Categories: বিদেশ

ব্রিটেনের রাজা চার্লসও ভোগ করবেন অফুরন্ত সুযোগ-সুবিধা

এই খবর শেয়ার করুন (Share this news)

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর দু’দিন পরে ব্রিটেনের রাজা হিসাবে আনুষ্ঠানিক ভাবে তৃতীয় চার্লসের নাম ঘোষণা করা হয় । গত শনিবার ভাবগম্ভীর অনুষ্ঠানের মাধ্যমে ব্রিটেনের নতুন রাজা হিসাবে দ্বিতীয় এলিজাবেথের স্থলাভিষিক্ত হয়েছেন তার জ্যেষ্ঠপুত্র চার্লস । তবে এখনও রানি দ্বিতীয় এলিজাবেথের শেষ কৃত্য সম্পন্ন হয়নি । আগামী ১৯ সেপ্টেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় রানির শেষকৃত্য সম্পন্ন হবে । রাজা হিসাবে বহু সুযোগ – সুবিধা ভোগ করবেন রাজা চার্লস । ৭৩ বছর বয়সে রাজা হয়েছেন প্রয়াত ডায়নার স্বামী চার্লস । ইতিমধ্যে তার মাথায় উঠেছে রাজার মুকুট । প্রথা অনুযায়ী , যুবরাজ চার্লসই হবেন ইংল্যান্ড – সহ ১৫ টি কমনওয়েলথ দেশের রাজা । সেই সূত্রে ‘ কুইন কনসর্ট ‘ হয়েছেন তার স্ত্রী ক্যামিলা । ১৯৫২ সালে ইংল্যান্ডের যুবরাজ হয়েছিলেন চার্লস । রাজা হওয়ার আগে এতদিন তার উপাধি ছিল ‘ প্রিন্স অব ওয়ালেশ ’ । চার্লসের রাজ্যাভিষেকের পর এখন ‘ প্রিন্স অব ওয়ালেশ ‘ উপাধি পেয়েছেন রাজার জ্যেষ্ঠ পুত্র , তথা প্রয়াত রানির জ্যেষ্ঠ নাতি উইলিয়াম । এতদিন রানি দ্বিতীয় এলিজাবেথ যে সমস্ত সুযোগ – সুবিধা পেতেন , তার সবটাই পাবেন চার্লস । ব্রিটেনের নতুন রাজা পাসপোর্ট ছাড়াই বিশ্বের যে কোনও দেশে ভ্রমণ করতে পারবেন এবং লাইসেন্স ছাড়াই গাড়ি 49 চালাবেন তিনি যেখানে চাইবেন । ইংল্যান্ডের সমস্ত অবলা রাজহাঁসের মালিক হবেন এবং বছরে দু’বার তার জন্মদিন রাজকীয় মর্যাদায় উদযাপন করা হবে। পাসপোর্ট ছাড়াই রাজা চার্লস ভ্রমণ করবেন । কারণ , রাজপরিবারের অন্যান্য সদস্যদের মতো তার প্রয়োজন হবে না । বিদেশ ভ্রমণের সময় সংশ্লিষ্ট নথি শুধু তার নামে জারি করা হবে । সর্বোপরি , রাজাকে একটি পয়সাও আয়কর দিতে হবে না । ব্রিটেনের আইনে আছে , রাজা বা রানির ক্ষেত্রে আয়কর প্রদান বাধ্যতামূলক নয় । যদিও ১৯৯২ সাল থেকে রানি দ্বিতীয় এলিজাবেথ স্বেচ্ছায় আয়কর দিতেন । এখন রাজা চার্লস কি আয়করের প্রশ্নে মায়ের পদাঙ্ক অনুসরণ করবেন কি না আর কিছুদিনের মধ্যে তা স্পষ্ট হয়ে যাবে । এমনিতে এতদিন ইংল্যান্ডে জনসাধারণকে গাড়ি চালানোর জন্য লাইসেন্স দিতেন রানি । একই কারণে ব্রিটেনে রাজাই হবেন একমাত্র ব্যক্তি যিনি লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে পারবেন । অতএব তার লাইসেন্সের দরকার নেই । সেই সুযোগ এবার পারেন চার্লস ।
