ব্রেন স্ট্রোক, গত তিন মাসে জিবি থেকে একজনও রেফার হয়নি।

 ব্রেন স্ট্রোক, গত তিন মাসে জিবি থেকে একজনও রেফার হয়নি।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- চলতি বছরের ৩১মে রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে চালু করা হয়েছে নিউরোলজি সুপার স্পেশালিটি ডিপার্টমেন্ট। এই বিশেষ চিকিৎসা পরিষেবা চালু হওয়ার পর থেকে গত তিনমাসে ব্রেন স্ট্রোকের একজন রোগীকেও বহিঃরাজ্যে রেফার করতে হয়নি। রাজ্যেই তাদের চিকিৎসা হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। নিউরোলজি বিশেষজ্ঞ ডা. আবীর লাল নাথের নেতৃত্বে বিশেষজ্ঞ ক্যাথ ল্যাব টেকনিশিয়ান, ক্যাথ ল্যাব ব্রাদার্স, অ্যানেস্থেসিস্ট সহ গোটা টিম দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। এতে দারুণভাবে উপকৃত হচ্ছেন রাজ্যের মানুষ। বিশেষ করে নিউরোলজি, ব্রেন স্ট্রোক সংক্রান্ত জটিল রোগে আক্রান্ত রোগীরা।এতে রাজ্যের চিকিৎসা পরিষেবার মান যেমন বেড়েছে, তেমনি রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উপরেও মানুষের আস্থা বাড়ছে। তথ্য নিয়ে জানা গেছে, গত তিন মাসে জিবি হাসপাতালের নিউরোলজি সুপার-স্পেশালিটি বিভাগে ব্রেন স্ট্রোকের ৬৫ জন রোগী এসেছেন। প্রত্যেক রোগীর ব্রেনে অ্যাঞ্জিওগ্রাফি করে স্ট্রোকের কারণ অনুসন্ধান করে চিকিৎসা করা হয়েছে। জানা গেছে, এই ৬৫ জন রোগীর মধ্যে ৮ জন রোগী ছিলেন সিরিয়াস। তাদের পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় ৫ জনের ব্রেনের আর্টারি সরু হয়ে গেছে। জিবি হাসপাতালেই নিউরো ইন্টারভেনাসের মাধ্যমে কয়েলিং করে তাদের সুস্থ করে তোলা হয়েছে। আর তিনজনের ব্রেনে স্টেনচিং করা হয়েছে। বর্তমানে সকলের সুস্থ এবং স্বাভাবিক জীবন যাপন করছেন। আগে ব্রেন স্ট্রোক মানেই সার্জারি করতে হতো। এখন সার্জারি না করেই চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। যেমন সুভাষ দাস, বিমল দাস, অঞ্জলি বর্মণ এরা বারবার স্ট্রোকে আক্রান্ত হচ্ছিলেন। সার্জারি না করেই তাদের উন্নত এবং অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার মাধ্যমে সুস্থ করে তোলা হয়েছে।জানা গেছে, রাজ্যের মানুষের স্বার্থ বিবেচনা করে খুব শীঘ্রই জিবি হাসপাতালে নিউরো.ওপিডি চালু করা হচ্ছে। প্রতি সোম ও শুক্রবার দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওপিডি খোলা থাকবে। রাজ্যের প্রধান হাসপাতালে এখন বিভিন্ন বিভাগে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে। আজ থেকে চার-পাঁচ বছর আগে সাধারণ চিকিৎসার জন্য রাজ্যবাসীকে বহিঃরাজ্যে ছুটে যেতে হতো। লক্ষ লক্ষ টাকা খরচ হতো চিকিৎসা করাতে গিয়ে। কিন্তু ধীরে ধীরে রাজ্য স্বাস্থ্য পরিষেবার মান যেমন বেড়েছে, তেমনি নানা বিভাগে উন্নত চিকিৎসা পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। বর্তমানে জিবি হাসপাতালে নিউরো, নিউরো সার্জারি, হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি থেকে শুরু করে একাধিক জটিল অপারেশন ও রোগের চিকিৎসা হচ্ছে। শুধু তাই নয়, রাজ্যে অবস্থিত অটলবিহারী রিজিওনাল ক্যান্সার হাসপাতালের পরিষেবাও অনেক উন্নত। বাংলাদেশ থেকেও এখন অনেক রোগী আসছে আগরতলায় ক্যান্সার রোগের চিকিৎসার জন্য।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.