিটেনের একমাত্র ব্যক্তি যার গাড়িতে কোনও নম্বরপ্লেট থাকবে না । বিদেশে ভ্রমণের ক্ষেত্রে রাজার নামে যে নথি তৈরি হবে তার প্রস্তাবনায় লেখা থাকবে : ‘ হিজ ব্রিটানিক ম্যাজেস্টি ’ । রাজার সদস্যদের বিদেশ ভ্রমণের সময় পাসপোর্ট লাগবে তবে তবে রাজা স্বয়ং স্টেট সেক্রেটারির এই মর্মে অনুরোধ করতে পারেন যে , তার সঙ্গে পরিবারের সংশ্লিষ্ট সদস্য বা বাহকদের অনুমতি এবং বাধা ছাড়াই অবাধে বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হোক । রাজপ্রাসাদ থেকে এই ধরনের অনুরোধ এলে সচরাচর স্টেট সেক্রেটারি যথাবিহিত সম্মানের সঙ্গে তা অনুমোদন করেন । দু’বার জন্মদিন পালনের বিষয়টিও উল্লেখযোগ্য । রানি বছরে দু’বার জন্মদিন পালিত হতো । একটা আসল জন্মদিন , আর একটা নকল মানে , সরকারি নথিতে থাকা জন্মের দিন । রাজা চার্লসের প্রকৃত জন্মদিন ১৪ নভেম্বর । কিন্তু সরকারি খাতায় তার জন্মদিন গরমের সময়ে , জুন মাসের দ্বিতীয় মঙ্গলবার । গত ২৫০ ধরে বছর বাকিংহাম প্রাসাদে এই রীতি চলে আসছে। রাজপ্রাসাদ সূত্রে খবর , চার্লসের দুটি জন্মদিনই ধুমধাম করে পালন করা হবে । রাজার সরকারি মতের জন্মদিনের উৎসবকে বলা হয় ‘ ট্রুপিং দ্য কালার ’ । সে এক এলাহি ব্যাপার । ১৪০০ – র বেশি ব্রিটিশ সেন্য , ২০০ ঘোড়া এবং ৪০০ জন দক্ষ সঙ্গীতজ্ঞ সৈন্যদের ব্যান্ডের সুরমূর্ছনায় সঙ্গীত পরিবেশন করেন । রাজপরিবারের সদস্যরা মধ্য লন্ডনের বাকিংহাম প্রাসাদের বারান্দা থেকে সেই দৃশ্য উপভোগ করেন । অনুষ্ঠান শেষ হয় রানি বা রাজার সম্মানার্থে রয়্যাল এয়ার ফোর্সের ফ্লাই – পাস্ট ( আকাশে জেট নিয়ে প্রদর্শন ) দিয়ে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফের উচ্চস্তরীয় বৈঠক!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার সকালে উচ্চস্তরীয় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন তাঁর লোক কল্যাণ…

18 hours ago

দেবালয় রক্ষা পায় না!!

আয়তনের দিক থেকে বিশ্বের ৩৩ম বৃহত্তম দেশ পাকিস্তান।কিন্তু ঋণের জালে জর্জরিত পাকিস্তান দেশটির আর্থিক অবস্থা…

21 hours ago

প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড!!

অনলাইন প্রতিনিধি :-প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড। মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।…

1 day ago

সব রাজ্যের মুখ্যসচিবদের নির্দেশ কেন্দ্রের!!

অনলাইন প্রতিনিধি :-জরুরি বৈঠকে বসলেন স্বরাষ্ট্র সচিব ও আইবি প্রধান। বৈঠকে রয়েছেন মুখ্যসচিবরাও। জানা যাচ্ছে,…

1 day ago

পাকিস্তানের ছোড়া গুলিতে শহিদ সাব-ইন্সপেক্টর এমডি ইমতিয়াজ!!

অনলাইন প্রতিনিধি :-বিকেল পাঁচটায় সংঘর্ষবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ফের গিরগিটি রূপ ধারণ করল পাকিস্তান।…

1 day ago

৩ ঘণ্টা না পেরোতেই সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের!

অনলাইন প্রতিনিধি :-রাত পোহানো দূর অস্ত। চার ঘণ্টাও কাটল না। এর মধ্যেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে…

1 day ago