সেই সঙ্গে চার্লস হবেন ব্রিটেনের একমাত্র ব্যক্তি যার গাড়িতে কোনও নম্বরপ্লেট থাকবে না । বিদেশে ভ্রমণের ক্ষেত্রে রাজার নামে যে নথি তৈরি হবে তার প্রস্তাবনায় লেখা থাকবে : ‘ হিজ ব্রিটানিক ম্যাজেস্টি ’ । রাজার সদস্যদের বিদেশ ভ্রমণের সময় পাসপোর্ট লাগবে তবে তবে রাজা স্বয়ং স্টেট সেক্রেটারির এই মর্মে অনুরোধ করতে পারেন যে , তার সঙ্গে পরিবারের সংশ্লিষ্ট সদস্য বা বাহকদের অনুমতি এবং বাধা ছাড়াই অবাধে বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হোক । রাজপ্রাসাদ থেকে এই ধরনের অনুরোধ এলে সচরাচর স্টেট সেক্রেটারি যথাবিহিত সম্মানের সঙ্গে তা অনুমোদন করেন । দু’বার জন্মদিন পালনের বিষয়টিও উল্লেখযোগ্য । রানি বছরে দু’বার জন্মদিন পালিত হতো । একটা আসল জন্মদিন , আর একটা নকল মানে , সরকারি নথিতে থাকা জন্মের দিন । রাজা চার্লসের প্রকৃত জন্মদিন ১৪ নভেম্বর । কিন্তু সরকারি খাতায় তার জন্মদিন গরমের সময়ে , জুন মাসের দ্বিতীয় মঙ্গলবার । গত ২৫০ ধরে বছর বাকিংহাম প্রাসাদে এই রীতি চলে আসছে। রাজপ্রাসাদ সূত্রে খবর , চার্লসের দুটি জন্মদিনই ধুমধাম করে পালন করা হবে । রাজার সরকারি মতের জন্মদিনের উৎসবকে বলা হয় ‘ ট্রুপিং দ্য কালার ’ । সে এক এলাহি ব্যাপার । ১৪০০ – র বেশি ব্রিটিশ সেন্য , ২০০ ঘোড়া এবং ৪০০ জন দক্ষ সঙ্গীতজ্ঞ সৈন্যদের ব্যান্ডের সুরমূর্ছনায় সঙ্গীত পরিবেশন করেন । রাজপরিবারের সদস্যরা মধ্য লন্ডনের বাকিংহাম প্রাসাদের বারান্দা থেকে সেই দৃশ্য উপভোগ করেন । অনুষ্ঠান শেষ হয় রানি বা রাজার সম্মানার্থে রয়্যাল এয়ার ফোর্সের ফ্লাই – পাস্ট ( আকাশে জেট নিয়ে প্রদর্শন ) দিয়ে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

অর্থনীতির হাল-হকিকত

২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…

3 hours ago

রোমান লিপিকে স্বীকৃতির দাবিতে টি,এস,এফ এর বিক্ষোভ!!

অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…

4 hours ago

কেন্দ্রীয় রিপোর্টে প্রকাশ্যে এলো ত্রিপুরার শিক্ষার বেআব্রু চেহারা!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…

4 hours ago

ত্রিপুরাকে শ্রেষ্ঠ রাজ্য বানাচ্ছে বিজেপি সরকার: সুশান্ত!!

অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…

4 hours ago

নি:শব্দে এগোচ্ছে চিন!!

প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…

1 day ago

নেতা-মন্ত্রীদের বারবার ঘোষণা সত্ত্বেও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে না!!

অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…

1 day ago